ETV Bharat / bharat

House Collapse in Visakhapatnam: বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে মৃত কমপক্ষে 3, আহত আরও 5 - building collapsed in Visakhapatnam

গভীর রাতে হঠাৎ বাড়ি ভেঙে দুর্ঘটনা ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 3 জনের মৃত্যু হয়েছে ৷ মৃতদেরর মধ্যে দুই ভাই-বোনও আছে বলে জানা গিয়েছে (brother and sister died as house collapsed) ৷

House Collapse
বিশাখাপত্তনমে বাড়ি ভাঙল
author img

By

Published : Mar 23, 2023, 11:01 AM IST

বিশাখাপত্তনম, 23 মার্চ: বাড়ি ভেঙে মৃত্যু কমপক্ষে 3 জনের ৷ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম কালক্টরেটের অফিসের কাছে রামাজোজিপেটে ৷ বুধবার গভীর রাতে এখানে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে চাপা পড়ে অনেকে ৷ বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী দলের কর্মীরা একজনের দেহ বের করতে পেরেছেন ৷ তাঁকে শনাক্ত করা গিয়েছে ৷ ওই মৃত ব্যক্তির নাম ছোটু (27) ৷ তিনি বিহারের বাসিন্দা (A three story building collapsed in Visakhapatnam) ৷

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ভাই-বোন ৷ সাকেতি অঞ্জলি (14) ও তার ভাই দুর্গাপ্রসাদ বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছে ৷ ঘটনায় অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছে ৷ জখম ব্যক্তিদের মধ্যে কোম্মিশেট্টি শিবাশঙ্করা, সাকেতি রামা রাও, সাকেতি কল্যাণী, সুন্নাপু কৃষ্ণা এবং সাতিকা রোজারানি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ এবং উদ্ধারকারী দল ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হয় ৷ চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাড়িটিতে 8 জন মানুষ ছিলেন ৷ জখম পাঁচজনকে কেজিএইচ হাসপাতালে পাঠানো হয় ৷ ডিসিপি সুমিত গারুডা দুর্ঘটনাস্থলটি পরিদর্শনে যান ৷ রামা রাও এবং কল্যাণীর দুই সন্তান- সাকেতি অঞ্জলি, দুর্গাপ্রসাদ ৷ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কিন্তু তাঁদের দুই সন্তান বাড়ি চাপা পড়ে মারা গিয়েছে ৷

এর আগে 8 মার্চ দিল্লিতে একটি বহুতল আবাসন ভেঙে পড়ে ৷ সেই বহুতল ধসের ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্য়মে ৷ ওইদিন দুপুর 3টে নাগাদ ঘটনাটি ঘটে নয়াদিল্লির ভজনপুরা এলাকায় ৷ এছাড়া বছরের শুরুতে কলকাতার বউবাজার এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, সেটি বহু পুরনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল ৷ সকালের ব্যস্ত সময়ে বউবাজার মার্কেটে ঢোকার মুখে বাড়িটি ভেঙে পড়ে ৷ পাশাপাশি সাম্প্রতিককালে কলকাতায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তাতে প্রাণও হারিয়েছেন কয়েকজন। এবার বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেল ।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

বিশাখাপত্তনম, 23 মার্চ: বাড়ি ভেঙে মৃত্যু কমপক্ষে 3 জনের ৷ ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম কালক্টরেটের অফিসের কাছে রামাজোজিপেটে ৷ বুধবার গভীর রাতে এখানে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে চাপা পড়ে অনেকে ৷ বৃহস্পতিবার সকালে উদ্ধারকারী দলের কর্মীরা একজনের দেহ বের করতে পেরেছেন ৷ তাঁকে শনাক্ত করা গিয়েছে ৷ ওই মৃত ব্যক্তির নাম ছোটু (27) ৷ তিনি বিহারের বাসিন্দা (A three story building collapsed in Visakhapatnam) ৷

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ভাই-বোন ৷ সাকেতি অঞ্জলি (14) ও তার ভাই দুর্গাপ্রসাদ বাড়ির ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মারা গিয়েছে ৷ ঘটনায় অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছে ৷ জখম ব্যক্তিদের মধ্যে কোম্মিশেট্টি শিবাশঙ্করা, সাকেতি রামা রাও, সাকেতি কল্যাণী, সুন্নাপু কৃষ্ণা এবং সাতিকা রোজারানি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল বাহিনী, এনডিআরএফ এবং উদ্ধারকারী দল ৷ সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হয় ৷ চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷

সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই বাড়িটিতে 8 জন মানুষ ছিলেন ৷ জখম পাঁচজনকে কেজিএইচ হাসপাতালে পাঠানো হয় ৷ ডিসিপি সুমিত গারুডা দুর্ঘটনাস্থলটি পরিদর্শনে যান ৷ রামা রাও এবং কল্যাণীর দুই সন্তান- সাকেতি অঞ্জলি, দুর্গাপ্রসাদ ৷ বাবা-মা হাসপাতালে চিকিৎসাধীন ৷ কিন্তু তাঁদের দুই সন্তান বাড়ি চাপা পড়ে মারা গিয়েছে ৷

এর আগে 8 মার্চ দিল্লিতে একটি বহুতল আবাসন ভেঙে পড়ে ৷ সেই বহুতল ধসের ভিডিয়ো ভাইরাল হয় সামাজিক মাধ্য়মে ৷ ওইদিন দুপুর 3টে নাগাদ ঘটনাটি ঘটে নয়াদিল্লির ভজনপুরা এলাকায় ৷ এছাড়া বছরের শুরুতে কলকাতার বউবাজার এলাকায় একটি বাড়ি ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, সেটি বহু পুরনো এবং জরাজীর্ণ অবস্থায় ছিল ৷ সকালের ব্যস্ত সময়ে বউবাজার মার্কেটে ঢোকার মুখে বাড়িটি ভেঙে পড়ে ৷ পাশাপাশি সাম্প্রতিককালে কলকাতায় একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে। তাতে প্রাণও হারিয়েছেন কয়েকজন। এবার বিশাখাপত্তনমে বাড়ি ভেঙে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেল ।

আরও পড়ুন: তাসের ঘরের মতো ভেঙে পড়ল বিল্ডিং, দেখুন ভিডিয়ো

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.