ETV Bharat / bharat

Seema Haider: চন্দ্রযান-3 এর সফল অবতরণের প্রার্থনায় উপবাস সীমা হায়দারের - Success of Chandrayaan 3

Seema Haider Fasts for Success of Chandrayaan-3: চন্দ্রযান-3 এর সফল অবতরণের জন্য প্রার্থণা করলেন সীমা হায়দার ৷ তিনি উপবাস করেছেন বলে জানিয়েছেন সীমার আইনজীবী ৷

Seema Haider ETV BHARAT
Seema Haider
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 4:58 PM IST

গ্রেটার নয়ডা, 23 অগস্ট: ভারতের চন্দ্রযান-3 যাতে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে, তার জন্য প্রার্থনা করলেন পাকিস্তানের সীমা হায়দার ৷ এমনকি চন্দ্রযান-3 এর সাফল্য কামনায় উপবাস করলেন তিনি ৷ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নয়ডার বাড়িতে মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থণা করছেন সীমা হায়দার ৷ তিনি এও জানিয়েছেন, চন্দ্রযান-3 এর সফল অবতরণের পরেই তিনি উপবাস ভাঙবেন ৷ তবে, শুধু সীমা হায়দার নন ৷ দেশের বিভিন্ন প্রান্তে চন্দ্রযান-3 অর্থাৎ, বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের প্রার্থনা করে শুরু হয়েছে পুজো-অর্চনা ৷

সীমা হায়দারকে এ দিন বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব ভালো কাজ করছেন ৷ ওই ভিডিয়োতে তিনি বলেছেন, ‘‘আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ এর জন্য আমি ভগবান শ্রীরাম, কৃষ্ণ এবং অন্যান্য সমস্ত দেবতার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি ৷’’

এ দিন সীমা এবং সচিনের আইনজীবী এপি সিং আরেকটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘সচিন মীনা এবং সীমা হায়দার চন্দ্রযান-3 এর সফল অবতরণের জন্য উপবাস রেখেছেন ৷ চন্দ্রযান-3 এর অবতরণ সফল হলে, ভারত নতুন মাইলফলক অর্জন করবে ৷ চন্দ্রযান-3 এর সাফল্যের পর বিশ্বে ভারতের মর্যাদা আরও বাড়বে ৷’’

এর আগে গত মঙ্গলবার সীমা হায়দারের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি রাখি পোস্ট করেছেন ৷ তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি রাখীবন্ধনে তাঁর ভাইদের কাছে আগাম রাখি পাঠাচ্ছেন ৷ যাতে তাঁরা সময় মতো পান ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে চাঁদের মাটি ! চন্দ্রাভিযানের আগে পরীক্ষা ইসরোর

পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা গুলাম হায়দার অনলাইন পাবজি গেম খেলার সময় গ্রেটার নয়ডার বাসিন্দা সচিন মীনার প্রেমে পড়েন ৷ এর পরেই চার সন্তানকে নিয়ে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে আসেন ৷ পরবর্তী সময়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ যদিও, তিনি বর্তমানে জামিনে রয়েছেন ৷ সচিন মীনার বাড়িতেই থাকছেন ৷ সীমা হায়দারের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা সংস্থা তদন্ত করছে ৷

গ্রেটার নয়ডা, 23 অগস্ট: ভারতের চন্দ্রযান-3 যাতে সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করতে পারে, তার জন্য প্রার্থনা করলেন পাকিস্তানের সীমা হায়দার ৷ এমনকি চন্দ্রযান-3 এর সাফল্য কামনায় উপবাস করলেন তিনি ৷ একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, নয়ডার বাড়িতে মন্দিরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থণা করছেন সীমা হায়দার ৷ তিনি এও জানিয়েছেন, চন্দ্রযান-3 এর সফল অবতরণের পরেই তিনি উপবাস ভাঙবেন ৷ তবে, শুধু সীমা হায়দার নন ৷ দেশের বিভিন্ন প্রান্তে চন্দ্রযান-3 অর্থাৎ, বিক্রম ল্যান্ডারের সফল অবতরণের প্রার্থনা করে শুরু হয়েছে পুজো-অর্চনা ৷

সীমা হায়দারকে এ দিন বলতে শোনা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব ভালো কাজ করছেন ৷ ওই ভিডিয়োতে তিনি বলেছেন, ‘‘আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে চন্দ্রযান-3 সফলভাবে চাঁদের মাটিতে অবতরণ করবে ৷ এর জন্য আমি ভগবান শ্রীরাম, কৃষ্ণ এবং অন্যান্য সমস্ত দেবতার কাছে হাত জোড় করে প্রার্থনা করছি ৷’’

এ দিন সীমা এবং সচিনের আইনজীবী এপি সিং আরেকটি ভিডিয়ো প্রকাশ করেছেন ৷ সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘সচিন মীনা এবং সীমা হায়দার চন্দ্রযান-3 এর সফল অবতরণের জন্য উপবাস রেখেছেন ৷ চন্দ্রযান-3 এর অবতরণ সফল হলে, ভারত নতুন মাইলফলক অর্জন করবে ৷ চন্দ্রযান-3 এর সাফল্যের পর বিশ্বে ভারতের মর্যাদা আরও বাড়বে ৷’’

এর আগে গত মঙ্গলবার সীমা হায়দারের আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ সেখানে তিনি জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, আরএসএস প্রধান মোহন ভগবত এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি রাখি পোস্ট করেছেন ৷ তাঁকে বলতে শোনা গিয়েছিল, তিনি রাখীবন্ধনে তাঁর ভাইদের কাছে আগাম রাখি পাঠাচ্ছেন ৷ যাতে তাঁরা সময় মতো পান ৷

আরও পড়ুন: তামিলনাড়ুতে চাঁদের মাটি ! চন্দ্রাভিযানের আগে পরীক্ষা ইসরোর

পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা গুলাম হায়দার অনলাইন পাবজি গেম খেলার সময় গ্রেটার নয়ডার বাসিন্দা সচিন মীনার প্রেমে পড়েন ৷ এর পরেই চার সন্তানকে নিয়ে নেপাল হয়ে অবৈধভাবে ভারতে আসেন ৷ পরবর্তী সময়ে পুলিশ তাঁকে গ্রেফতার করে ৷ যদিও, তিনি বর্তমানে জামিনে রয়েছেন ৷ সচিন মীনার বাড়িতেই থাকছেন ৷ সীমা হায়দারের বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তা সংস্থা তদন্ত করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.