ETV Bharat / bharat

Maharashtra Road Accident: সমৃদ্ধি হাইওয়েতে ট্রাক ও ট্র্যাভেলার বাসের সংঘর্ষ, মৃত শিশু-সহ 12

ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন 12 জন পুণ্যার্থী ৷ মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সমৃদ্ধি হাইওয়েতে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসনের একটা বড় অংশ।

ETV Bharat
সমৃদ্ধি হাইওয়েতে ট্রাক ও ট্র্যাভেলার গাড়ির সংঘর্ষে নিহত বহু পুণ্যার্থী
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 6:52 AM IST

Updated : Oct 15, 2023, 1:38 PM IST

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র), 15 অক্টোবর: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হল মহারাষ্ট্রে ৷ এর মধ্যে একটি 4 মাসের শিশুও রয়েছে ৷ জখম হয়েছেন কমপক্ষে 20 জন ৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে ৷ সূত্রের খবর, ভৈজাপুরের কাছে সমৃদ্ধি হাইওয়েতে একটি ট্র্যাভেলার বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় ৷ প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই যাত্রীরা শৈলানী বাবার দর্শন করতে গিয়েছিলেন ৷ হতাহতরা সকলেই নাসিক জেলার পাথারদি এবং ইন্দিরানগরের বাসিন্দা ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ছত্রপতি সম্ভাজিনগরে দুর্ঘটনার খবর বেদনাদায়ক ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার ৷

ভৈজাপুরের পুলিশ আধিকারিক শ্যামসুন্দর কাভথাড়ে জানিয়েছেন, ভৈজাপুর টোল পোস্টের কাছে রাত 1টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 17 জন ৷ ছত্রপতি সম্ভাজিনগরের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷

  • Chhatrapati Sambhaji Nagar, Maharashtra | An accident between a truck and a tempo took place near Vaijapur toll post around 1:00 am...12 people have died. 17 injured are undergoing treatment in Chhatrapati Sambhaji Nagar while six injured have been sent to the rural hospital in… pic.twitter.com/Z53lXwK5tF

    — ANI (@ANI) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে অগস্ট মাসে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় দফার কাজ চলার সময় ক্রেন ভেঙে 6 জন কর্মীর মৃত্যু হয়েছিল ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ মধ্যরাতের কিছু পরেই শাহপুর তেহসিলের সারলাম্বে গ্রামের কাছে নির্মীয়মান সেতুর উপর আচমকা ক্রেন ভেঙে পড়ে ৷ মুম্বই থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় 80 কিমি ৷ তারও আগে জুলাই মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতেই একটি পথদুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয় ৷ একটি প্রাইভেট বাস ডিভাইডারে ধাক্কা মারলে বাসটিতে আগুন ধরে যায় ৷ বাসেই ঝলসে প্রাণ হারান যাত্রীরা ৷

  • Pained by the loss of lives due to an accident in Chhatrapati Sambhajinagar district. My thoughts are with those who lost their loved ones. I wish the injured a speedy recovery. An ex-grata of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…

    — PMO India (@PMOIndia) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমৃদ্ধি এক্সপ্রেসওয়েটি মহারাষ্ট্রের নাগপুর, ওয়াশিম, ওয়ার্ধা, আহমেদনগর, বুলধানা, আওরঙ্গাবাদ, অমরাবতী, জালনা, নাসিক এবং থানের মধ্য়ে দিয়ে গিয়েছে ৷ মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগম এই 701 কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়েটি নির্মাণের কাজ করছে ৷ 2022 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগপুর থেকে শিরডি পর্যন্ত অংশের উদ্বোধন করেন ৷

আরও পড়ুন: পর্যটক বোঝাই বাস উলটে আহত 40, শিশু ও মহিলা-সহ আশঙ্কাজনক 9

ছত্রপতি সম্ভাজিনগর (মহারাষ্ট্র), 15 অক্টোবর: মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু হল মহারাষ্ট্রে ৷ এর মধ্যে একটি 4 মাসের শিশুও রয়েছে ৷ জখম হয়েছেন কমপক্ষে 20 জন ৷ ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ে ৷ সূত্রের খবর, ভৈজাপুরের কাছে সমৃদ্ধি হাইওয়েতে একটি ট্র্যাভেলার বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয় ৷ প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ওই যাত্রীরা শৈলানী বাবার দর্শন করতে গিয়েছিলেন ৷ হতাহতরা সকলেই নাসিক জেলার পাথারদি এবং ইন্দিরানগরের বাসিন্দা ৷

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সোশাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ছত্রপতি সম্ভাজিনগরে দুর্ঘটনার খবর বেদনাদায়ক ৷ মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি ৷ প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য এবং আহতদের 50 হাজার টাকা দেওয়া হবে ৷ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ৷ তিনি আরও জানিয়েছেন, আহতদের চিকিৎসার খরচ বহন করবে মহারাষ্ট্র সরকার ৷

ভৈজাপুরের পুলিশ আধিকারিক শ্যামসুন্দর কাভথাড়ে জানিয়েছেন, ভৈজাপুর টোল পোস্টের কাছে রাত 1টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটে ৷ এই ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে ৷ আহত 17 জন ৷ ছত্রপতি সম্ভাজিনগরের হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে ৷

  • Chhatrapati Sambhaji Nagar, Maharashtra | An accident between a truck and a tempo took place near Vaijapur toll post around 1:00 am...12 people have died. 17 injured are undergoing treatment in Chhatrapati Sambhaji Nagar while six injured have been sent to the rural hospital in… pic.twitter.com/Z53lXwK5tF

    — ANI (@ANI) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে অগস্ট মাসে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় দফার কাজ চলার সময় ক্রেন ভেঙে 6 জন কর্মীর মৃত্যু হয়েছিল ৷ ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের থানে জেলায় ৷ মধ্যরাতের কিছু পরেই শাহপুর তেহসিলের সারলাম্বে গ্রামের কাছে নির্মীয়মান সেতুর উপর আচমকা ক্রেন ভেঙে পড়ে ৷ মুম্বই থেকে এই দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় 80 কিমি ৷ তারও আগে জুলাই মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতেই একটি পথদুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয় ৷ একটি প্রাইভেট বাস ডিভাইডারে ধাক্কা মারলে বাসটিতে আগুন ধরে যায় ৷ বাসেই ঝলসে প্রাণ হারান যাত্রীরা ৷

  • Pained by the loss of lives due to an accident in Chhatrapati Sambhajinagar district. My thoughts are with those who lost their loved ones. I wish the injured a speedy recovery. An ex-grata of Rs. 2 lakh from PMNRF would be given to the next of kin of each deceased. The injured…

    — PMO India (@PMOIndia) October 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সমৃদ্ধি এক্সপ্রেসওয়েটি মহারাষ্ট্রের নাগপুর, ওয়াশিম, ওয়ার্ধা, আহমেদনগর, বুলধানা, আওরঙ্গাবাদ, অমরাবতী, জালনা, নাসিক এবং থানের মধ্য়ে দিয়ে গিয়েছে ৷ মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগম এই 701 কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়েটি নির্মাণের কাজ করছে ৷ 2022 সালের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগপুর থেকে শিরডি পর্যন্ত অংশের উদ্বোধন করেন ৷

আরও পড়ুন: পর্যটক বোঝাই বাস উলটে আহত 40, শিশু ও মহিলা-সহ আশঙ্কাজনক 9

Last Updated : Oct 15, 2023, 1:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.