ETV Bharat / bharat

Uttarakhand Bus Accident: যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, উত্তরাখণ্ডে মৃত বেড়ে 25

বাসটিতে 50 জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ সবাই বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায় ৷ উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়ালে মর্মান্তিক দুর্ঘটনা নবমীর সন্ধেয় (Bus Accident in Pauri Garhwal Uttarakhand) ৷

Uttarkhand Bus Accident
ETV Bharat
author img

By

Published : Oct 5, 2022, 7:47 AM IST

Updated : Oct 5, 2022, 8:23 AM IST

পাউরি গাড়ওয়াল (উত্তরাখণ্ড), 5 অক্টোবর: যাত্রীবোঝাই বাস নদীতে পড়ে মারা গেলেন কমপক্ষে 25 জন ৷ এখনও পর্যন্ত আহত 10 জন ৷ মঙ্গলবার সন্ধে সাড়ে 7টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় (Pauri Garhwal Bus Accident) ৷

ডিজিপি অশোক কুমার একটি সংবাদংস্থায় জানান, গতকাল সন্ধেয় পাউরি গাড়ওয়াল বাস দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছে ৷ ধুমাকোটের বিরনখালে বাসটি উল্টে খাদে পড়ে যায় ৷ এসডিআরএফ এবং পুলিশ যৌথ ভাবে সারারাত অভিযান চালিয়েছে ৷ এখনও পর্যন্ত 21 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

জানা গিয়েছে, গতকাল সন্ধেয় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবোঝাই বাসটি 300 মিটার গভীর নয়ার নদীতে পড়ে যায় ৷ বাসটি লালধাং থেকে করতলার দিকে যাচ্ছিল ৷ মাঝপথে বিরনখাল (Bironkhal from Laldhang) সিএমডি ব্যান্ডের কাছে এসে চালক বাসের গতি বাড়ায় ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ার নদীতে পড়ে যায় । বাসটিতে 50 জনেরও বেশি যাত্রী ছিল বলে খবর ৷

আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও এসডিআরএফ দল। ৷ তাঁরা উদ্ধার কাজে হাত লাগায় ৷ অন্ধকারের কারণে এবং আলোর কোনও বন্দোবস্ত না থাকায় উদ্ধারকাজে সমস্যা হয় । গুরুতর আহত 10 জনকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ড বিপর্যয় নিয়ন্ত্রণ ঘরে পৌঁছে আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন ।

পাউরি গাড়ওয়াল (উত্তরাখণ্ড), 5 অক্টোবর: যাত্রীবোঝাই বাস নদীতে পড়ে মারা গেলেন কমপক্ষে 25 জন ৷ এখনও পর্যন্ত আহত 10 জন ৷ মঙ্গলবার সন্ধে সাড়ে 7টা নাগাদ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি গাড়ওয়াল জেলায় (Pauri Garhwal Bus Accident) ৷

ডিজিপি অশোক কুমার একটি সংবাদংস্থায় জানান, গতকাল সন্ধেয় পাউরি গাড়ওয়াল বাস দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছে ৷ ধুমাকোটের বিরনখালে বাসটি উল্টে খাদে পড়ে যায় ৷ এসডিআরএফ এবং পুলিশ যৌথ ভাবে সারারাত অভিযান চালিয়েছে ৷ এখনও পর্যন্ত 21 জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

জানা গিয়েছে, গতকাল সন্ধেয় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবোঝাই বাসটি 300 মিটার গভীর নয়ার নদীতে পড়ে যায় ৷ বাসটি লালধাং থেকে করতলার দিকে যাচ্ছিল ৷ মাঝপথে বিরনখাল (Bironkhal from Laldhang) সিএমডি ব্যান্ডের কাছে এসে চালক বাসের গতি বাড়ায় ৷ এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা নয়ার নদীতে পড়ে যায় । বাসটিতে 50 জনেরও বেশি যাত্রী ছিল বলে খবর ৷

আরও পড়ুন: ভয়াবহ তুষারধসের কবলে প্রাণ হারালেন 10 পর্বতারোহী, এখনও আটকে 25 জন

খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও এসডিআরএফ দল। ৷ তাঁরা উদ্ধার কাজে হাত লাগায় ৷ অন্ধকারের কারণে এবং আলোর কোনও বন্দোবস্ত না থাকায় উদ্ধারকাজে সমস্যা হয় । গুরুতর আহত 10 জনকে পাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে । দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরাখণ্ড বিপর্যয় নিয়ন্ত্রণ ঘরে পৌঁছে আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন ।

Last Updated : Oct 5, 2022, 8:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.