ETV Bharat / bharat

Air India Flight Nuisance: বিমানে মহিলার গায়ে প্রস্রাব করায় অভিযুক্তকে ধরতে লুক আউট সার্কুলার জারি দিল্লি পুলিশের

এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে প্রস্রাব করে দেওয়ার ঘটনায় অভিযুক্তের সন্ধানে লুক আউট সার্কুলার জারি করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ মুম্বইয়ের বাসিন্দা ওই ব্যক্তি এখন বেঙ্গালুরুতে রয়েছে বলে পুলিশ খবর পেয়েছে ৷

Air India Flight Nuisance
Air India Flight Nuisance
author img

By

Published : Jan 6, 2023, 7:19 PM IST

নয়াদিল্লি, 6 জানুয়ারি: এখনও অধরা এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি (Air India Flight Nuisance) ৷ বৃহস্পতিবারই ওই ব্যক্তির সন্ধানে মুম্বই রওনা দিয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police) দল ৷ শুক্রবার অবশ্য জানা গিয়েছে যে তিনি সম্ভবত বেঙ্গালুরুতে রয়েছেন ৷ তাই দ্রুত তাঁর সন্ধান পেতে লুক আউট সার্কুলার জারি করেছে পুলিশ ৷

একই সঙ্গে অভিযুক্তের পরিচয়ও সামনে এসেছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম শঙ্কর মিশ্র । তিনি মুম্বইয়ের বাসিন্দা ৷ তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্ট ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা এই নিয়ে টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে, বিমানের কর্মীদেরও কর্তব্যে গাফিলতির বিষয়টি ছিল ৷ সেই কারণে তদন্তে সংশ্লিষ্ট বিমানের 6 থেকে 8 জন কর্মীকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ (IGI Airport Police) ৷

  • Air India JFK-Delhi flight passenger urinating case | The last location of the accused passenger traced to Bengaluru. He's being searched using technical surveillance, LOC issued. Delhi Police have summoned 6-8 flight crew members incl pilots asking them to join probe: Sources

    — ANI (@ANI) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি 26 নভেম্বরের হলেও গত ডিসেম্বরের শেষে ওই থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দর থানাতেই অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে অবশ্য তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ ডিজিসিএ-ও তাদের নোটিশ পাঠিয়েছে ৷ বিমানের কর্মীদের ভূমিকা নিয়ে ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ৷ ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফে ডিজিসিএ-কে উত্তরও দেওয়া হয়েছে ৷

গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় ।

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

এদিকে এই নিয়ে আসরে নেমেছে দিল্লি মহিলা কমিশনও (DCW) ৷ কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) এই নিয়ে নোটিশ জারি করেছেন । দিল্লি পুলিশ, ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়াকে নোটিশ জারি করেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য়ও চেয়েছেন স্বাতী মালিওয়াল ৷ গত 6 ডিসেম্বর প্যারিস থেকে নয়াদিল্লির দিকে আসা এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ৷ সেই নিয়েও জবাব তলব করেছেন স্বাতী মালিওয়াল ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

নয়াদিল্লি, 6 জানুয়ারি: এখনও অধরা এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করে দেওয়ায় অভিযুক্ত ব্যক্তি (Air India Flight Nuisance) ৷ বৃহস্পতিবারই ওই ব্যক্তির সন্ধানে মুম্বই রওনা দিয়েছিল দিল্লি পুলিশের (Delhi Police) দল ৷ শুক্রবার অবশ্য জানা গিয়েছে যে তিনি সম্ভবত বেঙ্গালুরুতে রয়েছেন ৷ তাই দ্রুত তাঁর সন্ধান পেতে লুক আউট সার্কুলার জারি করেছে পুলিশ ৷

একই সঙ্গে অভিযুক্তের পরিচয়ও সামনে এসেছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম শঙ্কর মিশ্র । তিনি মুম্বইয়ের বাসিন্দা ৷ তিনি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি আমেরিকান বহুজাতিক আর্থিক পরিষেবা সংস্থার ইন্ডিয়া চ্যাপ্টারের ভাইস-প্রেসিডেন্ট ৷ তাঁর মুম্বইয়ের বাড়ি এখন তালাবন্ধ অবস্থায় রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত 26 নভেম্বর নিউইয়র্ক থেকে নয়াদিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটে ৷ নির্যাতিতা এই নিয়ে টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন ৷ সেই অভিযোগে, বিমানের কর্মীদেরও কর্তব্যে গাফিলতির বিষয়টি ছিল ৷ সেই কারণে তদন্তে সংশ্লিষ্ট বিমানের 6 থেকে 8 জন কর্মীকে জিজ্ঞাসাবাদের তলব করেছে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর থানার পুলিশ (IGI Airport Police) ৷

  • Air India JFK-Delhi flight passenger urinating case | The last location of the accused passenger traced to Bengaluru. He's being searched using technical surveillance, LOC issued. Delhi Police have summoned 6-8 flight crew members incl pilots asking them to join probe: Sources

    — ANI (@ANI) January 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ঘটনাটি 26 নভেম্বরের হলেও গত ডিসেম্বরের শেষে ওই থানায় অভিযোগ দায়ের করে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ৷ আইজিআই বিমানবন্দর থানাতেই অভিযোগ দায়ের হয় ৷ এই নিয়ে অবশ্য তাঁদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ৷ ডিজিসিএ-ও তাদের নোটিশ পাঠিয়েছে ৷ বিমানের কর্মীদের ভূমিকা নিয়ে ডিজিসিএ (DGCA) ইতিমধ্যে প্রশ্ন তুলেছে ৷ ইতিমধ্যে এয়ার ইন্ডিয়ার তরফে ডিজিসিএ-কে উত্তরও দেওয়া হয়েছে ৷

গত 26 নভেম্বর একটি ফ্লাইট নিউইয়র্ক থেকে দিল্লি আসছিল । ঘটনাটি ঘটে লাঞ্চের পর ৷ সেই সময় একজন যাত্রী বিমানের মধ্যেই একজন বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করতে শুরু করেন । এতে তাঁর জামাকাপড়, জুতো ও ব্যাগ ভিজে যায় । নির্যাতিতা ক্রুর সদস্যদের কাছে এই বিষয়ে অভিযোগ করেছিলেন । অভিযোগ, তাঁরা বিষয়টিকে গুরুত্ব দেননি ৷ শুধু মহিলাকে আসন পরিবর্তনের পরামর্শ দেন ৷

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

অভিযোগ, পরে বৃদ্ধ মহিলাকে আবারও একই আসনে বসতে বলা হয়, যেখানে দুর্গন্ধ বের হচ্ছিল । ওই যাত্রীর অভিযোগ, বিজনেস ক্লাসে বেশি সিট খালি থাকলেও তাঁকে আবার একই আসনে বসতে বলা হয় । অভিযুক্ত যাত্রী দিল্লি বিমানবন্দরে নামার সময়ও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি এবং তাঁকে সহজে বাইরে যেতে দেওয়া হয় ।

DCW
দিল্লি মহিলা কমিশনের নোটিশ

এদিকে এই নিয়ে আসরে নেমেছে দিল্লি মহিলা কমিশনও (DCW) ৷ কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল (Swati Maliwal) এই নিয়ে নোটিশ জারি করেছেন । দিল্লি পুলিশ, ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়াকে নোটিশ জারি করেছেন তিনি ৷ এই নিয়ে বিস্তারিত তথ্য়ও চেয়েছেন স্বাতী মালিওয়াল ৷ গত 6 ডিসেম্বর প্যারিস থেকে নয়াদিল্লির দিকে আসা এয়ার ইন্ডিয়ার অন্য একটি বিমানেও একই ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ ৷ সেই নিয়েও জবাব তলব করেছেন স্বাতী মালিওয়াল ৷

আরও পড়ুন: বৃদ্ধার গায়ে প্রস্রাবের ঘটনার একমাস পর কেন অভিযোগ দায়ের, প্রশ্নের মুখে বিমান সংস্থা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.