ETV Bharat / bharat

তামিলনাড়ুতে ভয়াবহ বন্যা পরিস্থিতি! বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, মৃত কমপক্ষে 10 - 10 জনের মৃত্যু হয়েছে একটানা বৃষ্টিতে

Tamil Nadu flood claimed at least 10 lives: লাগাতার বৃষ্টিতে তামিলনাড়ুর বহু অংশই এখন জলের তলায় ৷ তার জেরে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা ৷ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ মৃত্যু হয়েছে 10 জনের ৷

ETV Bharat
তামিলনাড়ুতে বন্যা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 9:12 AM IST

চেন্নাই, 20 ডিসেম্বর: লাগতার বৃষ্টির জেরে তামিলনাড়ুতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আর তার জেরে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ৷ বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে তামিলনাড়ুতে ৷ আর এতেই জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ৷ সাধারণ মানুষ বেশ কয়েকদিন ধরে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷ এমনকী বেশ কিছু জায়গায় ট্রেনও আটকে রয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

সেনাবাহিনীর সাহায্যে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় উদ্ধারকার্য শুরু করেছে ৷ রবিবার অতিভারী বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তিরুনেলভেলির দক্ষিণাঞ্চল এবং থুথুকুড়ি জেলা ৷ বহু গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে ৷ সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷

তিরুনেলভেলি এবং আশপাশের বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে ৷ তবে থুথুকুড়ির সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ বিমানে ওঠানামা এখনও বন্ধ রাখা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় রেললাইনের ট্র্যাক নষ্ট হয়ে গিয়েছে ৷ অনেক জায়গায় আবার জলের তলায় ডুবে রয়েছে ৷ উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার ৷ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবারের প্যাকেট, জল ফেলা হচ্ছে ৷

অনেক জায়গায় একদিনেই 40 সেমির বেশি বৃষ্টি হয়েছে ৷ কায়ালপট্টিনামে সর্বাধিক 95 সেমি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এছাড়া তামিরাপারানি নদীতে 1.25 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ এর ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে ৷ বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে বলে জানা গিয়েছে ৷

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, খুব দ্রুত উদ্ধারকার্য চালাতে 7 হাজার 33 কোটি টাকা প্রয়োজন ৷ আর অন্যদিকে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য 12 হাজার 659 কোটি টাকা দরকার ৷ এছাড়াও তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে আরও হেলিকপ্টার এবং নিরাপত্তাকর্মী মোতায়েনের জন্য অনুরোধ করেছেন ৷

রাজ্যের মুখ্যসচিব শিবদাস মীনা বলেন, "পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফের 130 জন উদ্ধারকার্য সামলাচ্ছে ৷ এছাড়া আরও 168 সশস্ত্র বাহিনীর কর্মীরাও এই বিশাল যজ্ঞকাণ্ডে অংশ নিয়েছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার মানুষকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের 160টি অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার 9টি হেলিকপ্টার 34 হাজারেরও বেশি খাবার প্যাকেট বিতরণ করেছে ৷"

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু, বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে ভারতীয় সেনা
  2. চেন্নাইয়ের পরিস্থিতি দেখে মেট্রো শহরগুলিতে বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ মোদি সরকারের
  3. তামিলনাড়ুর দক্ষিণ অংশে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বন্দে ভারত-সহ বহু ট্রেন

চেন্নাই, 20 ডিসেম্বর: লাগতার বৃষ্টির জেরে তামিলনাড়ুতে তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আর তার জেরে কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে ৷ বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়ে চলেছে তামিলনাড়ুতে ৷ আর এতেই জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ৷ সাধারণ মানুষ বেশ কয়েকদিন ধরে ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ৷ এমনকী বেশ কিছু জায়গায় ট্রেনও আটকে রয়েছে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

সেনাবাহিনীর সাহায্যে রাজ্য সরকার বিভিন্ন জায়গায় উদ্ধারকার্য শুরু করেছে ৷ রবিবার অতিভারী বৃষ্টিতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তিরুনেলভেলির দক্ষিণাঞ্চল এবং থুথুকুড়ি জেলা ৷ বহু গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে ৷ সেখানে পৌঁছনো প্রায় অসম্ভব হয়ে পড়েছে ৷

তিরুনেলভেলি এবং আশপাশের বেশ কয়েকটি এলাকায় সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক হয়েছে ৷ তবে থুথুকুড়ির সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৷ বিমানে ওঠানামা এখনও বন্ধ রাখা হয়েছে ৷ বিভিন্ন জায়গায় রেললাইনের ট্র্যাক নষ্ট হয়ে গিয়েছে ৷ অনেক জায়গায় আবার জলের তলায় ডুবে রয়েছে ৷ উদ্ধারকার্যে নেমেছে ভারতীয় বায়ু সেনার হেলিকপ্টার ৷ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আকাশপথে খাবারের প্যাকেট, জল ফেলা হচ্ছে ৷

অনেক জায়গায় একদিনেই 40 সেমির বেশি বৃষ্টি হয়েছে ৷ কায়ালপট্টিনামে সর্বাধিক 95 সেমি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এছাড়া তামিরাপারানি নদীতে 1.25 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে ৷ এর ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে ৷ বন্যা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে বহু জায়গায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসবে বলে জানা গিয়েছে ৷

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন জানিয়েছেন, খুব দ্রুত উদ্ধারকার্য চালাতে 7 হাজার 33 কোটি টাকা প্রয়োজন ৷ আর অন্যদিকে দীর্ঘস্থায়ী সমাধানের জন্য 12 হাজার 659 কোটি টাকা দরকার ৷ এছাড়াও তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে আরও হেলিকপ্টার এবং নিরাপত্তাকর্মী মোতায়েনের জন্য অনুরোধ করেছেন ৷

রাজ্যের মুখ্যসচিব শিবদাস মীনা বলেন, "পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এসডিআরএফের 130 জন উদ্ধারকার্য সামলাচ্ছে ৷ এছাড়া আরও 168 সশস্ত্র বাহিনীর কর্মীরাও এই বিশাল যজ্ঞকাণ্ডে অংশ নিয়েছে ৷ এখনও পর্যন্ত 17 হাজার মানুষকে উদ্ধার করা গিয়েছে ৷ তাঁদের 160টি অস্থায়ী শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার ভারতীয় বায়ুসেনার 9টি হেলিকপ্টার 34 হাজারেরও বেশি খাবার প্যাকেট বিতরণ করেছে ৷"

আরও পড়ুন:

  1. ভারী বৃষ্টিপাতে জলমগ্ন দক্ষিণ তামিলনাড়ু, বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজে ভারতীয় সেনা
  2. চেন্নাইয়ের পরিস্থিতি দেখে মেট্রো শহরগুলিতে বন্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ মোদি সরকারের
  3. তামিলনাড়ুর দক্ষিণ অংশে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বাতিল বন্দে ভারত-সহ বহু ট্রেন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.