কপুরথালা (পঞ্জাব), 19 ডিসেম্বর : স্বর্ণমন্দিরের মর্মান্তিক ঘটনার রেশ কাটতে না কাটতেই কার্যত একই ছবি দেখা গেল অমৃতসরের আরও একটি গুরুদ্বারে ৷ শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকা ‘নিশান সাহিব’-এর অসম্মান করার অভিযোগে এক যুবককে পিটিয়ে খুন করল উন্মত্ত জনতা (Second Lynching in Punjab) ৷ দ্বিতীয় এই ঘটনাটি ঘটে রবিবার সকালে ৷
আরও পড়ুন : Golden Temple Lynching : স্বর্ণমন্দিরে গণপিটুনিতে নিহত যুবক কে ? উত্তর খুঁজছে পুলিশ
ঘটনাটি ঘটে নিজামপুর নামে একটি গ্রামে ৷ বাসিন্দাদের দাবি, ওই যুবক নিশান সাহিবের পবিত্রতা নষ্ট করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ৷ কিন্তু, জনতা তাঁকে তাড়া করে ধরে ফেলে ৷ তারপর শুরু হয় গণপিটুনি ৷ প্রসঙ্গত, শনিবার সন্ধেয় ঠিক একই ঘটনা ঘটেছিল অমৃতসরের স্বর্ণমন্দিরে ৷ এক যুবক রেলিং টপকে পৌঁছে গিয়েছিলেন গুরু গ্রন্থ সাহিবের কাছে ৷ এই অভিযোগে তাঁকে বেধড়ক মারধর করেন উন্মত্ত ভক্তরা ৷ তার জেরে মৃত্যু হয় ওই যুবকের (Golden Temple Lynching) ৷
আরও পড়ুন : Desecrate Golden Temple: স্বর্ণমন্দিরে গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা, গণপিটুনিতে মৃত যুবক
একের পর এক এমন ঘটনা নিয়ে রাজনীতি শুরু হয়েছে ভোটমুখী পঞ্জাবে ৷ রাজনীতিকদের অনেকেই এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ৷ স্বর্ণমন্দিরের ঘটনার তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত ওই ঘটনায় নিহত যুবকের পরিচয় জানা যায়নি ৷ অথচ তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর ৷ বিষয়টি নিয়ে অমৃতসরের ডেপুটি কমিশনার, পুলিশ কমিশনার-সহ অন্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পঞ্জাবের উপমুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া ৷