ETV Bharat / bharat

Bareilly Accident Death : অ্যাম্বুলেন্স-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 7 - Bareilly Accident

অ্যাম্বুলেন্স এবং ট্রাকের সংঘর্ষে নিহত সাতজন ৷ ঘটনাটি ঘটেছে ফতেহগঞ্জের দিল্লি হাইওয়ের ওপর (Seven Died in Bareilly Accident) ৷ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

Bareilly Accident news
দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত 7
author img

By

Published : May 31, 2022, 11:56 AM IST

বেরেলি, 31 মে : অ্যাম্বুলেন্স এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে ফতেহগঞ্জের দিল্লি হাইওয়েতে । দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী (Seven Died in Bareilly Accident)। আধিকারিকদের মৃতদের পরিবারের সদস্যদের সম্পূর্ণ সাহায্য এবং আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী ।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 4 জন পুরুষ রয়েছেন । যাঁরা মারা গিয়েছেন তাঁরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ত্রাণ শিবিরের একটি দল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ।

  • #UPCM @myogiadityanath ने जनपद बरेली में सड़क दुर्घटना में हुई जनहानि पर गहरा शोक प्रकट किया है।

    मुख्यमंत्री जी ने दिवंगत आत्माओं की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।

    — CM Office, GoUP (@CMOfficeUP) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সোনামুখী-বাঁকুড়া রেললাইনে কানে হেডফোন, হাঁটার সময় পিছন থেকে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

সূত্রের খবর, দিল্লি হাইওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় ৷ তাতেই অ্যাম্বুলেন্সে থাকা 7 জনের মৃত্যু হয় ।

বেরেলি, 31 মে : অ্যাম্বুলেন্স এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে ফতেহগঞ্জের দিল্লি হাইওয়েতে । দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী (Seven Died in Bareilly Accident)। আধিকারিকদের মৃতদের পরিবারের সদস্যদের সম্পূর্ণ সাহায্য এবং আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী ।

জানা গিয়েছে, মৃতদের মধ্যে 3 জন মহিলা ও 4 জন পুরুষ রয়েছেন । যাঁরা মারা গিয়েছেন তাঁরা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ত্রাণ শিবিরের একটি দল । পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে । নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে ।

  • #UPCM @myogiadityanath ने जनपद बरेली में सड़क दुर्घटना में हुई जनहानि पर गहरा शोक प्रकट किया है।

    मुख्यमंत्री जी ने दिवंगत आत्माओं की शांति की कामना करते हुए शोक संतप्त परिजनों के प्रति संवेदना व्यक्त की है।

    — CM Office, GoUP (@CMOfficeUP) May 31, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : সোনামুখী-বাঁকুড়া রেললাইনে কানে হেডফোন, হাঁটার সময় পিছন থেকে ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

সূত্রের খবর, দিল্লি হাইওয়েতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ সংঘর্ষ এতটাই শক্তিশালী ছিল যে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায় ৷ তাতেই অ্যাম্বুলেন্সে থাকা 7 জনের মৃত্যু হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.