ETV Bharat / bharat

Himachal Pradesh Landslide: হিমাচলে ভয়াবহ ধস, মুহূর্তে ধুলোয় মিশল পাহাড়ের কোলে থাকা 8টি বাড়ি - কুলুতে ধস

চারদিকে শুধুই ধুলো ৷ চোখের পলকে গুঁড়িয়ে যাচ্ছে একের পর এক বহুতল ৷ বৃহস্পতিবার সকালে এমনই ভয়াবহ দৃশ্যের সাক্ষী রইল হিমাচল ৷ প্রবল বৃষ্টিতে ধস নেমেছে এলাকায় ৷

ETV Bharat
হিমাচলের কুলুতে ধসে গুঁড়িয়ে গেল একের পর এক বাড়ি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 1:16 PM IST

হিমাচলপ্রদেশের কুলু জেলার আনিতে ধসের কারণে মুহূর্তে গুঁড়িয়ে গেল বাড়ি

সিমলা, 24 অগস্ট: সকালে সবার চোখের সামনে হঠাৎই ভেঙে পড়ল একটি বাড়ি ৷ এরপর এক এক করে কয়েকটি বাড়ি গুঁড়িয়ে গেল ৷ ঘটনাগুলির মধ্যে সময়ের ব্যবধান মাত্র কিছুক্ষণের। এভাবে কমপক্ষে আটটি বাড়ি মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছে ৷ ভেঙে পড়া বাড়ির সংখ্যা আরও বেশি হতে পারে। বৃহস্পতিবার সাতসকালে হিমাচলপ্রদেশের কুলু জেলার আনিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ৷ একটানা ভারী বৃষ্টির প্রকোপে ধস নেমেছে এলাকায় ৷ আর তাতেই পাহাড়ের গায়ে থাকা একাধিক বাড়ি ভেঙে গিয়েছে ৷ যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

জানা গিয়েছে, আনির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নরেশ শর্মা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ ক্ষয়ক্ষতির হিসেবনিকেশ করা হচ্ছে ৷ চার-পাঁচ দিন আগে দোকান, ব্যাংক এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যায় ৷ সেগুলিকে সঙ্গে সঙ্গে বিপজ্জনক বলে ঘোষণা করা হয় ৷ এলাকা থেকে সবাইকে চলে যাওয়ার কথাও জানানো হয় ৷

আধিকারিক জানান, আনিতে 305 নম্বর জাতীয় সড়কের ধারে আরও বেশ কিছু বাড়ি আছে ৷ সাবধানতাবশত আগে থাকতেই সেগুলি খালি করা হয়েছে ৷ এই বর্ষায় হিমাচলপ্রদেশে একটানা বৃষ্টি হয়েই চলেছে ৷ হিমাচলপ্রদেশে বর্ষা শুরু হয়েছে জুন মাসের শেষ থেকে ৷ 24 জুন থেকে এখনও পর্যন্ত 238 জনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে ৷ নিখোঁজের সংখ্যা কমপক্ষে 40 ৷ শুধুমাত্র অগস্টেই প্রবল বৃষ্টি আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন 120 জন ৷

এই বর্ষায় তিনবার অতিভারী বৃষ্টিতে ভেসেছে পাহাড় ঘেরা এই রাজ্য ৷ প্রথমবার প্রবল বৃষ্টি হয় জুলাই মাসের 9-10 তারিখ ৷ এই সময় প্রবল বৃষ্টিতে কুলু এবং মাণ্ডি জেলায় ধস নামে ৷ ধ্বংসের খতিয়ানও বিশাল ৷ দ্বিতীয় বার, 14 অগস্ট থেকে 15 অগস্টের বৃষ্টিতে বিপর্যস্ত হয় সিমলা এবং সোলান জেলা ৷ এরপর মঙ্গলবার রাতে ফের ভারী বৃষ্টি নামে ৷ তাতে সিমলা শহরের যথেষ্ট ক্ষতি হয় ৷ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু বুধবার জানান, এই ক্ষয়ক্ষতি মেরামতের জন্য 165 কোটি 22 লক্ষ টাকা ডেপুটি কমিশনারদের কাছে পাঠানো হয়েছে ৷ তাঁর দাবি, প্রবল বৃষ্টিতে রাজ্যের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক 10 হাজার কোটি টাকা ৷

আরও পড়ুন: ধসে মৃত বেড়ে 17, হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস নাড্ডার

হিমাচলপ্রদেশের কুলু জেলার আনিতে ধসের কারণে মুহূর্তে গুঁড়িয়ে গেল বাড়ি

সিমলা, 24 অগস্ট: সকালে সবার চোখের সামনে হঠাৎই ভেঙে পড়ল একটি বাড়ি ৷ এরপর এক এক করে কয়েকটি বাড়ি গুঁড়িয়ে গেল ৷ ঘটনাগুলির মধ্যে সময়ের ব্যবধান মাত্র কিছুক্ষণের। এভাবে কমপক্ষে আটটি বাড়ি মুহূর্তে ধুলোয় মিশে গিয়েছে ৷ ভেঙে পড়া বাড়ির সংখ্যা আরও বেশি হতে পারে। বৃহস্পতিবার সাতসকালে হিমাচলপ্রদেশের কুলু জেলার আনিতে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে ৷ একটানা ভারী বৃষ্টির প্রকোপে ধস নেমেছে এলাকায় ৷ আর তাতেই পাহাড়ের গায়ে থাকা একাধিক বাড়ি ভেঙে গিয়েছে ৷ যদিও এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷

জানা গিয়েছে, আনির সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট নরেশ শর্মা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ ক্ষয়ক্ষতির হিসেবনিকেশ করা হচ্ছে ৷ চার-পাঁচ দিন আগে দোকান, ব্যাংক এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন বাড়িতে ফাটল দেখা যায় ৷ সেগুলিকে সঙ্গে সঙ্গে বিপজ্জনক বলে ঘোষণা করা হয় ৷ এলাকা থেকে সবাইকে চলে যাওয়ার কথাও জানানো হয় ৷

আধিকারিক জানান, আনিতে 305 নম্বর জাতীয় সড়কের ধারে আরও বেশ কিছু বাড়ি আছে ৷ সাবধানতাবশত আগে থাকতেই সেগুলি খালি করা হয়েছে ৷ এই বর্ষায় হিমাচলপ্রদেশে একটানা বৃষ্টি হয়েই চলেছে ৷ হিমাচলপ্রদেশে বর্ষা শুরু হয়েছে জুন মাসের শেষ থেকে ৷ 24 জুন থেকে এখনও পর্যন্ত 238 জনের মৃত্যু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগে ৷ নিখোঁজের সংখ্যা কমপক্ষে 40 ৷ শুধুমাত্র অগস্টেই প্রবল বৃষ্টি আর ভূমিধসে প্রাণ হারিয়েছেন 120 জন ৷

এই বর্ষায় তিনবার অতিভারী বৃষ্টিতে ভেসেছে পাহাড় ঘেরা এই রাজ্য ৷ প্রথমবার প্রবল বৃষ্টি হয় জুলাই মাসের 9-10 তারিখ ৷ এই সময় প্রবল বৃষ্টিতে কুলু এবং মাণ্ডি জেলায় ধস নামে ৷ ধ্বংসের খতিয়ানও বিশাল ৷ দ্বিতীয় বার, 14 অগস্ট থেকে 15 অগস্টের বৃষ্টিতে বিপর্যস্ত হয় সিমলা এবং সোলান জেলা ৷ এরপর মঙ্গলবার রাতে ফের ভারী বৃষ্টি নামে ৷ তাতে সিমলা শহরের যথেষ্ট ক্ষতি হয় ৷ মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু বুধবার জানান, এই ক্ষয়ক্ষতি মেরামতের জন্য 165 কোটি 22 লক্ষ টাকা ডেপুটি কমিশনারদের কাছে পাঠানো হয়েছে ৷ তাঁর দাবি, প্রবল বৃষ্টিতে রাজ্যের মোট ক্ষতির পরিমাণ আনুমানিক 10 হাজার কোটি টাকা ৷

আরও পড়ুন: ধসে মৃত বেড়ে 17, হিমাচল পরিদর্শনে গিয়ে সবরকম সাহায্যের আশ্বাস নাড্ডার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.