হায়দরাবাদ, 29 মার্চ : ভারতে ফের করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় অন্য়ত্র কোভিড 19-এর ভ্য়াকসিন সরবরাহে দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সিরাম ও অ্য়াস্ট্রোজেনেকার তরফে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে ৷
ওই দুটি সংস্থার তরফে জানানো হয়েছে, যেহেতু ভারতে ফের করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বাড়ছে তাই বাইরের দেশে ভ্য়াকসিন সরবরাহে রাশ টানা হবে ৷ মার্চের মধ্য়ে যেখানে ভ্য়াকসিন পৌঁছানোর কথা ছিল সেই সব দেশে ভ্য়াকসিন পৌঁছাবে এপ্রিল মাসে ৷ ইতিমধ্য়ে 28 মিলিয়ন কোভ্য়াক্সিন সরবরাহ করা হয়েছে ৷ মার্চের মধ্য়ে আরও 40 মিলিয়ন এবং এপ্রিল মাসে 50 মিলিয়ন ডোজ সরবরাহ করা হবে ৷
আরও পড়ুন-তৃতীয় দফায় 26% প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, বিজেপির রয়েছে 61%
অন্য়দিকে ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশনের তরফেও চেষ্টা করা হচ্ছে অ্য়াস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ডের টিকা সরবরাহ যেন সব জায়গায় সমান থাকে ৷ এর ফলে করোনা টিকা দেওয়ার জন্য় কোনও সমস্য়া তৈরি হবে না ৷
করোনা টিকা উৎপাদনের জন্য়ও বেশ কিছু সময় প্রয়োজন হচ্ছে সংস্থাগুলির ৷ তবে এসবের মাঝে অ্য়াসট্রোজেনেকার সাপ্লাই চেন অত্য়ন্ত গুরুত্বপূর্ণ ভাবে সরবরাহের কাজ করায় করোনা টিকা সব জায়গায় সমান ভাবে পাঠানো সম্ভব হচ্ছে ৷
করোনা আক্রান্তের সংখ্য়া দিনদিন বাড়ায় চিন্তা বেড়েছে সরকারের ৷ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের একটি কমিটি এবিষয়ে বৈঠক করে ৷ তাতে করোনা টিকাকরণ আরও বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ৷