নয়া দিল্লি, 2 ডিসেম্বর : তৃণমূল কংগ্রেস সুপ্রিমোর খোঁচার জবাব দিলেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিবাল ৷ বুধবার মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM Mamata Banerjee) দাবি করেন 'ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স' বা ইউপিএ-র (United Progressive Alliance, UPA) কোনও অস্তিত্ব নেই ৷
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Supremo Mamata Banerjee) এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রবীণ কংগ্রেস নেতা বলেন, "কংগ্রেস ছাড়া ইউপিএ আত্মাহীন দেহ" ৷ পাশাপাশি তিনি এও জানান যে এটাই বিরোধীদের একজোট হওয়ার সময় ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এনসিপি প্রধান (National Congress Party, NCP) শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করে বিজেপির বিরোধী জোট তৈরির কথা জানান ৷ এই জোটে কংগ্রেস নেতৃত্বের নামও উচ্চারণ করেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷
বুধবার শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি কংগ্রেসের নেতৃত্বে ইউপিএ-র চেয়ারপার্সন (UPA Chairperson) হিসেবে শরদ পাওয়ারকে দেখতে চান ? এর উত্তরে সরাসরি তৃণমূল নেত্রী বলে বসেন, "এখন কোনও ইউপিএ নেই ৷"
আরও পড়ুন : Mamata Meets Pawar : ইউপিএ নেই, বিজেপি বিরোধী শক্তিশালী জোটের কথা মমতা-পাওয়ারের মুখে
2024-এ লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে দেশের সব বিরোধী দলকে একসঙ্গে লড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইতিমধ্যে ত্রিপুরা, গোয়া, অসম, বিহার, উত্তর প্রদেশের বেশ কিছু কংগ্রেস নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে ৷ সম্প্রতি মেঘালয় থেকেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা-সহ 12 জন বিধায়ক ঘাসফুলে নাম লিখিয়েছেন ৷ এর ফলে মেঘালয় বিধানসভায় বৃহত্তম বিরোধী দল হিসেবে জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷
-
UPA
— Kapil Sibal (@KapilSibal) December 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Without the Congress , UPA will be a body without a soul
Time to show opposition unity
">UPA
— Kapil Sibal (@KapilSibal) December 2, 2021
Without the Congress , UPA will be a body without a soul
Time to show opposition unityUPA
— Kapil Sibal (@KapilSibal) December 2, 2021
Without the Congress , UPA will be a body without a soul
Time to show opposition unity
বারে বারে একাধিক কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে চলে আসায় একটা ঠান্ডা লড়াই চলছে দুই দলের মধ্যে ৷ এমনকি সংসদের শীতকালীন অধিবেশনেও কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের বৈঠকে অনুপস্থিত থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেননি ৷
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে হাত নাকি ঘাসফুল, কার নেতৃত্বে তৈরি হবে বিজেপি বিরোধী জোট, এ নিয়ে দু'টি ভিন্ন শিবির চোখে পড়ছে ৷ নাম না করে তাঁর বক্তৃতায় বহু বার মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন দেশের একটি ঐতিহ্যবাহী প্রাচীন দল দীর্ঘদিন ধরে বিজেপির বিরুদ্ধে কিছু করে উঠতে পারেনি ৷
আজ বিজেপি বিরোধী দল হিসেবে কংগ্রসকে অগ্রাহ্য করার প্রত্যু্ত্তরে কেন্দ্রে ইউপিএ জমানার মন্ত্রী কপিল সিবাল একটি টুইটে জানান, কংগ্রেস ছাড়া ইউপিএ আর আত্মাহীন দেহ এক (Senior Congress leader Kapil Sibal tweets on UPA) ৷
আরও পড়ুন : Mamata Invites Swara into Politics : স্বরা ভাস্করকে রাজনীতিতে যোগ দেওয়ার আহ্বান মমতার