ETV Bharat / bharat

SDRF Rescued Bodies : সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

author img

By

Published : Oct 24, 2021, 10:18 AM IST

বাগেশ্বর জেলার কপকোট ব্লকের সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে পাঁচ দেহ উদ্ধার করেছে এসডিআরএফের দল ৷ যদিও নিখোঁজ স্থানীয় এক গাইড সিংহ দানুর খোঁজ এখনও পায়নি উদ্ধারকারীরা ৷

SDRF Rescued Bodies
SDRF Rescued Bodies

বাগেশ্বর, 24 অক্টোবর : উত্তরাখণ্ডের হর্ষিল-চিতকুল ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এ রাজ্যের পাঁচজন পর্যটক ৷ তবে পাহাড়ের উপর দুর্গম পরিবেশে দেহগুলি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না ৷ অবশেষে আজ দেহগুলি উদ্ধার করতে পেরেছে উত্তরাখণ্ডের স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (SDRF) ৷ বাগেশ্বর জেলার কপকোট ব্লকের সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে পাঁচ দেহ উদ্ধার করেছে এসডিআরএফের দল ৷ যদিও নিখোঁজ স্থানীয় এক গাইড সিংহ দানুর খোঁজ এখনও পায়নি উদ্ধারকারীরা ৷

জানা গিয়েছে, গত 16 অক্টোবর পশ্চিমঙ্গের পাঁচজন পর্বত অভিযাত্রী, একজন স্থানীয় গাইড ও চারজন পোর্টার মিলে সুন্দর দুঙ্গা গ্লেসিয়ারের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ 20 অক্টোবর হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে ৷ প্রবল তুষারঝড়ের কবলে পড়ে দলটি ৷ ঝড়ের মধ্যে একে অপরের থেকে আলাদা হয়ে যান তাঁরা ৷ চারজন পোর্টার আহত হলেও কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফেরেন ৷ তবে গাইড সহ বাংলার পাঁচ ট্রেকারের খোঁজ পাওয়া যায়নি ৷ পরে জানা যায়, বাংলার ওই পাঁচ পর্বত অভিযাত্রীর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Injured Trekker Mithun : হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

যদিও খারাপ আবহাওয়ার কারণে দুর্গম এলাকা থেকে শবগুলি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না ৷ আজ দেহগুলি উদ্ধারে সফল হয়ে উদ্ধারকারী দল ৷ স্থানীয় গাইডের খোঁজ না পাওয়া গেলেও তিনি বেঁচে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ বেঁচে ফেরা এক পোর্টার জানিয়েছেন, এক গাইডের কাছে ওয়াকি টকি রয়েছে ৷ যার রেঞ্জ 5 কিলোমিটার ৷ ওয়াকি টকির মাধ্যমে 20 অক্টোবর বিকেলে দুর্ঘটনার খবর দেন ওই পোর্টার ৷ স্থানীয়রা এরপর প্রশাসনকে খবর দেয় ৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় আটকে পড়া 60 জনকে উদ্ধার করেছে এসডিআরএফ টিম ৷

দেহগুলি রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন ৷ এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথাবার্তা চলছে রাজ্যের ৷

বাগেশ্বর, 24 অক্টোবর : উত্তরাখণ্ডের হর্ষিল-চিতকুল ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এ রাজ্যের পাঁচজন পর্যটক ৷ তবে পাহাড়ের উপর দুর্গম পরিবেশে দেহগুলি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না ৷ অবশেষে আজ দেহগুলি উদ্ধার করতে পেরেছে উত্তরাখণ্ডের স্টেট ডিজ়াস্টার রেসপন্স ফোর্স (SDRF) ৷ বাগেশ্বর জেলার কপকোট ব্লকের সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে পাঁচ দেহ উদ্ধার করেছে এসডিআরএফের দল ৷ যদিও নিখোঁজ স্থানীয় এক গাইড সিংহ দানুর খোঁজ এখনও পায়নি উদ্ধারকারীরা ৷

জানা গিয়েছে, গত 16 অক্টোবর পশ্চিমঙ্গের পাঁচজন পর্বত অভিযাত্রী, একজন স্থানীয় গাইড ও চারজন পোর্টার মিলে সুন্দর দুঙ্গা গ্লেসিয়ারের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ 20 অক্টোবর হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করে ৷ প্রবল তুষারঝড়ের কবলে পড়ে দলটি ৷ ঝড়ের মধ্যে একে অপরের থেকে আলাদা হয়ে যান তাঁরা ৷ চারজন পোর্টার আহত হলেও কোনও রকমে প্রাণ বাঁচিয়ে ফেরেন ৷ তবে গাইড সহ বাংলার পাঁচ ট্রেকারের খোঁজ পাওয়া যায়নি ৷ পরে জানা যায়, বাংলার ওই পাঁচ পর্বত অভিযাত্রীর মৃত্যু হয়েছে ৷

আরও পড়ুন : Injured Trekker Mithun : হেলিকপ্টারের আওয়াজ শুনে বাঁচার আশা ফিরে পেলাম, বলছেন মিঠুন

যদিও খারাপ আবহাওয়ার কারণে দুর্গম এলাকা থেকে শবগুলি উদ্ধার করা সম্ভব হচ্ছিল না ৷ আজ দেহগুলি উদ্ধারে সফল হয়ে উদ্ধারকারী দল ৷ স্থানীয় গাইডের খোঁজ না পাওয়া গেলেও তিনি বেঁচে রয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ বেঁচে ফেরা এক পোর্টার জানিয়েছেন, এক গাইডের কাছে ওয়াকি টকি রয়েছে ৷ যার রেঞ্জ 5 কিলোমিটার ৷ ওয়াকি টকির মাধ্যমে 20 অক্টোবর বিকেলে দুর্ঘটনার খবর দেন ওই পোর্টার ৷ স্থানীয়রা এরপর প্রশাসনকে খবর দেয় ৷ এখনও পর্যন্ত দুর্ঘটনায় আটকে পড়া 60 জনকে উদ্ধার করেছে এসডিআরএফ টিম ৷

দেহগুলি রাজ্যে নিয়ে আসার ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন ৷ এই বিষয়ে উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথাবার্তা চলছে রাজ্যের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.