ভারুচ (গুজরাত), 1 মে : গুজরাতের ভারুচে প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লেগে মৃত্যু হল 16 জনের ৷ শুক্রবার গভীর রাতে হাসপাতালে আগুন লাগে ৷
ভারুচের পুলিশ সুপার রাজেন্দ্র সিং চূড়াসামা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ শর্ট সার্কিটের কারণে প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালের একটি আইসিইউ ইউনিটে আগুন লেগে যায় ৷ কমপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে ৷ এদের মধ্যে 14 জন রোগী এবং 2 জন নার্স ৷ সম্পূর্ণ তদন্তের পরই সঠিক সংখ্যা বলা সম্ভব বলে জানিয়েছেন তিনি ৷
জানা গিয়েছে, প্যাটেল ওয়েলফেয়ার কোভিড হাসপাতালে আগুন লাগার পর এখানে ভর্তি থাকা বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ দমকল বিভাগ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত 12টা 55 মিনিট নাগাদ তাদের কাছে খবর আসে ওই হাসপাতালের কোভিড আইসিইউ ইউনিটে আগুন লেগেছে ৷ এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷ ঘটনার তদন্ত চলছে ৷
এই ঘটনায় শোক প্রকাশ করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ৷ তিনি মৃতদের পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে 4 লক্ষ টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন ৷
-
Pained by the loss of lives due to a fire at a hospital in Bharuch. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) May 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Pained by the loss of lives due to a fire at a hospital in Bharuch. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) May 1, 2021Pained by the loss of lives due to a fire at a hospital in Bharuch. Condolences to the bereaved families.
— Narendra Modi (@narendramodi) May 1, 2021
ভারুচের হাসপাতালে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি লিখেছেন, "ভারুচের হাসপাতালে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা খুবই বেদনাদায়ক ৷ মৃতদের শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা ৷"
আরও পড়ুন : টিকা দেওয়ার কৌশল পুনর্বিবেচনা করা উচিত কেন্দ্রের