ETV Bharat / bharat

Amit Shah's Public Meeting: চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাট, অমিত শাহের সভাকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তা বিশাখাপত্তনমে

রবিবার বিশাখাপত্তনমে জনসভা অমিত শাহের ৷ এই সভায় বিজেপি কর্মী সমর্থকদের ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ তাই সেখানে যাতে কোনওরকমের বিশৃঙ্খলা না ছড়ায় তাই আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ৷

Union Home Minister Amit Shah
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
author img

By

Published : Jun 11, 2023, 2:14 PM IST

বিশাখাপত্তনম, 11 জুন: চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাটের পর বিশাখাপত্তনমে অমিত শাহের সভাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাঁটো হল ৷ চেন্নাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক ছিল ৷ শনিবার তামিলনাড়ু সফরে চেন্নাইতে এসে পৌঁছন শাহ । সেখানে তাঁকে স্বাগত জানাতে চেন্নাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা ৷ কিন্তু অমিত শাহ বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই সেখানে বিদ্যুৎ চলে যায় ৷ অন্ধকার হয়ে যায় বিমানবন্দর চত্বর এলাকা ৷ তারপরই বিজেপির নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানান ৷ তাঁরা অভিযোগ করেন, রাজ্য সরকারের গাফিতলির কারণে এই ঘটনা ঘটেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় খামতি ছিল ৷

  • #WATCH | Tamil Nadu: BJP leaders and workers protest as they allege sudden power off outside Chennai airport as Union HM Amit Shah comes out of the airport pic.twitter.com/9LJtw322Ns

    — ANI (@ANI) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ চেন্নাই থেকে অমিত শাহ আসবেন অন্ধ্রপ্রদেশে ৷ বিশাখাপত্তনমে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রবিবার রাতে রেলের মাঠে সভা রয়েছে তাঁর ৷ এই সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷ অমিত শাহ এ দিন কেন্দ্রে বিজেপি সরকারের 9 বছর পূর্তি উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ মনে করা হচ্ছে, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের 9 বছরের কাজের খতিয়ান তুলে ধরবেন ৷

বিশাখাপত্তনমে শহরের ডিসিপি বিদ্যা সাগর নাইডু জানিয়েছেন, তাঁরা মনে করছেন অমিত শাহের সভায় তিন হাজারের মতো লোক হবে ৷ তাই সভাকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না-ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তিনি জানান, এমনকী সভাস্থলে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরাও থাকবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, "ভাইজাগ থেকে আসা লোকজনের জন্য কোনও বিধিনিষেধ থাকছে না । তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কনভয় যাওয়ার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ।"

  • #WATCH | Tamil Nadu: BJP leaders and workers protest as they allege sudden power off outside Chennai airport as Union HM Amit Shah comes out of the airport pic.twitter.com/9LJtw322Ns

    — ANI (@ANI) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডিসিপি বিদ্যা সাগর নাইডু নিজে রবিবার আইএনএস দেগা, বিমানবন্দর, রেলওয়ে মাঠ এবং পোর্ট গেস্ট হাউসের মতো এলাকাগুলি পরিদর্শন করেছেন । রবিবার সন্ধ্যেতে বিএসএফের একটি বিশেষ বিমানে চেন্নাই থেকে বিশাখাপত্তনমে আসছেন অমিত শাহ । সাগরিকা কল্যাণমন্ডপমে তিনি তাঁর দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ।

আরও পড়ুন: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, "অমিত শাহ চেন্নাইয়ে এসে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন ৷ যারা তামিলনাড়ুকে গর্বিত করেছে । তারা অরাজনৈতিক মানুষ । তারা আমাদের সরকার সম্পর্কে মতামত দিয়েছেন ৷ তবে এটা খুবই দুঃখজনক ঘটনা যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছেন তখনই বিদ্যুৎ বিপর্যয় ঘটে । ডিএমকে সরকার ক্ষমতায় আসার পর অসময়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে । আমি আশা করি রাজ্য সরকার এটিকে গুরুত্ব সহকারে দেখবে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার দিকে খেয়াল রাখবে ৷" প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে 10 থেকে 11 জুনের মধ্যে চারটি রাজ্যে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

বিশাখাপত্তনম, 11 জুন: চেন্নাইয়ে বিদ্যুৎ বিভ্রাটের পর বিশাখাপত্তনমে অমিত শাহের সভাকে ঘিরে নিরাপত্তার ব্যবস্থা আরও আঁটোসাঁটো হল ৷ চেন্নাইতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ বিজেপির তরফে অভিযোগ করা হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় ফাঁক ছিল ৷ শনিবার তামিলনাড়ু সফরে চেন্নাইতে এসে পৌঁছন শাহ । সেখানে তাঁকে স্বাগত জানাতে চেন্নাই বিমানবন্দরে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীরা ৷ কিন্তু অমিত শাহ বিমানবন্দর থেকে বেরোনোর সময়ই সেখানে বিদ্যুৎ চলে যায় ৷ অন্ধকার হয়ে যায় বিমানবন্দর চত্বর এলাকা ৷ তারপরই বিজেপির নেতা-কর্মীরা ঘটনার প্রতিবাদ জানান ৷ তাঁরা অভিযোগ করেন, রাজ্য সরকারের গাফিতলির কারণে এই ঘটনা ঘটেছে ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় খামতি ছিল ৷

  • #WATCH | Tamil Nadu: BJP leaders and workers protest as they allege sudden power off outside Chennai airport as Union HM Amit Shah comes out of the airport pic.twitter.com/9LJtw322Ns

    — ANI (@ANI) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আজ চেন্নাই থেকে অমিত শাহ আসবেন অন্ধ্রপ্রদেশে ৷ বিশাখাপত্তনমে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ রবিবার রাতে রেলের মাঠে সভা রয়েছে তাঁর ৷ এই সভাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ৷ অমিত শাহ এ দিন কেন্দ্রে বিজেপি সরকারের 9 বছর পূর্তি উদযাপনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন ৷ মনে করা হচ্ছে, সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের 9 বছরের কাজের খতিয়ান তুলে ধরবেন ৷

বিশাখাপত্তনমে শহরের ডিসিপি বিদ্যা সাগর নাইডু জানিয়েছেন, তাঁরা মনে করছেন অমিত শাহের সভায় তিন হাজারের মতো লোক হবে ৷ তাই সভাকে ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না-ছড়ায় তার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ৷ তিনি জানান, এমনকী সভাস্থলে বম্ব স্কোয়ার্ডের আধিকারিকরাও থাকবেন ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর জনসভার বিধিনিষেধের বিষয়ে তিনি বলেন, "ভাইজাগ থেকে আসা লোকজনের জন্য কোনও বিধিনিষেধ থাকছে না । তবে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কনভয় যাওয়ার সময় রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে ।"

  • #WATCH | Tamil Nadu: BJP leaders and workers protest as they allege sudden power off outside Chennai airport as Union HM Amit Shah comes out of the airport pic.twitter.com/9LJtw322Ns

    — ANI (@ANI) June 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ডিসিপি বিদ্যা সাগর নাইডু নিজে রবিবার আইএনএস দেগা, বিমানবন্দর, রেলওয়ে মাঠ এবং পোর্ট গেস্ট হাউসের মতো এলাকাগুলি পরিদর্শন করেছেন । রবিবার সন্ধ্যেতে বিএসএফের একটি বিশেষ বিমানে চেন্নাই থেকে বিশাখাপত্তনমে আসছেন অমিত শাহ । সাগরিকা কল্যাণমন্ডপমে তিনি তাঁর দলের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ।

আরও পড়ুন: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনের সামনে কুকি জনজাতির বিক্ষোভ

অন্যদিকে, তামিলনাড়ুর বিজেপির সভাপতি কে আন্নামালাই বলেন, "অমিত শাহ চেন্নাইয়ে এসে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন ৷ যারা তামিলনাড়ুকে গর্বিত করেছে । তারা অরাজনৈতিক মানুষ । তারা আমাদের সরকার সম্পর্কে মতামত দিয়েছেন ৷ তবে এটা খুবই দুঃখজনক ঘটনা যে স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছেন তখনই বিদ্যুৎ বিপর্যয় ঘটে । ডিএমকে সরকার ক্ষমতায় আসার পর অসময়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটছে । আমি আশা করি রাজ্য সরকার এটিকে গুরুত্ব সহকারে দেখবে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার দিকে খেয়াল রাখবে ৷" প্রসঙ্গত, কেন্দ্রে বিজেপি সরকারের নয় বছর পূর্তি উপলক্ষে 10 থেকে 11 জুনের মধ্যে চারটি রাজ্যে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.