নয়াদিল্লি, 16 জুলাই : ইউরোপিয়ান ইউনিয়নে ভারতের কোভিড ভ্যাকসিন কোভিশিল্ডের ছাড়পত্রের জন্য সেরাম ইনস্টিটিউটের তরফে কোনও আবেদনপত্রই জমা পড়েনি ৷ আজ এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির তরফে ৷ বিশ্বের অন্যান্য ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা তাঁদের ভ্যাকসিন ইউরোপের দেশগুলিকে দেওয়ার জন্য আবেদন করলেও, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফে এ নিয়ে কোনও আবেদন করা হয়নি ৷
ওই প্রেস বিজ্ঞপ্তিতে ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি’র (European Medicines Agency) তরফে বলা হয়েছে, ‘‘কোভিড-19 ভ্যাকসিন কোভিশিল্ডকে ইউরোপিয়ান ইউনিয়নে ব্যবহারের মূল্যায়নের জন্য, প্রস্তুতকারক সংস্থাকে ইএমএ (EMA)-র কাছে ফরমাল মার্কেটিং অথারাউজেশন অ্যাপলিকেশন জমা করতে হবে ৷ আজ আজকের দিন পর্যন্ত সংস্থার কাছে আসেনি ৷’’ সেই সঙ্গে এও জানানো হয়েছে, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি পাইজার এনবায়োটেকের কোমিরন্যাটি, মডার্নার স্পাইকভ্যাকস, অ্যাসট্রাজেনেকার ভ্যাকজেভ্রিয়া এবং জনসন অ্যান্ড জনসনের জ্যানসসেন-কে করোনার ভ্য়াকসিন হিসেবে প্রয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Covid-19 Update : ইউরোপিয়ান ইউনিয়নের 15টি দেশে স্বীকৃতি পেল কোভিশিল্ড
প্রসঙ্গত, এর আগে সেরাম ইনস্টিটিউট’র সিইও আদর পুনাওয়ালা (Adar Punawala) জানিয়েছিলেন, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সির কাছ থেকে করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের ছাড়পত্র এক মাসের মধ্যে পেয়ে যাবে ৷ ইন্ডিয়া গ্লোবাল ফোরাম 2021 এ বক্তব্য রাখতে গিয়ে আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, এটা কোনও বিতর্কের বিষয় নয় ৷ ভ্যাকসিনের ছাড়পত্র দুই দেশের মধ্যে বোঝাপড়ার মধ্যে নির্ভর করে ৷
আরও পড়ুন : Covishield : ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশে স্বীকৃতি পেল সেরামের কোভিশিল্ড
তিনি এ নিয়ে জানিয়েছেন, ‘‘আমাদের আবেদন করতে বলার ক্ষেত্রে ইএমএ একদম সঠিক অবস্থানে রয়েছে ৷ যা আমরা আমাদের পার্টনার অ্যাসট্রাজেনেকার মাধ্যমে একমাস আগেই করে দেওয়া হয়েছে ৷ সেই প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে ৷ এমনকি ইউকে এমএইচআরএ ও হু নিজেদের সময় নিয়েছে ৷’’