খাগরিয়া (বিহার), 3 ফেব্রুয়ারি: পুরুষ আধিকারিকের মুখে ম্যাসাজ করে দিচ্ছেন মহিলা আধিকারিক ৷ বিহারের খাগরিয়া জেলার সদর ব্লকের একটি জনস্বাস্থ্য কেন্দ্রে (Public Health Centre) ঘটনাটি ঘটে বলে অভিযোগ ৷ এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয় ৷ তার পরই এই নিয়ে হইচই পড়েছে সর্বত্র ৷ যে পুরুষ আধিকারিক মুখের ম্যাসাজ (Face Massage) নিয়েছেন বলে ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি ওই স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ৷ তাঁর নাম ড. কৃষ্ণ কুমার ৷ আর ভিডিয়োতে দেখা যাওয়া মহিলা কমিউনিটি হেলথ অফিসার ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকে কৃষ্ণ কুমার পলাতক বলে জানা গিয়েছে ৷
ভিডিয়ো ছাড়াও তাঁদের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে । এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই কাজ কখনও সমর্থনযোগ্য নয় ৷ তাই বিষয়টি নিয়ে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেখানকার সিভিল সার্জেন রামনারায়ণ চৌধুরী জানান, অভিযুক্ত দু’জনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে ।
তিনি আরও জানান, ওই দুই আধিকারিকের কাছ থেকে তিনদিনের মধ্যে এই ঘটনা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে ৷ তিনি বলেন, "যেহেতু তাঁরা উভয়ই বিভাগের দায়িত্বশীল পদে রয়েছেন, তাই এই ধরনের কর্মকাণ্ডে তাঁদের মর্যাদা ও সেই সঙ্গে বিভাগের মর্যাদার ক্ষতি করে ।"
সিভিল সার্জেন রামনারায়ণ চৌধুরী আরও বলেন, "তাঁদের বেশ কিছু আপত্তিকর ছবিও প্রকাশ্যে এসেছে । দু’জনেই বিবাহিত ৷ এই ছবি ও ভিডিয়ো তাঁদের পরিবারের পাশাপাশি স্বাস্থ্য বিভাগের জন্য বিব্রতকর ৷ এঁদের দু’জনের কারণে আমাদের বিভাগ হাসির পাত্রে পরিণত হয়েছে । তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ৷” পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন যে পলাতক ড. কৃষ্ণ কুমারকে শীঘ্রই ধরা হবে ৷
এই বিষয়ে এখনও পর্যন্ত ওই মহিলা আধিকারিক বা পলাতক চিকিৎসকের পরিবারের তরফে কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে ভিডিয়োটি ভাইরাল হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়তে শুরু করেছে ৷ তাই এই নিয়ে ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: গোপন ছবি ফাঁসের ভয় দেখিয়ে নাবালিকাকে 'ধর্ষণ' ইনস্টাগ্রামের বন্ধুর