ETV Bharat / bharat

Hapur Boiler Blast : রাসায়নিক কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত বেড়ে 9, আহত 19 - Several died and injured in Boiler Explosion in Hapur Chemical factory

হাপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন ৷ ভেতরে আটকে পড়েছেন কারখানার বেশ কয়েকজন শ্রমিক । এখনও পর্যন্ত এই ঘটনায় মৃত্যের সংখ্যা 9 জন (Boiler Explosion in Hapur Chemical Factory) ।

Hapur Boiler Blast News
হাপুরে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
author img

By

Published : Jun 4, 2022, 4:25 PM IST

Updated : Jun 4, 2022, 7:55 PM IST

হাপুর (উত্তরপ্রদেশ), 4 জুন : হাপুরে একটি রাসায়নিক কারখানায় বয়লারে বিস্ফোরণ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৌলানা থানার ইউপিএসআইডিসি এলাকার ওই কারখানায় বয়লারে বিস্ফোরণের কারণেই আগুন লেগে যায় ।

কারখানার বেশ কয়েকজন শ্রমিক এখনও আগুনে আটকে রয়েছেন বলে খবর । এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহত হয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন (Boiler Explosion in Hapur Chemical Factory) ।

প্রধানমন্ত্রী দফতর এক টুইটে লিখেছে, ‘‘উত্তরপ্রদেশের হাপুরের রাসায়নিক কারখানায় দুর্ঘটনা হৃদয় বিদারক । যারা এতে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । রাজ্য সরকার আহতদের চিকিৎসা এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত ৷’’

  • उत्तर प्रदेश के हापुड़ की केमिकल फैक्ट्री में हुआ हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों को जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी संवेदनाएं व्यक्त करता हूं। घायलों के इलाज और दूसरी हर संभव सहायता में राज्य सरकार तत्परता से जुटी है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) June 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর নির্দেশে মীরাটের আইজি প্রবীণ কুমার এবং হাপুরের ডিএম-সহ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে । এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

হাপুর (উত্তরপ্রদেশ), 4 জুন : হাপুরে একটি রাসায়নিক কারখানায় বয়লারে বিস্ফোরণ ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, ধৌলানা থানার ইউপিএসআইডিসি এলাকার ওই কারখানায় বয়লারে বিস্ফোরণের কারণেই আগুন লেগে যায় ।

কারখানার বেশ কয়েকজন শ্রমিক এখনও আগুনে আটকে রয়েছেন বলে খবর । এই ঘটনায় এখনও পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । আহত হয়েছেন অনেকে ৷ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন (Boiler Explosion in Hapur Chemical Factory) ।

প্রধানমন্ত্রী দফতর এক টুইটে লিখেছে, ‘‘উত্তরপ্রদেশের হাপুরের রাসায়নিক কারখানায় দুর্ঘটনা হৃদয় বিদারক । যারা এতে প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি । রাজ্য সরকার আহতদের চিকিৎসা এবং সম্ভাব্য সব ধরনের সহায়তার জন্য প্রস্তুত ৷’’

  • उत्तर प्रदेश के हापुड़ की केमिकल फैक्ट्री में हुआ हादसा हृदयविदारक है। इसमें जिन लोगों को जान गंवानी पड़ी है, उनके परिजनों के प्रति मैं अपनी संवेदनाएं व्यक्त करता हूं। घायलों के इलाज और दूसरी हर संभव सहायता में राज्य सरकार तत्परता से जुटी है: PM @narendramodi

    — PMO India (@PMOIndia) June 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : 27 জনের প্রাণ কাড়ল দিল্লির অফিসের আগুন, অনেকে নিখোঁজ ; ক্ষতিপূরণ ঘোষণা মোদির

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । তাঁর নির্দেশে মীরাটের আইজি প্রবীণ কুমার এবং হাপুরের ডিএম-সহ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকে । এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ।

Last Updated : Jun 4, 2022, 7:55 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.