কোচি, 25 নভেম্বর: কোচি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'টেক ফেস্ট' চলাকালীন পদপিষ্ট হয়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 50 জন পড়ুয়া ৷ ঘটনাস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পদপিষ্ট হয়ে উপস্থিত অধিকাংশই গুরুতর আহত হয়েছেন। প্রখ্যাত গায়িকা নিকিতা গান্ধি যখন 'টেক ফেস্ট'-এর অনুষ্ঠানে পারফর্ম করছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে বলে খবর।
জানা গিয়েছে, শনিবার ছিল 'টেক ফেস্ট'-এর শেষ দিন। যে অডিটোরিয়ামে এদিন সমাপ্তি অনুষ্ঠানটি চলছিল সেখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পড়ুয়া ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে অনেক ছাত্র-ছাত্রী এবং অন্যান্যরা বাইরে নিজেদের মধ্যে আনন্দ করছিল ৷ এমন সময় বৃষ্টি হওয়ায় অডিটোরিয়ামের বাইরে যারা ছিল তাঁরাও ছুটে ভিতরে ঢুকে পড়লে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে খবর, আহতদের প্রথমে কাছের কালামাসেরি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চারজনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি আহতরাও সকলেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলেই প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, অনুষ্ঠানের এলাকাটি এমনই যেখানে সাধারণ মানুষ-সহ যে কেউ যে কোনও সময় ঢুকে পড়তে পারেন। এদিন ছিল দু'দিনের এই টেক ফেস্টের শেষ দিন। নিহতের নাম-পরিচয় সম্পর্কে অবশ্য এখনও কিছু জানা যায়নি ৷
হাসপাতালের তরফে জানানো হয়েছে, আরও চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। একজন প্রত্যক্ষদর্শী বলেন, "অনুষ্ঠানে তারাই কেবলমাত্র প্রবেশ করতে পারত যাদের কাছে টিকিট আছে। তবে, মিউজিক্যাল শো চলাকালীন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাও অডিটোরিয়ামের বাইরে ছিলেন।" প্রত্যক্ষদর্শী যোগ করেন, হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে পুরো দর্শক মঞ্চের দিকে ছুটে আসেন ৷ অন্যদিকে ঘটনার পরই মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কোঝিকোড়ের সরকারি গেস্ট হাউসে জরুরি বৈঠকে বসেন ৷ শিক্ষার্থীদের মৃত্যুর জন্য তিনি শোক প্রকাশও করেছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রবিবার সমস্ত সাংস্কৃতিক এবং শিল্প অনুষ্ঠানগুলি বাতিল করা হয়েছে। মন্ত্রী পি রাজীব এবং আর বিন্ধুকে কালামাসেরির ক্যাম্পাসে গিয়ে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী সকল আহতদের চিকিৎসা করার নির্দেশও দিয়েছেন ৷
আরও পড়ুন
সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইটিআই পড়ুয়া
লুকোচুরি খেলতে গিয়ে পরিত্যক্ত ফ্রিজারে আটক! শ্বাসরোধে মৃত্যু 2 নাবালিকা বোনের