রুদ্রপ্রয়াগ, 18 অক্টোবর: ভয়াবহ দুর্ঘটনা কেদারনাথে ৷ হেলিকপ্টার ভেঙে কমপক্ষে 7 জন মারা গিয়েছেন উত্তরাখণ্ডের ফাটায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রীর বিশেষ মুখ্যসচিব অভিনব কুমার (Abhinav Kumar, Special Principal Secretary to the Chief Minister) ৷ মঙ্গলবার সকালে কেদারনাথ ধাম থেকে পুণ্যার্থীদের নিয়ে গুপ্তকাশীর উদ্দেশ্যে রওনা দেয় হেলিকপ্টার ৷ পথে ফাটায় ভেঙে পড়ে ৷ মারা গিয়েছেন পাইলট সমেত 7 জন ৷ মৃতদের মধ্যে 3 জন মহিলা ৷
এদিন আবহাওয়া খারাপ ছিল ৷ আকাশ মেঘাচ্ছন্ন ছিল ৷ তাই দৃশ্যমানতাও ভালো ছিল না ৷ তার মধ্যেই পুণ্যার্থীদের নিয়ে যাত্রা করে হেলিকপ্টার বেল 407 ভিটি-আরপিএন (Bell 407 helicopter VT-RPN ) ৷ কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই ফাটা'র জঙ্গলচট্টি'র কাছে সকাল 11টা 45 মিনিট নাগাদ ভেঙে পড়ে হেলিকপ্টারটি ৷ আগুন ধরে যায় ৷
রুদ্রপ্রয়াগের এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Droupadi Murmu) ৷ তিনি লেখেন, "কেদারনাথ ধামের কাছে হওয়া হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট সমেত অনেক তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন ৷ এই খবর অত্যন্ত দুঃখজনক ৷ স্বজনহারা পরিবারদের প্রতি আমার সমবেদনা রইল ৷"
-
केदारनाथ धाम के पास हुए हेलीकॉप्टर दुर्घटना में पायलट सहित कई तीर्थयात्रियों के निधन का समाचार बहुत दुखद है। अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मैं गहन शोक-संवेदनाएं व्यक्त करती हूं।
— President of India (@rashtrapatibhvn) October 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">केदारनाथ धाम के पास हुए हेलीकॉप्टर दुर्घटना में पायलट सहित कई तीर्थयात्रियों के निधन का समाचार बहुत दुखद है। अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मैं गहन शोक-संवेदनाएं व्यक्त करती हूं।
— President of India (@rashtrapatibhvn) October 18, 2022केदारनाथ धाम के पास हुए हेलीकॉप्टर दुर्घटना में पायलट सहित कई तीर्थयात्रियों के निधन का समाचार बहुत दुखद है। अपने प्रियजनों को खोने वाले परिवारों के प्रति मैं गहन शोक-संवेदनाएं व्यक्त करती हूं।
— President of India (@rashtrapatibhvn) October 18, 2022
আরও পড়ুন: হৃষিকেশে ব়্যাফটিং করতে গিয়ে মৃত্যু কলকাতার পর্যটকের, কেদারনাথে মৃত আরও 1
এখনও তুষারপাত চলছে ওই এলাকায় ৷ তার মধ্যেও উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে এসডিআরএফ, পুলিশ ৷ কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Civil Aviation Minister Jyotiraditya Scindia) জানান, তাঁর মন্ত্রক গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ৷ তিনিও টুইটে লেখেন, "কেদারনাথে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ৷ আমরা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি ৷"
অসামরিক বিমান মন্ত্রকের এক উচ্চ আধিকারিক জানান, দুর্ঘটনায় ভেঙে পড়া হেলিকপ্টারটি আরিয়ান এভিয়েশন পরিচালনা করছিল ৷ ডিজিসিএ এক উচ্চ আধিকারিক বলেন, "প্রাথমিক ভাবে পাওয়া খবর অনুযায়ী, একটি বেল 407 হেলিকপ্টার ভিটি-আরপিএন (Bell 407 helicopter VT-RPN) কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ে ৷ সম্ভবত আবহাওয়া খারাপ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে ৷ "