ETV Bharat / bharat

Air India Flight Nuisance: বিমানে মহিলার গায়ে প্রস্রাব করায় অভিযুক্তকে ধরতে লুক আউট সার্কুলার জারি দিল্লি পুলিশের - দিল্লি মহিলা কমিশন

এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় অভিযুক্তের সন্ধানে লুক আউট সার্কুলার জারি করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তি এখন বেঙ্গালুরুতে রয়েছে বলে পুলিশ খবর পেয়েছে ৷

Air India Flight Nuisance
Air India Flight Nuisance
author img

By

Published : Jan 6, 2023, 7:19 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: এখনও অধরা এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি (Air India Flight Nuisance) ৷ বৃহস্পতিবারই ওই ব্যক্তির সন্ধানে মুম্বই রওনা দিয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police) দল ৷ শুক্রবার অবশ্য জানা গিয়েছে যে তিনি সম্ভবত বেঙ্গালুরুতে রয়েছেন ৷ তাই দ্রুত তাঁর সন্ধান পেতে লুক আউট সার্কুলার জারি করেছে পুলিশ ৷

একই সঙ্গে অভিযুক্তের পরিচয়ও সামনে এসেছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম শঙ্কর মিশ্র । তিনি মুম্বইয়ের বাসিন্দা ৷ তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্ট ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা এই নিয়ে টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে, বিমানের কর্মীদেরও কর্তব্যে গাফিলতির বিষয়টি ছিল ৷ সেই কারণে তদন্তে সংশ্লিষ্ট বিমানের 6 থেকে 8 জন কর্মীকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ (IGI Airport Police) ৷

  • Air India JFK-Delhi flight passenger urinating case | The last location of the accused passenger traced to Bengaluru. He's being searched using technical surveillance, LOC issued. Delhi Police have summoned 6-8 flight crew members incl pilots asking them to join probe: Sources

    — ANI (@ANI) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি 26 নভেম্বরের হলেও গত ডিসেম্বরের শেষে ওই থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দর থানাতেই অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে অবশ্য তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ ডিজিসিএ-ও তাদের নোটিশ পাঠিয়েছে ৷ বিমানের কর্মীদের ভূমিকা নিয়ে ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ৷ ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফে ডিজিসিএ-কে উত্তরও দেওয়া হয়েছে ৷

গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় ।

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

এদিকে এই নিয়ে আসরে নেমেছে দিল্লি মহিলা কমিশনও (DCW) ৷ কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) এই নিয়ে নোটিশ জারি করেছেন । দিল্লি পুলিশ, ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়াকে নোটিশ জারি করেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য়ও চেয়েছেন স্বাতী মালিওয়াল ৷ গত 6 ডিসেম্বর প্যারিস থেকে নয়াদিল্লির দিকে আসা এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ৷ সেই নিয়েও জবাব তলব করেছেন স্বাতী মালিওয়াল ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

নয়াদিল্লি, 6 জানুয়ারি: এখনও অধরা এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি (Air India Flight Nuisance) ৷ বৃহস্পতিবারই ওই ব্যক্তির সন্ধানে মুম্বই রওনা দিয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police) দল ৷ শুক্রবার অবশ্য জানা গিয়েছে যে তিনি সম্ভবত বেঙ্গালুরুতে রয়েছেন ৷ তাই দ্রুত তাঁর সন্ধান পেতে লুক আউট সার্কুলার জারি করেছে পুলিশ ৷

একই সঙ্গে অভিযুক্তের পরিচয়ও সামনে এসেছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম শঙ্কর মিশ্র । তিনি মুম্বইয়ের বাসিন্দা ৷ তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্ট ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা এই নিয়ে টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে, বিমানের কর্মীদেরও কর্তব্যে গাফিলতির বিষয়টি ছিল ৷ সেই কারণে তদন্তে সংশ্লিষ্ট বিমানের 6 থেকে 8 জন কর্মীকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ (IGI Airport Police) ৷

  • Air India JFK-Delhi flight passenger urinating case | The last location of the accused passenger traced to Bengaluru. He's being searched using technical surveillance, LOC issued. Delhi Police have summoned 6-8 flight crew members incl pilots asking them to join probe: Sources

    — ANI (@ANI) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি 26 নভেম্বরের হলেও গত ডিসেম্বরের শেষে ওই থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দর থানাতেই অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে অবশ্য তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ ডিজিসিএ-ও তাদের নোটিশ পাঠিয়েছে ৷ বিমানের কর্মীদের ভূমিকা নিয়ে ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ৷ ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফে ডিজিসিএ-কে উত্তরও দেওয়া হয়েছে ৷

গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় ।

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

এদিকে এই নিয়ে আসরে নেমেছে দিল্লি মহিলা কমিশনও (DCW) ৷ কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) এই নিয়ে নোটিশ জারি করেছেন । দিল্লি পুলিশ, ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়াকে নোটিশ জারি করেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য়ও চেয়েছেন স্বাতী মালিওয়াল ৷ গত 6 ডিসেম্বর প্যারিস থেকে নয়াদিল্লির দিকে আসা এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ৷ সেই নিয়েও জবাব তলব করেছেন স্বাতী মালিওয়াল ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.