ETV Bharat / bharat

করোনা রুখতে আজ থেকে মহারাষ্ট্রে 144 ধারা, সেনার সাহায্য চাইলেন উদ্ধব - coronavirus cases in Maharashtra

অক্সিজেন এবং ওষুধপত্রের জোগানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সড়কপথের পরিবর্তে আকাশপথে অক্সিজেন সরবরাহের আবেদন রেখেছেন তিনি ৷ এর জন্য সেনার সাহায্য চেয়েছেন ঠাকরে ৷

lockdown
lockdown
author img

By

Published : Apr 13, 2021, 9:24 PM IST

Updated : Apr 14, 2021, 7:18 AM IST

মুম্বই, 13 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মহারাষ্ট্রে জারি 144 ধারা ৷ আজ রাত আটটা থেকে গোটা রাজ্যে লাগু হবে 144 ধারা ৷ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ যদিও এটিকে 'লকডাউন' বলতে রাজি নন তিনি ৷

বুধবার থেকে 1 মে সকাল সাতটা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে 144 ধারা জারি থাকবে ৷ থাকবে নাইট কার্ফু ৷ জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷ এই সময়ের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না ৷ এই পর্বে হোটেল, রেস্তরাঁ বন্ধ থাকবে ৷ তবে বন্ধ হচ্ছে না যাতায়াত পরিষেবা ৷ যদিও শুধুমাত্র জরুরি কাজে বাস এবং লোকাল ট্রেনের ব্যবহার হবে ৷ খোলা থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এই 15 দিনের জন্য গাইডলাইন প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকার ৷

  • উপযুক্ত কারণ ছাড়া কেউ পথে বেরোতে পারবেন না ৷
  • সবরকম প্রতিষ্ঠান, পাবলিক প্লেস এবং পরিষেবা বন্ধ থাকবে ৷
  • জরুরি কাজ ছাড়া সবরকম কাজকর্ম বন্ধ থাকবে ৷
  • যে পরিষেবাগুলিতে ছাড় দেওয়া হবে সেগুলি সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত করা যাবে বিনা বাধায় ৷
  • বিশেষ ক্ষেত্রে বাড়ির কাজের লোক, ড্রাইভারদের কাজে ছাড় দেওয়া হতে পারে ৷
  • বন্ধ থাকবে জিম, বিউটি পার্লার, সিনেমা হল, অ্যামিউজমেন্ট পার্ক, স্পোর্টস কমপ্লেক্স ৷
  • বন্ধ থাকবে সিরিয়াল, সিনেমার শুটিং ৷
  • খোলা থাকছে না স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং ক্লাস ও ধর্মীয় স্থানগুলি ৷
  • জরুরি পরিষেবায় ছাড়ের ক্ষেত্রে রাখা হয়েছে হাসপাতাল, ভ্যাকসিনেশন কেন্দ্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ৷ পাশাপাশি বিমান, বাস, ট্রেন, অটো পরিষেবা খোলা থাকবে ৷

শেষ 24 ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 60 হাজার 212 জন ৷ মৃত্যু হয়েছে 281 জনের ৷ এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে উদ্ধব ঠাকরে বলেন, "গোটা রাজ্যজুড়ে 14 ধারা জারি হচ্ছে ৷ দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই বিধিনিষেধ ঘোষণা করতে হচ্ছে ৷ এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল ৷ আমি বলছি না এটা লকডাউন ৷ তবে এখন থেকে কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে ৷" অক্সিজেন এবং ওষুধপত্রের জোগানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সড়কপথের পরিবর্তে আকাশপথে অক্সিজেন সরবরাহের আবেদন রেখেছেন তিনি ৷ এর জন্য সেনার সাহায্য চেয়েছেন ঠাকরে ৷

মুম্বই, 13 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে মহারাষ্ট্রে জারি 144 ধারা ৷ আজ রাত আটটা থেকে গোটা রাজ্যে লাগু হবে 144 ধারা ৷ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ৷ যদিও এটিকে 'লকডাউন' বলতে রাজি নন তিনি ৷

বুধবার থেকে 1 মে সকাল সাতটা পর্যন্ত মহারাষ্ট্র জুড়ে 144 ধারা জারি থাকবে ৷ থাকবে নাইট কার্ফু ৷ জানিয়েছেন উদ্ধব ঠাকরে ৷ এই সময়ের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনও বিষয়ে ছাড় দেওয়া হবে না ৷ এই পর্বে হোটেল, রেস্তরাঁ বন্ধ থাকবে ৷ তবে বন্ধ হচ্ছে না যাতায়াত পরিষেবা ৷ যদিও শুধুমাত্র জরুরি কাজে বাস এবং লোকাল ট্রেনের ব্যবহার হবে ৷ খোলা থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷ এই 15 দিনের জন্য গাইডলাইন প্রকাশ করেছে মহারাষ্ট্র সরকার ৷

  • উপযুক্ত কারণ ছাড়া কেউ পথে বেরোতে পারবেন না ৷
  • সবরকম প্রতিষ্ঠান, পাবলিক প্লেস এবং পরিষেবা বন্ধ থাকবে ৷
  • জরুরি কাজ ছাড়া সবরকম কাজকর্ম বন্ধ থাকবে ৷
  • যে পরিষেবাগুলিতে ছাড় দেওয়া হবে সেগুলি সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত করা যাবে বিনা বাধায় ৷
  • বিশেষ ক্ষেত্রে বাড়ির কাজের লোক, ড্রাইভারদের কাজে ছাড় দেওয়া হতে পারে ৷
  • বন্ধ থাকবে জিম, বিউটি পার্লার, সিনেমা হল, অ্যামিউজমেন্ট পার্ক, স্পোর্টস কমপ্লেক্স ৷
  • বন্ধ থাকবে সিরিয়াল, সিনেমার শুটিং ৷
  • খোলা থাকছে না স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং ক্লাস ও ধর্মীয় স্থানগুলি ৷
  • জরুরি পরিষেবায় ছাড়ের ক্ষেত্রে রাখা হয়েছে হাসপাতাল, ভ্যাকসিনেশন কেন্দ্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান ৷ পাশাপাশি বিমান, বাস, ট্রেন, অটো পরিষেবা খোলা থাকবে ৷

শেষ 24 ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 60 হাজার 212 জন ৷ মৃত্যু হয়েছে 281 জনের ৷ এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে উদ্ধব ঠাকরে বলেন, "গোটা রাজ্যজুড়ে 14 ধারা জারি হচ্ছে ৷ দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই বিধিনিষেধ ঘোষণা করতে হচ্ছে ৷ এমন পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল ৷ আমি বলছি না এটা লকডাউন ৷ তবে এখন থেকে কড়া বিধিনিষেধ মেনে চলতে হবে ৷" অক্সিজেন এবং ওষুধপত্রের জোগানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ৷ সড়কপথের পরিবর্তে আকাশপথে অক্সিজেন সরবরাহের আবেদন রেখেছেন তিনি ৷ এর জন্য সেনার সাহায্য চেয়েছেন ঠাকরে ৷

Last Updated : Apr 14, 2021, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.