ETV Bharat / bharat

UP Wedding Tragedy : বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত 13 - UP Wedding Tragedy

উত্তরপ্রদেশের একটি বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা (Women killed as they accidentally fall into well) ৷ কুয়োয় পড়ে প্রাণ গেল 13 জনের (several die after drowning in well UP) ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on UP Accident) ৷

UP Wedding Death News
বিয়েবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, কুয়োয় পড়ে মৃত 13
author img

By

Published : Feb 17, 2022, 9:45 AM IST

কুশিনগর (উত্তরপ্রদেশ), 17 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা ৷ আচমকা কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারালেন মহিলা ও শিশু-সহ 13 জন (several die after drowning in well UP) ৷ গতকাল রাত 10টা নাগাদ উত্তরপ্রদেশের কুশিনগরের নেবুয়া নৌরঙ্গিয়া থানা এলাকায় ঘটে এই দুর্ঘটনা ৷

জনৈক পরমেশ্বর কুশওয়াহার বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের সময় কুয়োর একটি স্ল্যাবে বসেছিলেন বেশ কয়েকজন মহিলা (Women killed as they accidentally fall into well) ৷ তবে অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই স্ল্যাব ৷ কুয়োয় পড়ে যান অনেকে ৷ ঘটে যায় দুর্ভাগ্যজনক ঘটনা ৷

কুশিনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম জানিয়েছেন, "আমরা জানতে পেরেছি, দুর্ঘটনাবশত কুয়োয় পড়ে গিয়ে 13 জনের মৃত্যু হয়েছে ৷ দুজন গুরুতর আহত ৷ বিয়ের অনুষ্ঠানে কুয়োর পাশে স্ল্যাবে বসেছিলেন তাঁরা ৷ স্ল্যাবটি ভেঙে পড়ে এই ঘটনা ঘটে ৷ মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে দেওয়া হবে ৷"

  • जनपद कुशीनगर के ग्राम नौरंगिया स्कूल टोला की एक दुर्भाग्यपूर्ण घटना में हुई ग्रामवासियों की मृत्यु अत्यंत दुःखद है।

    मेरी संवेदनाएं मृतकों के शोक संतप्त परिजनों के साथ हैं।

    प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।

    — Yogi Adityanath (@myogiadityanath) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Election 2022 : প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী যোগী, লড়বেন গোরক্ষপুর থেকে

মর্মান্তিক দুর্ঘটনায় খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on UP Accident) ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইটে জানানো হয়েছে, "অবিলম্বে উদ্ধার ও ত্রাণকাজের জন্য তিনি নির্দেশ দিয়েছেন ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷" এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর (several die after drowning in well in up wedding celebration) ৷

কুশিনগর (উত্তরপ্রদেশ), 17 ফেব্রুয়ারি: বিয়ের অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা ৷ আচমকা কুয়োয় পড়ে গিয়ে প্রাণ হারালেন মহিলা ও শিশু-সহ 13 জন (several die after drowning in well UP) ৷ গতকাল রাত 10টা নাগাদ উত্তরপ্রদেশের কুশিনগরের নেবুয়া নৌরঙ্গিয়া থানা এলাকায় ঘটে এই দুর্ঘটনা ৷

জনৈক পরমেশ্বর কুশওয়াহার বাড়িতে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের সময় কুয়োর একটি স্ল্যাবে বসেছিলেন বেশ কয়েকজন মহিলা (Women killed as they accidentally fall into well) ৷ তবে অত্যধিক চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই স্ল্যাব ৷ কুয়োয় পড়ে যান অনেকে ৷ ঘটে যায় দুর্ভাগ্যজনক ঘটনা ৷

কুশিনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এস রাজালিঙ্গম জানিয়েছেন, "আমরা জানতে পেরেছি, দুর্ঘটনাবশত কুয়োয় পড়ে গিয়ে 13 জনের মৃত্যু হয়েছে ৷ দুজন গুরুতর আহত ৷ বিয়ের অনুষ্ঠানে কুয়োর পাশে স্ল্যাবে বসেছিলেন তাঁরা ৷ স্ল্যাবটি ভেঙে পড়ে এই ঘটনা ঘটে ৷ মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা করে দেওয়া হবে ৷"

  • जनपद कुशीनगर के ग्राम नौरंगिया स्कूल टोला की एक दुर्भाग्यपूर्ण घटना में हुई ग्रामवासियों की मृत्यु अत्यंत दुःखद है।

    मेरी संवेदनाएं मृतकों के शोक संतप्त परिजनों के साथ हैं।

    प्रभु श्री राम से घायलों के शीघ्र स्वास्थ्य लाभ की कामना है।

    — Yogi Adityanath (@myogiadityanath) February 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: UP Election 2022 : প্রথমবার উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী যোগী, লড়বেন গোরক্ষপুর থেকে

মর্মান্তিক দুর্ঘটনায় খবর পেয়ে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on UP Accident) ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকে টুইটে জানানো হয়েছে, "অবিলম্বে উদ্ধার ও ত্রাণকাজের জন্য তিনি নির্দেশ দিয়েছেন ৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে ৷" এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মুখ্যমন্ত্রীর দফতর (several die after drowning in well in up wedding celebration) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.