সোলাপুর (মহারাষ্ট্র), 14 মার্চ : মহারাষ্ট্রের দিন্দিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ পুণ্যার্থীবাহী ট্রাক্টরে ধাক্কা মারল ট্রাক ৷ মৃত্যু হল 4 জন পুণ্যার্থীর (4 died in an accident in Dindi of Maharashtra) ৷ জখম হয়েছেন আরও 40 জন ৷ তাঁদের সোলাপুরে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ রবিবার রাতে সোলাপুর-পুণে জাতীয় সড়কে দিন্দি নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে ৷
জানা গিয়েছে, একাদশীতে পান্ধারপুরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা ৷ তাঁরা সবাই তুলজাপুরের কদমওয়াড়ির বাসিন্দা ৷ তাঁরা ট্রাক্টরে চেপে মহল হয়ে সোলাপুর থেকে পান্ধারপুরের দিকে যাচ্ছিলেন ৷ রাস্তায় দিন্দিতে এই বিপত্তি ৷ সোলাপুর-পুণে জাতীয় সড়কে পিছন থেকে একটি ট্রাক এসে ট্রাক্টরটিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷ গুরুতর জখম হয়েছেন আরও 35 থেকে 40 জন ৷ তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন 6 জন ৷ তাঁদের সবাইকে সোলাপুরের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
দুর্ঘটনার পর উদ্ধারকার্য শুরু হতে হতে দু'ঘণ্টা সময় লেগে যায় ৷ জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ৷ রাত 11টা নাগাদ আহতদের সিভিল হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনাস্থলে মারা যাওয়া সাতজনের দেহও নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷
আরও পড়ুন : Indian Students Died in Toronto : কানাডার টরন্টোয় পথ দুর্ঘটনায় মৃত্যু 5 ভারতীয় পড়ুয়ার