অমরাবতী (মহারাষ্ট্র), 25 সেপ্টেম্বর: সরকারি হাসপাতালের শিশু বিভাগে আগুন লেগে বিপত্তি ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মহারাষ্ট্রের (Maharashtra) অমরাবতী (Amravati) এলাকায় ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছুটির দিন হওয়ায় রবিবার সকালে হাসপাতালে ভিড় তুলনামূলক কম ছিল ৷ সেই সময় হঠাৎই আগুন লেগে যায় ৷ ঘটনাটি ঘটে জেলা মহিলা হাসপাতালের বেবি কেয়ার সেন্টারে (Baby Care Center) ৷ দ্রুত হাসপাতালের ওই বিভাগ ধোঁয়ায় ঢেকে যায় ৷ তাতে বেশ কয়েকটি শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে ৷
হাসপাতালে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ৷ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন ৷ দ্রুত হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বাইরে বের করে আনা হয় ৷ প্রাথমিকভাবে দমকলকর্মীদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ড ঘটে ৷ তবে, তদন্তের পরই এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে ৷
আরও পড়ুন: মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, মৃত্যু হল 8 জনের
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দমকল সঠিক সময়ে না-এলে বড় অঘটন ঘটতে পারত ৷ রবিবার সকালে যখন আগুন লাগে, তার কিছুক্ষণের মধ্যেই দমকলকর্মীরা সেখানে পৌঁছে যান ৷ ফলে কারও প্রাণ যায়নি ৷ কিন্তু, ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ধোঁয়ায় যে শিশুরা অসুস্থ হয়ে পড়েছিল, ইতিমধ্যেই তাদের চিকিৎসা শুরু করা হয়েছে ৷ সকলকেই অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে ৷ তবে, এদিনের এই ঘটনার জেরে কয়েকটি বাচ্চা রীতিমতো ভয় পেয়ে যায় ৷ তাদের সঙ্গে কথা বলে ভয় কাটানোর চেষ্টা করা হচ্ছে ৷ চিকিৎসাধীন শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ৷ তাঁদের হাসপাতালের তরফে শিশুদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়েছে ৷
এদিন সকালে একজন নার্স প্রথম আগুন দেখতে পান ৷ শিশু বিভাগের আগুন দেখেই সঙ্গে সঙ্গে বাকিদের খবর দেন তিনি ৷ এরপর কর্তৃপক্ষের তরফে দমকলে খবর দেওয়া হয় ৷ ঘটনার পর দমকল বিভাগের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, কিছুক্ষণের চেষ্টাতেই আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয় ৷ আপাতত আর কোনও ভয়ের কারণ নেই ৷