তিরুপাত্তুর, 4 ফেব্রুয়ারি: বস্ত্র বিতরণের অনুষ্ঠানে দুর্ঘটনা ৷ তামিলনাড়ুর তিরুপাত্তুর জেলায় এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শনিবার পদপিষ্ট দয়ে হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 4 জন মহিলার ৷ আহত হয়েছেন 10 জনেরও বেশি ৷ থাইপুসাম উৎসব চলাকালীন এই দুর্ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, থাইপুসাম উৎসব উপলক্ষে বিস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছিলেন স্থানীয় এক ব্যবসায়ী (stampede incident in Tamil Nadu) ৷
শনিবার সকাল থেকেই সেখানে শাড়ি নিতে ভিড় জমান কয়েকশো মহিলা ৷ তিরুপাত্তুর জেলার ভানিয়ামবাডি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ জানা গিয়েছেন, বিস্ত্র বিতরণের আগে এদিন যখন টোকেন বিলি করা হচ্ছিল সেসময়ে হুড়োহুড়ি পড়ে উপস্থিত মহিলাদের মধ্যে ৷ এরজেরেই ঘটে দুর্ঘটনা ৷
আরও পড়ুন: 26/11-ধাঁচে মুম্বইয়ে ফের নাশকতার ছক! হুমকি এল সোশাল মিডিয়ায়
ভিড়ের জেরে ঠেলাঠেলিতে বেশ কয়েকজন মহিলা মাটিতে পড়ে যান ৷ পদপিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের ৷ আহত হন 10 জনেরও বেশি ৷ তাঁদের চিকিৎসার জন্য ভানিয়ামবাডি সরকারি হাসপাতালে উর্তি করা হয়েছে ৷ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা এলাকায় গিয়েছেন ৷ ভিড় সামাল দেওয়ার উপযুক্ত ব্যবস্থা ওই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে (Tamil Nadu stampede case) ৷
তবে এদেশে কোনও বড় অনুষ্ঠানে বা ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নতুন নয় ৷ গত বছর মাদুরাইয়ের ভাগাই নদীর উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় 8 জনের ৷ এছাড়াও গত বছর 28 ডিসেম্বর টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডুর রোড শো চলাকালীন নেল্লোরে 8 জনের মৃত্যু হয়, আহত হন বহু ৷ এরপর 1 জানুয়ারি টিডিপি'রই একটি অনুষ্ঠানে গুণ্টুরে 3 জনের মৃত্যু হয়, 18 জন আহত হন ৷ এই ঘটনার পরেই অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন ৷ জনপ্রিয়তা পেতে মানুষের জীবন ঝুঁকিতে ফেলছেন বলে অভিযোগ করেন জগনমোহন ৷