ETV Bharat / bharat

4 Died due to Electrocution: মহরমের মিছিলের প্রস্তুতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 4, আহত 10 - লোহার রড হাই টেনশন তারের সংস্পর্শে আসে

Four Died due to Electrocution during Muharram Preparation: শনিবার সকাল 6 নাগাদ ঝাড়খণ্ডের বোকারোর খেতকো গ্রামে মহরমের মিছিলের প্রস্তুতি চলছিল ৷ সেই সময় একটি লোহার রড হাই-টেনশন তারের সংস্পর্শে আসে ৷ এর জেরে চারজনের মৃত্যু হয় ৷ আহত 10 ৷

4 Died due to Electrocution
4 Died due to Electrocution
author img

By

Published : Jul 29, 2023, 2:06 PM IST

বোকারো, 29 জুলাই: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হল ঝাড়খণ্ডের বোকারো জেলায় ৷ মহরমের মিছিলের প্রস্তুতির সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ হাই-টেনশন তারের সংস্পর্শে আসার জেরেই ওই চারজন মারা যান বলে পুলিশ জানিয়েছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় 10 জন আহতও হয়েছেন ৷

বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ৷ সেখানেই মহরমের মিছিলের প্রস্তুতি চলছিল শনিবার সকালে ৷ পতাকা টাঙানোর জন্য একটি লোহার রড সকাল 6টা নাগাদ আচমকা হাই-টেনশন তারের সংস্পর্শে চলে আসে ৷ সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় ৷ ফলে আশপাশের লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ যে তারে লোহার রডটি আটকায়, তাতে 11 হাজার ভোল্টের বিদ্যুৎ ছিল ৷

সেই সময় ওই জায়গায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয় ৷ আহত হন আরও 10 জন ৷ বাকিদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর আহত আটজনকে বোকারো জেনারেল হাসপাতালে রেফার করা হয় ৷ পরে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ এই আটজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

সাতসকালের এই ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা ৷ এদিকে পুলিশের তরফে এখনও আহত ও নিহতদের নাম এবং পরিচয় জানানো হয়নি ৷ ফলে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের বয়স কত, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, যে চারজন মারা গিয়েছেন, তাঁদের বয়স 18 থেকে 21 এর মধ্যে ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁরাও বয়সে তরুণ বলেই ওই সূত্র থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু, আহত একাধিক

বোকারো, 29 জুলাই: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জনের মৃত্যু হল ঝাড়খণ্ডের বোকারো জেলায় ৷ মহরমের মিছিলের প্রস্তুতির সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৷ হাই-টেনশন তারের সংস্পর্শে আসার জেরেই ওই চারজন মারা যান বলে পুলিশ জানিয়েছে ৷ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় 10 জন আহতও হয়েছেন ৷

বোকারোর পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় 80 কিলোমিটার দূরে পেটারওয়ার থানার সীমানার অধীনে খেতকো গ্রামে ৷ সেখানেই মহরমের মিছিলের প্রস্তুতি চলছিল শনিবার সকালে ৷ পতাকা টাঙানোর জন্য একটি লোহার রড সকাল 6টা নাগাদ আচমকা হাই-টেনশন তারের সংস্পর্শে চলে আসে ৷ সঙ্গে সঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায় ৷ ফলে আশপাশের লোকেরা ঘটনাস্থলে ছুটে আসেন ৷ যে তারে লোহার রডটি আটকায়, তাতে 11 হাজার ভোল্টের বিদ্যুৎ ছিল ৷

সেই সময় ওই জায়গায় যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয় ৷ আহত হন আরও 10 জন ৷ বাকিদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ প্রাথমিক চিকিৎসার পর আহত আটজনকে বোকারো জেনারেল হাসপাতালে রেফার করা হয় ৷ পরে তাঁদের সেখানে নিয়ে যাওয়া হয় ৷ আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন ৷ এই আটজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশের তরফে জানানো হয়েছে ৷

সাতসকালের এই ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা ৷ এদিকে পুলিশের তরফে এখনও আহত ও নিহতদের নাম এবং পরিচয় জানানো হয়নি ৷ ফলে যাঁরা মারা গিয়েছেন, তাঁদের বয়স কত, সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে ৷ তবে অন্য একটি সূত্র থেকে জানা গিয়েছে, যে চারজন মারা গিয়েছেন, তাঁদের বয়স 18 থেকে 21 এর মধ্যে ৷ যাঁরা আহত হয়েছেন, তাঁরাও বয়সে তরুণ বলেই ওই সূত্র থেকে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে বাজির গুদামে বিস্ফোরণে অন্তত 8 জনের মৃত্যু, আহত একাধিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.