ETV Bharat / bharat

Construction Lift Crashed in Thane: থানের নির্মীয়মান লিফট ভেঙে ভয়াবহ দুর্ঘটনা, 7 শ্রমিকের মৃত্যু - থানের নির্মীয়মাণ বহুতলে 7 শ্রমিকের মৃত্যু

Skyscraper Construction Lift Crash Down in Thane: নির্মীয়মান এক স্কাইস্ক্যাপারের লিফট ভেঙে সাত শ্রমিকের মৃত্যু ৷ স্কাইস্ক্যাপারের 40 তলা থেকে লিফটটি শ্রমিকদের নিয়ে মাটিতে আছড়ে পড়ে ৷

Representative Image
Representative Image
author img

By PTI

Published : Sep 11, 2023, 10:43 AM IST

Updated : Sep 11, 2023, 11:21 AM IST

থানে, 11 সেপ্টেম্বর: থানের বালকুম এলাকায় নির্মীয়মাণ এক স্কাইস্ক্যাপারের লিফট ভেঙে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ রবিবার সন্ধ্যে সাড়ে 5টার সময় এই ঘটনা ঘটে ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান জানিয়েছেন, ওই স্কাইস্ক্যাপারের 40 তলা থেকে লিফটটি ছিঁড়ে মাটিতে আছড়ে পড়েছে ৷ ভেঙে পড়া লিফটটি নির্মাণকাজের জন্য তৈরি করা হয়েছিল ৷ বহুতলের 40 তলায় ওয়াটার প্রুফিংয়ের কাজ শেষ করে লিফটে ওঠার পরেই সেটির তার ছিঁড়ে যায় বলে অভিযোগ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লিফট তার ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ার পর 6 জনের মৃত্যু হয়েছিল ৷ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয় ৷ তাঁর নাম নবীন বিশ্বকর্মা ৷ বাকি মৃত 6 শ্রমিক হলেন, মহেন্দ্র চৌপল (32), রুপেশ কুমার দাস (21), হারুন শেখ (47), মিথিলেশ (35) কারিদাস (38) এবং সুনীল কুমার দাস (21) ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান ইয়াসিন তাদভি বলেন, নির্মাণ লিফটে মোট সাতজন শ্রমিকের উঠেছিলেন ৷

জানা গিয়েছে, 40 তলার এই বহুতলের বেসমেন্ট তিলতলা ৷ চল্লিশতলা থেকে লিফট ভেঙে বেসমেন্টের একদম নিচে গিয়ে আছড়ে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, লিফটের তার কোনওভাবে ছিঁড়ে যায় ৷ কিন্তু, প্রশ্ন উঠছে রোজ শয়ে শয়ে শ্রমিক ওই নির্মাণ লিফট ব্যবহার করেন ৷ সেখানে নির্মাণ লিফটের সুরক্ষা ব্যবস্থা কেন খতিয়ে দেখা হয়নি ? পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: মধ্যরাতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ, মৃত 8 মাসের শিশু-সহ 2

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ শোকপ্রকাশ করেছেন এই ঘটনায় ৷ তিনি বলেন, ‘‘শকিং ! থানের লিফট দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷ আমি এই দুর্ঘটনায় হৃদয় থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’

থানে, 11 সেপ্টেম্বর: থানের বালকুম এলাকায় নির্মীয়মাণ এক স্কাইস্ক্যাপারের লিফট ভেঙে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ রবিবার সন্ধ্যে সাড়ে 5টার সময় এই ঘটনা ঘটে ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান জানিয়েছেন, ওই স্কাইস্ক্যাপারের 40 তলা থেকে লিফটটি ছিঁড়ে মাটিতে আছড়ে পড়েছে ৷ ভেঙে পড়া লিফটটি নির্মাণকাজের জন্য তৈরি করা হয়েছিল ৷ বহুতলের 40 তলায় ওয়াটার প্রুফিংয়ের কাজ শেষ করে লিফটে ওঠার পরেই সেটির তার ছিঁড়ে যায় বলে অভিযোগ ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, লিফট তার ছিঁড়ে মাটিতে আছড়ে পড়ার পর 6 জনের মৃত্যু হয়েছিল ৷ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই শ্রমিকের মৃত্যু হয় ৷ তাঁর নাম নবীন বিশ্বকর্মা ৷ বাকি মৃত 6 শ্রমিক হলেন, মহেন্দ্র চৌপল (32), রুপেশ কুমার দাস (21), হারুন শেখ (47), মিথিলেশ (35) কারিদাস (38) এবং সুনীল কুমার দাস (21) ৷ থানে পৌরনিগমের বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রধান ইয়াসিন তাদভি বলেন, নির্মাণ লিফটে মোট সাতজন শ্রমিকের উঠেছিলেন ৷

জানা গিয়েছে, 40 তলার এই বহুতলের বেসমেন্ট তিলতলা ৷ চল্লিশতলা থেকে লিফট ভেঙে বেসমেন্টের একদম নিচে গিয়ে আছড়ে পড়ে ৷ পুলিশ জানিয়েছে, লিফটের তার কোনওভাবে ছিঁড়ে যায় ৷ কিন্তু, প্রশ্ন উঠছে রোজ শয়ে শয়ে শ্রমিক ওই নির্মাণ লিফট ব্যবহার করেন ৷ সেখানে নির্মাণ লিফটের সুরক্ষা ব্যবস্থা কেন খতিয়ে দেখা হয়নি ? পুলিশ এই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন: মধ্যরাতে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির একাংশ, মৃত 8 মাসের শিশু-সহ 2

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ শোকপ্রকাশ করেছেন এই ঘটনায় ৷ তিনি বলেন, ‘‘শকিং ! থানের লিফট দুর্ঘটনা খুবই দুর্ভাগ্যজনক ৷ আমি এই দুর্ঘটনায় হৃদয় থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷’’

Last Updated : Sep 11, 2023, 11:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.