ETV Bharat / bharat

Kerala CM Residence: কেরলের মুখ্যমন্ত্রীর বাসভবনে আচমকা গুলি চলল রক্ষীর বন্দুক থেকে - পিনারাই বিজয়ন

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকারি বাসভবনে (Kerala CM Residence) কর্তব্যরত নিরাপত্তা অফিসারের সার্ভিস পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি চলে (Security Guard gun goes off accidentally)৷ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে ৷

Security Guard's gun goes off accidentally at Kerala CM's residence, none injured
কেরলের মুখ্যমন্ত্রীর বাসভবনে আচমকা গুলি চলল রক্ষীর বন্দুক থেকে
author img

By

Published : Dec 7, 2022, 12:20 PM IST

তিরুবনন্তপুরম, 7 ডিসেম্বর: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকারি বাসভবনে (Kerala CM Residence) আচমকা গুলি চলল ৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা অফিসারের সার্ভিস পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি চলে (Security Guard gun goes off accidentally)৷ মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

মিউজিয়াম থানার একজন আধিকারিক জানান, ওই নিরাপত্তা কর্মী যখন তাঁর পিস্তল পরিষ্কার করছিলেন তখনই আচমকা তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে যায় ৷ তিনি জানান, "সকাল 9.15 টায় এই ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷" একটি সূত্র তাঁর নাম উদ্ধৃত করে জানিয়েছেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই সময় ক্লিফ হাউসে উপস্থিত ছিলেন না ৷ তিনি বিধানসভার উদ্দেশে রওনা হওয়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কেরল বিধানসভায় ইতিহাস, চেয়ারপার্সনদের প্যানেলে সবাই মহিলা

তবে এই ঘটনায় সাময়িক ভাবে তীব্র চাঞ্চল্য ছড়ায় ৷ কারণ ক্লিফ হাউস হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে ৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে গুলি চলায় তৎপর হয়ে ওঠেন অন্যান্য নিরাপত্তা রক্ষীরা ৷ খবর চলে যায় পুলিশের বড় কর্তাদের কাছেও ৷ তবে পরে জানা যায়, গুলি চলেছে দুর্ঘটনাবশত ৷ তবুও সব দিক খতিয়ে দেখছে পুলিশ ৷

তিরুবনন্তপুরম, 7 ডিসেম্বর: কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) সরকারি বাসভবনে (Kerala CM Residence) আচমকা গুলি চলল ৷ সেখানে কর্তব্যরত নিরাপত্তা অফিসারের সার্ভিস পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি চলে (Security Guard gun goes off accidentally)৷ মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

মিউজিয়াম থানার একজন আধিকারিক জানান, ওই নিরাপত্তা কর্মী যখন তাঁর পিস্তল পরিষ্কার করছিলেন তখনই আচমকা তাঁর আগ্নেয়াস্ত্র থেকে গুলি চলে যায় ৷ তিনি জানান, "সকাল 9.15 টায় এই ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনায় কেউ আহত হননি ৷" একটি সূত্র তাঁর নাম উদ্ধৃত করে জানিয়েছেন, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেই সময় ক্লিফ হাউসে উপস্থিত ছিলেন না ৷ তিনি বিধানসভার উদ্দেশে রওনা হওয়ার পরেই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কেরল বিধানসভায় ইতিহাস, চেয়ারপার্সনদের প্যানেলে সবাই মহিলা

তবে এই ঘটনায় সাময়িক ভাবে তীব্র চাঞ্চল্য ছড়ায় ৷ কারণ ক্লিফ হাউস হাই সিকিউরিটি জোনের মধ্যে পড়ে ৷ মুখ্যমন্ত্রীর বাসভবনে গুলি চলায় তৎপর হয়ে ওঠেন অন্যান্য নিরাপত্তা রক্ষীরা ৷ খবর চলে যায় পুলিশের বড় কর্তাদের কাছেও ৷ তবে পরে জানা যায়, গুলি চলেছে দুর্ঘটনাবশত ৷ তবুও সব দিক খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.