আরিয়ালুর, 9 অক্টোবর: বাজির দোকানে বিস্ফোরণ ৷ তার জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ সোমবার এই দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে বলে খবর ৷ প্রায় 50 জন গুরুতর জখম হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ এ দিন এই ঘটনা ঘটে তামিলনাড়ুর আরিয়ালুর জেলার ভিরাকালুর গ্রামে ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই বাজির দোকানের নাম ইয়াজ ক্র্যাকার্স ৷ আরিয়ালুর জেলার ভিরাকালুর গ্রামের বাসিন্দা রাজেন্দ্রন এই দোকানের মালিক ৷ তিনি সেখানে যেমন বাজি বিক্রি করেন, তেমনই বাজি তৈরিও হয় ৷ দীপাবলি যত এগিয়ে আসছে, ততই বাজির চাহিদা বাড়ছে ৷ ফলে এই সময় বাজি কারখানাগুলোতে শ্রমিকের সংখ্যা বছরের অন্য সময়ের তুলনায় বেশি থাকে ৷ রাজেন্দ্রনের কারখানায় গত কয়েকদিন ধরে 35 জনের বেশি শ্রমিক কাজ করছেন ৷ এই শ্রমিকদের মধ্য়ে আবার 10 জন শিবকাশি থেকে এসেছেন ৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল সাড়ে 9টা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই দোকান এবং লাগোয়া কারখানা থেকে ৷ যাঁরা সেই সময় কাজ করছিলেন, তাঁদের অনেকেই অগ্নিদগ্ধ হন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন প্রায় 50 জন ৷ তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে ৷ তাঁদের শারীরিক অবস্থাও গুরুতর ৷ ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে ৷
আড়িয়ালুর ও আশেপাশের এলাকা থেকে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ প্রচুর বিস্ফোরক থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয় দমকলের কর্মীদের ৷ প্রায় তিনঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলের কর্মীরা ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ এ দিকে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ৷