ETV Bharat / bharat

Grenades recover: শ্রীনগরে সিআরপিএফ বাঙ্কারের কাছে উদ্ধার 6টি গ্রেনেড - কেন্দ্রীয় বাহিনী

শ্রীনগর বেমিনা এলাকা থেকে উদ্ধার হল 6টি গ্রেনেড ৷ সিআরপিএফের কুইক অ্যাকশন টিমের বাঙ্কারের কাছে একটি ব্যাগ থেকে গ্রেনেডগুলি উদ্ধার করা হয়েছে ৷

security-forces-recover-6-grenades-from-srinagars-bemina-area near CRPF bunker
শ্রীনগরে সিআরপিএফ বাঙ্কারের কাছে উদ্ধার 6টি গ্রেনেড
author img

By

Published : Sep 13, 2021, 1:25 PM IST

শ্রীনগর, 13 সেপ্টেম্বর : সোমবার শ্রীনগর বেমিনা এলাকা থেকে 6টি গ্রেনেড উদ্ধার করল নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ পাবলিক স্কুলের কাছে একটি সন্দেহজনক ব্যাগ পড়েছিল ৷ সেটিতেই তল্লাশি চালিয়ে ওই ছ’টি গ্রেনেড উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ৷ কেন্দ্রীয় আধাসেনার মুখপাত্র অভিরাম জানিয়েছেন, একটি বিশেষ অভিযানে নেমেছে সিআরপিএফের কুইক অ্যাকশন টিম ৷

জানা গিয়েছে, পুলিশ পাবলিক স্কুলের কাছে থাকা কেন্দ্রীয় বাহিনীর কুইক অ্যাকশন টিমের বাঙ্কারের কাছে ওই গ্রেনেডগুলি একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৷ ওই ব্যাগটি নজরে আসতেই সিআরপিএফের বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ সিআরপিএফের মুখপাত্র জানিয়েছেন, চেক পয়েন্টে কড়া নজরদারি চলায় কেউ একজন ওই গ্রেনেডগুলি বাঙ্কারের কাছে লুকিয়ে রেখেছিল ৷ এ নিয়ে পরবর্তী তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : NATGRID : খুব শীঘ্রই সন্ত্রাসবাদ দমনে নয়া প্রযুক্তি ন্য়াটগ্রিডের সূচনা করবেন মোদি

পুলিশ সূত্রে খবর, যেখানে গ্রেনেডগুলি পাওয়া গিয়েছে, সেটা শ্রীনগরের বেমিনা এলাকায় সিআরপিএফের 28নং ব্যাটিলিয়নের কুইক অ্যাকশন টিমের বাঙ্কার ছিল ৷ এই ঘটনার পর বেমিনা অঞ্চলের সর্বত্র কড়া নজরদারি শুরু করেছে আধাসেনা ৷ এলাকায় তল্লাশি অভিযানও চলছে ৷ মনে করা হচ্ছে, আশেপাশে কোথাও সন্ত্রাসবাদীরা গা ঢাকা দিয়ে থাকতে পারে ৷

শ্রীনগর, 13 সেপ্টেম্বর : সোমবার শ্রীনগর বেমিনা এলাকা থেকে 6টি গ্রেনেড উদ্ধার করল নিরাপত্তাবাহিনী ৷ পুলিশ পাবলিক স্কুলের কাছে একটি সন্দেহজনক ব্যাগ পড়েছিল ৷ সেটিতেই তল্লাশি চালিয়ে ওই ছ’টি গ্রেনেড উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী ৷ কেন্দ্রীয় আধাসেনার মুখপাত্র অভিরাম জানিয়েছেন, একটি বিশেষ অভিযানে নেমেছে সিআরপিএফের কুইক অ্যাকশন টিম ৷

জানা গিয়েছে, পুলিশ পাবলিক স্কুলের কাছে থাকা কেন্দ্রীয় বাহিনীর কুইক অ্যাকশন টিমের বাঙ্কারের কাছে ওই গ্রেনেডগুলি একটি ব্যাগে লুকিয়ে রাখা ছিল ৷ ওই ব্যাগটি নজরে আসতেই সিআরপিএফের বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয় ৷ সিআরপিএফের মুখপাত্র জানিয়েছেন, চেক পয়েন্টে কড়া নজরদারি চলায় কেউ একজন ওই গ্রেনেডগুলি বাঙ্কারের কাছে লুকিয়ে রেখেছিল ৷ এ নিয়ে পরবর্তী তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : NATGRID : খুব শীঘ্রই সন্ত্রাসবাদ দমনে নয়া প্রযুক্তি ন্য়াটগ্রিডের সূচনা করবেন মোদি

পুলিশ সূত্রে খবর, যেখানে গ্রেনেডগুলি পাওয়া গিয়েছে, সেটা শ্রীনগরের বেমিনা এলাকায় সিআরপিএফের 28নং ব্যাটিলিয়নের কুইক অ্যাকশন টিমের বাঙ্কার ছিল ৷ এই ঘটনার পর বেমিনা অঞ্চলের সর্বত্র কড়া নজরদারি শুরু করেছে আধাসেনা ৷ এলাকায় তল্লাশি অভিযানও চলছে ৷ মনে করা হচ্ছে, আশেপাশে কোথাও সন্ত্রাসবাদীরা গা ঢাকা দিয়ে থাকতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.