বান্দিপোরা (জম্মু-কাশ্মীর),15 অক্টোবর: সপ্তাহান্তের কাশ্মীরে নতুন করে ফিরল সন্ত্রাসের আতঙ্ক । বান্দিপোরায় আইইডি (Improvised Explosive Device) উদ্ধার করল নিরাপত্তা বাহিনী (Improvised Explosive Device)।। জঙ্গিদের ফেলে যাওয়া এই আইইডি উদ্ধারের পর স্বভাবতই তল্লাশি আরও বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী । আর কোনও কোথাও অস্ত্র ফেলে রাখা আছে কি না সেটা খুঁজে দেখছেন জওয়ানরা ।
সূত্রের খবর, শনিবার সকালে উদ্ধার হওয়া আইইডিটির ওজন 18 কেজি । বান্দিপোরা থেকে সোপর যাওয়ার রাস্তার পাশের একটি গ্রাম থেকে সেটি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী । উপত্যকার নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে । পাশাপাশি বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: প্রেমের পথে কাঁটা স্বামী, নাসিকে চিকিৎসককে ইনজেকশন দ্বিতীয় স্ত্রী-প্রেমিকের
এর আগে মাত্র দু'দিন আগে রাষ্ট্রসংঘে (UNO) কাশ্মীর ইস্যুটি সুকৌশলে তোলে পাকিস্তান । কড়া জবাব দেয় ভারত । রাষ্ট্রসংঘে ইউক্রেনের উপর রাশিয়ার নতুন করে হামলা নিয়ে আলোচনা চলছিল। সেই সময় পাকিস্তানের প্রতিনিধি বলে বসেন, রাশিয়া ইউক্রেনে যা করছে ভারত কাশ্মীরে সেই কাজটাই করে আসছে দীর্ঘদিন ধরে । জবাবে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ (Ruchika Kamboj) জানান, পাকিস্তান রাষ্ট্রসংঘের মঞ্চকে আবারও অপব্যবহার করল । তাছাড়া পাকিস্তানের এই অভিযোগ যে শুধু মিথ্যা নয় তুচ্ছ এবং অর্থহীন সেটাও বুঝিয়ে দেন রুচিরা ।