জম্মু ও কাশ্মীর, 12 সেপ্টেম্বর: জম্মু-শ্রীনগর হাইওয়েতে ভূমিধসে ট্রাক পড়ল খাদে ৷ উপর থেকে গডিয়ে এল বোল্ডার ৷ আর তাতে ধাক্কা মারল এক ট্রাক ৷ তাতে মৃত্যু হয়েছে চারজনের ৷ মঙ্গলবার রামবান জেলায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে ৷ এদিন ভোর 5টার দিকে রামবান জেলার শেরবিবির কাছে 44 নম্বর জাতীয় সড়কে ভূমিধসের কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ৷ ঘটনার জেরে আপাতত 44 নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্রাকটি জম্মু থেকে শ্রীনগরের দিকে যাচ্ছিল। এদিন সকালে হঠাৎ করে 44 নম্বর জাতীয় সড়কে ভূমিধস নামার ফলেই ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিক তদন্তে পুলিশের দাবি। আচমকা ধস নামার ফলে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে আসে একটি বড় আকারের পাথর। আর সেই পাথরে ধাক্কা খেয়ে পিছলে গিয়ে গভীর খাদে পড়ে যায় ট্রাকটি। ট্রাকটিতে চালক-সহ মোট 4 জন ছিলেন। খবর পেয়েই দুর্ঘটনাস্থলে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। তারাই ট্রাক দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেহগুলি বানিহাল হাসপাতালে পাঠায়।
-
Four people were killed after a landslide hit a truck on the #Jammu-#Srinagar national highway in Ramban district.
— IANS (@ians_india) September 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
According to officials, the accident took place at the Sherbibi stretch of the highway near Banihal town. pic.twitter.com/emxVLMtU1S
">Four people were killed after a landslide hit a truck on the #Jammu-#Srinagar national highway in Ramban district.
— IANS (@ians_india) September 12, 2023
According to officials, the accident took place at the Sherbibi stretch of the highway near Banihal town. pic.twitter.com/emxVLMtU1SFour people were killed after a landslide hit a truck on the #Jammu-#Srinagar national highway in Ramban district.
— IANS (@ians_india) September 12, 2023
According to officials, the accident took place at the Sherbibi stretch of the highway near Banihal town. pic.twitter.com/emxVLMtU1S
এই দুর্ঘটনার পরই 44 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। জাতীয় সড়কের দুই প্রান্ত থেকেই গাড়ির ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখার পরই জাতীয় সড়ক খোলা হবে বলে পুলিশ জানিয়েছে ৷ দুর্ঘটনাস্থলেই সকলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামবানের ডেপুটি কমিশনার। তবে আরও কেউ দুর্ঘটনায় আহত হয়েছেন কি না, তা উদ্ধারকারী দল দেখছে ৷ পুলিশ আরও জানিয়েছে, ট্রাকে করে গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল। সেই গবাদি পশুগুলিরও মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানানো হয়েছে, দ্রুত ধস এবং পাথরের বোল্ডারগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি! জরুরি অবতরণ এয়ার এশিয়ার