ETV Bharat / bharat

Building Collapsed in Uttar Pradesh: উত্তরপ্রদেশে তিনতলা বিল্ডিং ধসে 2 জনের মৃত্যু, জখম বহু - উত্তরপ্রদেশে তিনতলা বিল্ডিং ধসে 2 জনের মৃত্যু

সোমবার ভোরে উত্তরপ্রদেশে ভেঙে পড়ল তিনতলা বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে অন্তত দু'জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন বহু ৷ তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

Building Collapsed in Uttar Pradesh
তিনতলা বিল্ডিং ধসে পড়ল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 10:57 AM IST

Updated : Sep 4, 2023, 11:32 AM IST

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), 4 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে তিনতলা বিল্ডিং ভেঙে কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু মানুষ। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলায় ফতেহপুরের সত্তি বাজারে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন দমকলের কর্মী ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাবাঙ্কি জেলায় ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে । নিহতদের আত্মার শান্তিকামনাও করেছেন যোগী। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর দলগুলিও ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে । সোমবার ভোর 3টের দিকে এই ঘটনা ঘটে। তবে সে সময় অন্ধকার থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা কঠিন হয়ে পড়েছিল আধিকারিকদের পক্ষে।

পরে সাংবাদিকদের পুলিশ সুপার আরও বলেন, "আমরা বারাবাঙ্কিতে একটি বাড়ি ধসে পড়ার খবর পাই। এই ঘটনায় 12 জনকে উদ্ধার করেছি। আমরা জানতে পেরেছি যে এখনও তিন-চারজন লোক ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে । ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷" পুলিশ জানিয়েছে, মৃত দু'জন হলেন 22 বছর বয়সি রোশনি বানো এবং 28 বছর বয়সি হাকিমুদ্দিন ৷ তাঁরা দু'জনেই বারাবাঙ্কি জেলার ফতেহপুর শহরের বাসিন্দা। যাঁদের অবস্থা গুরুতর তাঁদের লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) পাঠানো হয়েছে । দু'জন সামান্য আহত হয়েছেন ৷ তাই তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । পুলিশ ও দমকল আধিকারিকরা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন ।

আরও পড়ুন: জুনাগড়ে ধসে পড়ল বহুতল, মৃত দুই নাবালক-সহ 4

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে মহারাষ্ট্রের থানে জেলায় 40 বছরের পুরনো একটি দোতলা বিল্ডিং-এর পিছনের স্ল্যাবটি হঠাৎ ধসে পড়ে । ঘটনাটি ঘটে ভিওয়ান্ডিতে । আট মাসের শিশু-সহ পরিবারের দুই সদস্যের প্রাণ যায়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যাওয়াতেই তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদেরকে উদ্ধার করা হয় ৷ এছাড়াও তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

বারাবাঙ্কি (উত্তরপ্রদেশ), 4 সেপ্টেম্বর: উত্তরপ্রদেশে তিনতলা বিল্ডিং ভেঙে কমপক্ষে দু'জনের মৃত্যু হয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েছেন বহু মানুষ। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বারাবাঙ্কি জেলায় ফতেহপুরের সত্তি বাজারে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন দমকলের কর্মী ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারাবাঙ্কি জেলায় ঘটনায় শোকপ্রকাশ করেছেন ৷ মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে । নিহতদের আত্মার শান্তিকামনাও করেছেন যোগী। এছাড়াও আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন মুখ্যমন্ত্রী।

বারাবাঙ্কির পুলিশ সুপার দীনেশ কুমার সিং জানিয়েছেন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এর দলগুলিও ত্রাণ ও উদ্ধারের কাজ শুরু করেছে । সোমবার ভোর 3টের দিকে এই ঘটনা ঘটে। তবে সে সময় অন্ধকার থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করা কঠিন হয়ে পড়েছিল আধিকারিকদের পক্ষে।

পরে সাংবাদিকদের পুলিশ সুপার আরও বলেন, "আমরা বারাবাঙ্কিতে একটি বাড়ি ধসে পড়ার খবর পাই। এই ঘটনায় 12 জনকে উদ্ধার করেছি। আমরা জানতে পেরেছি যে এখনও তিন-চারজন লোক ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে । ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে ৷" পুলিশ জানিয়েছে, মৃত দু'জন হলেন 22 বছর বয়সি রোশনি বানো এবং 28 বছর বয়সি হাকিমুদ্দিন ৷ তাঁরা দু'জনেই বারাবাঙ্কি জেলার ফতেহপুর শহরের বাসিন্দা। যাঁদের অবস্থা গুরুতর তাঁদের লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) পাঠানো হয়েছে । দু'জন সামান্য আহত হয়েছেন ৷ তাই তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে । পুলিশ ও দমকল আধিকারিকরা এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন ।

আরও পড়ুন: জুনাগড়ে ধসে পড়ল বহুতল, মৃত দুই নাবালক-সহ 4

প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে মহারাষ্ট্রের থানে জেলায় 40 বছরের পুরনো একটি দোতলা বিল্ডিং-এর পিছনের স্ল্যাবটি হঠাৎ ধসে পড়ে । ঘটনাটি ঘটে ভিওয়ান্ডিতে । আট মাসের শিশু-সহ পরিবারের দুই সদস্যের প্রাণ যায়। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যাওয়াতেই তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। পরে তাঁদেরকে উদ্ধার করা হয় ৷ এছাড়াও তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন ৷ তাঁদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানা গিয়েছে ।

Last Updated : Sep 4, 2023, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.