নয়াদিল্লি ও গ্রেটার নয়ডা: পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার এখন পুরোপুরি সনাতনী হয়ে গেলেন । শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন তাঁর স্বামী সচিন মীনার বাড়িতে যজ্ঞ ও পুজোর আয়োজন করা হয় ৷ সেখানেই সীমাকে গুরু দীক্ষা দেওয়া হয় । সেখানে সীমার আইনজীবী এপি সিংও উপস্থিত ছিলেন ৷
বৃহস্পতিবার চিতোরগড়ের ধর্মপ্রধান কাউন্সিলর শ্রী শ্রী রোহিত গোপাল উপস্থিত ছিলেন যজ্ঞ ও পুজোর সময় ৷ প্রথমে সচিনের বাড়িতে যজ্ঞ করা হয় এবং তার পরে সীমা হায়দার সনাতন ধর্মে দীক্ষিত হন । এরপর ব্যাপক আড়ম্বরে পালিত হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব । এরপর সীমা হায়দার ও তাঁর আইনজীবী ভারত মাতা কি জয় ও ভারত জিন্দাবাদ-সহ অন্যান্য স্লোগান দেন ।
পুজোর পর শ্রী শ্রী রোহিত গোপাল বলেন, ‘‘এখন সীমা হায়দার ভারতীয় সনাতনী হয়ে গিয়েছে । এখন পাকিস্তান তাঁর কোনও ক্ষতি করতে পারবে না ।’’ সীমা হায়দারের সনাতনী হওয়া দেখতে প্রচুর মানুষ নয়ডার রাবুপুরায় হাজির হয়েছিলেন ৷ এর আগে সীমা বাড়িতে রাখিবন্ধন উৎসব পালন করেছিলেন ৷ চন্দ্রযান ৩-এর সাফল্যের জন্য উপবাসও করেছিলেন তিনি ।
আরও পড়ুন: আর্থিক সংকট কাটাতে সীমা ও সচিনকে ফিল্মে অভিনয়ের প্রস্তাব প্রযোজকের
উল্লেখ্য, সীমা হায়দার পাকিস্তানের করাচির বাসিন্দা ছিলেন । অনলাইন পাবজি গেম খেলার সময় তিনি গ্রেটার নয়ডার সচিন মীনার প্রেমে পড়েন ৷ তারপর তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গ্রেটার নয়ডার রাবুপুরায় বসবাস শুরু করেন । সচিনের সঙ্গে বিয়েও করেছেন সীমা ৷ পাকিস্তান থেকে চার সন্তানকে নিয়েই তিনি পালিয়ে আসেন ৷ যদিও সীমার গতিবিধির উপর এখনও পুলিশের নজর রয়েছে ৷ কারণ, তিনি পাকিস্তানির গুপ্তচর কি না, সেই বিষয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারীরা ৷ সেই কারণে উত্তরপ্রদেশের এটিএস ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি এই নিয়ে এখনও তদন্ত করছে ৷
নিরাপত্তা সংস্থাগুলো এখনও তদন্ত করছে: সীমা হায়দার ও তাঁর চার সন্তানের অবৈধভাবে ভারতে প্রবেশের ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে ৷ স্থানীয় পুলিশ, উত্তরপ্রদেশ এটিএস ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি তদন্ত করছে এই নিয়ে ৷ ইতিমধ্যে উত্তরপ্রদেশ এটিএস সচিন, তাঁর বাবা নেত্রপাল, সীমা হায়দার এবং তাঁদের সন্তানদের কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করেছিল । তদন্তে এখন পর্যন্ত কিছু জানা না গেলেও সীমা পাকিস্তানি গুপ্তচর হতে পারে বলে সন্দেহ রয়েছে ।
সিনেমায় কাজ করার প্রস্তাব: সীমা হায়দারও সিনেমায় কাজ করার প্রস্তাব পেয়েছেন । প্রযোজক-পরিচালক অমিত জনি সীমার বাড়িতে গিয়ে তাঁকে সিনেমায় কাজ করার প্রস্তাব দেন । তদন্ত শেষে সীমা নির্দোষ প্রমাণিত হলেই অমিত তাঁকে চলচ্চিত্রে কাজ করার সুযোগ দেবেন । কিন্তু এই প্রস্তাবের কিছুদিন পর সীমা সিনেমায় কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন ৷ তবে প্রযোজক-পরিচালক অমিত জনি সীমা হায়দার ও সচিন মীনার প্রেমের গল্প নিয়ে 'করাচি টু নয়ডা' ছবিটি তৈরি করছেন, যাতে অভিনয় করছেন অন্য অভিনেতারা ।
আরও পড়ুন: হঠাৎই অসুস্থ সীমা হায়দার, নয়ডায় প্রেমিকের বাড়িতেই চলছে চিকিৎসা
দ্য কপিল শর্মা শো ও বিগ বস থেকে অফার: সীমা হায়দারও দ্য কপিল শর্মা শো ও বিগ বস-এ কাজ করার অফার পেয়েছেন । সম্প্রতি সীমা হায়দার একটি ভিডিয়ো প্রকাশ করে জানিয়েছেন যে তিনি এই দু’টি প্রোগ্রাম থেকেই অফার পেয়েছেন । তবে পুলিশ ও নিরাপত্তা সংস্থার কাছ থেকে ক্লিনচিট না পাওয়া পর্যন্ত তিনি কোনও কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানিয়েছেন ।