ETV Bharat / bharat

শর্ট সার্কিট থেকে বিপত্তি, বিহারে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত 3 - ভয়াবহ অগ্নিকাণ্ড

Fire in Motihari Bihar: পটনার মোতিহারিতে বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ তাতে দগ্ধ হয়ে মৃত্যু হল একই পরিবারের তিন সদস্যের। পাশাপাশি দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ প্রশাসন ৷

বিহারে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত তিন
Fire in Motihari Bihar
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 8:09 PM IST

বিহারে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত তিন

মোতিহারী, 25 নভেম্বর: বিহারের মোতিহারীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্য়ু হল তিনজনের ৷ ঘোড়সাহান থানা এলাকার এই অগ্নিকাণ্ডে আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ পৌছঁয় ঘটনাস্থলে ৷ জানা যায়, সকলেই ঘরে তালাবন্ধ অবস্থায় ছিলেন ৷ সেখান থেকে তাঁদের উদ্ধার করে আনা হয়েছে ৷ শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷

সূত্রের খবর, বাড়ির প্রধান মৃত সুবোধ গত রাতে আসল দরজায় তালা লাগিয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে হাঁটতে বেরনোর সময় আশপাশের লোকজনরা দেখেন বাড়ি থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ তাঁরা দেখেন আগুন লাগার ঘটনা টেরই পাননি বাড়ির ভিতরে থাকা লোকজনরা ৷ বাইরে থেকে লোকজনরা চেঁচামেচি করতে থাকে ৷ ততক্ষণে আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের অভিঘাত এতটাই ছিল যে, বাড়ির ভিতরে থাকা মানুষজন তালা খুলে বাইরে বেরোতেই পারেননি ৷ স্থানীয় লোকজন পুলিশ ও দমকল বিভাগে খবর দেন ৷

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল এসে বাড়ির ভিতরে আটকে পড়া সদস্যদের উদ্ধার করতে শুরু করে। এই সময় বাড়ির মালিক সুবোধ ছাদ থেকে লাফ দেন। দমকলের বিভাগের কর্মীরা ও স্থানীয় লোকজনের সহায়তায় বাড়িতে থাকা 4 জনকে কোনওমতে ছাদ থেকে বের করা সম্ভব হয়েছে। সকলকেই স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন 3 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের উপর গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এখনও দু'জনের চিকিৎসা চলছে। ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন পিএইচসি স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগ তুলে।

আরও পড়ুন:

  1. সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন
  2. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
  3. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের

বিহারে বাড়িতে আগুন লেগে ঝলসে মৃত তিন

মোতিহারী, 25 নভেম্বর: বিহারের মোতিহারীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে মৃত্য়ু হল তিনজনের ৷ ঘোড়সাহান থানা এলাকার এই অগ্নিকাণ্ডে আরও দু'জনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ পৌছঁয় ঘটনাস্থলে ৷ জানা যায়, সকলেই ঘরে তালাবন্ধ অবস্থায় ছিলেন ৷ সেখান থেকে তাঁদের উদ্ধার করে আনা হয়েছে ৷ শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ৷

সূত্রের খবর, বাড়ির প্রধান মৃত সুবোধ গত রাতে আসল দরজায় তালা লাগিয়ে পরিবারের সঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে হাঁটতে বেরনোর সময় আশপাশের লোকজনরা দেখেন বাড়ি থেকে ধোঁয়া বেরচ্ছে ৷ তাঁরা দেখেন আগুন লাগার ঘটনা টেরই পাননি বাড়ির ভিতরে থাকা লোকজনরা ৷ বাইরে থেকে লোকজনরা চেঁচামেচি করতে থাকে ৷ ততক্ষণে আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে। অগ্নিকাণ্ডের অভিঘাত এতটাই ছিল যে, বাড়ির ভিতরে থাকা মানুষজন তালা খুলে বাইরে বেরোতেই পারেননি ৷ স্থানীয় লোকজন পুলিশ ও দমকল বিভাগে খবর দেন ৷

আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল এসে বাড়ির ভিতরে আটকে পড়া সদস্যদের উদ্ধার করতে শুরু করে। এই সময় বাড়ির মালিক সুবোধ ছাদ থেকে লাফ দেন। দমকলের বিভাগের কর্মীরা ও স্থানীয় লোকজনের সহায়তায় বাড়িতে থাকা 4 জনকে কোনওমতে ছাদ থেকে বের করা সম্ভব হয়েছে। সকলকেই স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভরতি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন 3 জনের মৃত্যু হয়েছে ৷ এই ঘটনায় স্বাস্থ্যকর্মীদের উপর গাফিলতির অভিযোগ উঠেছে ৷ এখনও দু'জনের চিকিৎসা চলছে। ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন পিএইচসি স্বাস্থ্যকর্মীদের গাফিলতির অভিযোগ তুলে।

আরও পড়ুন:

  1. সাতসকালে কুলটি রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের 2 ইঞ্জিন
  2. ফোরশোর রোডের পর ঘুসুরির প্লাস্টিক গুদামে ভয়াবহ আগুন, বর্তমানে নিয়ন্ত্রণে
  3. মুম্বইয়ের 24 তলার আবাসনে আগুন, 135 জনকে উদ্ধার দমকলের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.