জয়পুর, 22 অগস্ট: রাজস্থানের জয়পুরের দৌসা জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ একটি ট্রাকের সঙ্গে জিপের সংঘর্ষে প্রাণ গিয়েছে কমপক্ষে 6 জনের ৷ আহত হয়েছেন প্রায় 11 জন ৷ মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে দৌসা জেলার মান্দাওয়ার থানা এলাকার বীরসানা রোডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওই ট্রাকটি আলওয়ার থেকে মাহওয়ার দিকে যাচ্ছিল ৷ অন্যদিকে, মাহওয়া থেকে মান্দাওয়ারের দিকে যাচ্ছিল একটি জিপ ৷ দু'টি গাড়ি যখন বীরসানা রোড ক্রশ করছিল ঠিক সেই সময় ঘটে বিপত্তি! দু'টি গাড়ির সংঘর্ষ হয় ৷ তাতে জিপের ভিতরে থাকা চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং দু'জন গুরুতর আহত হন। ততক্ষণাৎ স্থানীয়রা তাঁদের উদ্ধারের চেষ্টা করেন ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷ খবর পেয়ে মান্দাওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় ৷ উদ্ধারকার্যে তারাও হাত লাগান ৷
পুলিশ জানিয়েছে, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাহওয়া কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় দু'জনের মৃত্যু হয়। দেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অন্যান্য আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য জয়পুরে স্থানান্তরিত করা হয়েছে ৷ পুলিশ জেসিবির সাহায্যে গাড়িগুলো সরিয়ে নিয়ে। পরে তারা হাসপাতালে পৌঁছে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় পুলিশ। এদিকে, পুলিশ একটি মামলা দায়ের করে তদন্তে নেমেছে ৷
এর আগে, রাজস্থানের হনুমানগড়ে দু'টি পিক-আপ ভ্যানের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে কমপক্ষে 4 জনের মৃত্যু হয় ৷ ঘটনায় আহত হয়েছিলেন আরও তিন। সেদিনের ঘটনাটি ঘটেছে গোগামেডি থানা এলাকার পারলিকা গ্রামের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 4 জন নিহত ও আহতদের মধ্যে একজন বন্ধু ছিলেন ৷ তাঁরা গোগামেডি থেকে ফিরছিলেন ৷ সেই সময় দুর্ঘটনাটি ঘটে। পিক-আপ ভ্যানের দুই চালক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: ঘুরতে যাওয়াই কাল হল, প্রশাসনিক গাফিলতিতে নির্মীয়মাণ ফ্লাইওভার থেকে আছড়ে পড়ে মৃত 2