ETV Bharat / bharat

Bengal Tourist Body Rescued: 22 দিন পর মহাপন্থ থেকে উদ্ধার কেদারনাথগামী বাঙালি পর্যটকের দেহ - রুদ্রপ্রয়াগ

কেদারনাথ ধাম থেকে 10 কিলোমিটার দূরে মহাপন্থে আটকে পড়া বাঙালি পর্যটকের দেহ (Bengal Tourist Body Rescued) 22 দিন পর উদ্ধার করল এসডিআরএফ এবং ডিডিআরএফ (Rescue of tourist body from Mahapanth)। মরদেহ চারধাম হেলিপ্যাডে এনে সেখান থেকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয় ৷

sdrf-and-ddrf-team-rescued-body-of-Bengali tourist-in-mahapanth-of-rudraprayag
22 দিন পর মহাপন্থ থেকে কেদারনাথগামী বাঙালি পর্যটকের দেহ উদ্ধার
author img

By

Published : Nov 2, 2022, 3:36 PM IST

Updated : Nov 2, 2022, 5:45 PM IST

রুদ্রপ্রয়াগ, 2 নভেম্বর: কেদারনাথ ধাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মহাপন্থের কাছে আটকে পড়া এক বাঙালি পর্যটকের দেহ (Bengal Tourist Body Rescued) উদ্ধার করল এসডিআরএফ এবং ডিডিআরএফ-এর দল ৷ বুধবার সকালে তৃতীয়বারের মতো উদ্ধার অভিযানে যায় বায়ুসেনার হেলিকপ্টার ৷ মহাপন্থ (Rescue of tourist body from Mahapanth) থেকে ওই পর্যটকের দেহ উদ্ধার করা হয় । এরপর সেই দেহ আনা হয় চারধাম হেলিপ্যাডে । সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে (Rescue of body of tourist from West Bengal)।

গত মাসের 2 অক্টোবর, স্থানীয় কুলি এবং গাইড-সহ দশ সদস্যের পর্যটকদের একটি দল রান্সি-মানানা-কেদারনাথের পথে ট্রেক করে কেদারনাথ ধামের উদ্দেশে রওনা হয়েছিল । 4 অক্টোবর দলটি মহাপন্থের কাছে পৌঁছয় ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা 34 বছর বয়সি অলোক বিশ্বাস-সহ দুজন স্বাস্থ্যের কারণে মহাপন্থে আটকে পড়েছিলেন ৷ দলের আট সদস্য কেদারনাথে পৌঁছে জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগকে জানান যে, দুই পর্যটক আটকে রয়েছেন মহাপন্থে ।

9 অক্টোবর এসডিআরএফ-এর দল কেদারনাথ থেকে মহাপন্থ পর্যন্ত উদ্ধারকাজ শুরু করে ৷ কিন্তু হিমালয় অঞ্চলে অবিরাম তুষারপাতের কারণে উদ্ধারকারী দলটিকে ফিরে যেতে হয়েছিল । 10 অক্টোবর আবার উদ্ধারকাজ শুরু হলে, যখন উদ্ধারকারী দল মহাপন্থে পৌঁছয়, ততক্ষণে অলোক বিশ্বাস মারা গিয়েছেন ৷ তাঁর সঙ্গীর স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল ।

মহাপন্থ থেকে উদ্ধার কেদারনাথগামী বাঙালি পর্যটকের দেহ

আরও পড়ুন: সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

উদ্ধারকারী দল অসুস্থ পর্যটককে কেদারনাথে নিয়ে যায় । কিন্তু মহাপন্থে অতিরিক্ত তুষারপাতের কারণে অলোক বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করা যায়নি । এর পরে, মহাপন্থের জন্য ডিডিআরএফ এবং এসডিআরএফ বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে দুবার উদ্ধার অভিযান চালায় ৷ কিন্তু মহাপন্থে প্রবল তুষারপাতের কারণে বাহিনীর হেলিকপ্টার অবতরণ করতে পারেনি ।

দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, বুধবার সকালে দুটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয় । উদ্ধারকারী দল মহাপন্থে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে চারধাম হেলিপ্যাডে নিয়ে আসে । সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি জানান যে, উদ্ধারকারী দলে 4 জন এসডিআরএফ এবং 5 জন ডিডিআরএফ কর্মী রয়েছেন ।

রুদ্রপ্রয়াগ, 2 নভেম্বর: কেদারনাথ ধাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে মহাপন্থের কাছে আটকে পড়া এক বাঙালি পর্যটকের দেহ (Bengal Tourist Body Rescued) উদ্ধার করল এসডিআরএফ এবং ডিডিআরএফ-এর দল ৷ বুধবার সকালে তৃতীয়বারের মতো উদ্ধার অভিযানে যায় বায়ুসেনার হেলিকপ্টার ৷ মহাপন্থ (Rescue of tourist body from Mahapanth) থেকে ওই পর্যটকের দেহ উদ্ধার করা হয় । এরপর সেই দেহ আনা হয় চারধাম হেলিপ্যাডে । সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে (Rescue of body of tourist from West Bengal)।

গত মাসের 2 অক্টোবর, স্থানীয় কুলি এবং গাইড-সহ দশ সদস্যের পর্যটকদের একটি দল রান্সি-মানানা-কেদারনাথের পথে ট্রেক করে কেদারনাথ ধামের উদ্দেশে রওনা হয়েছিল । 4 অক্টোবর দলটি মহাপন্থের কাছে পৌঁছয় ৷ পশ্চিমবঙ্গের বাসিন্দা 34 বছর বয়সি অলোক বিশ্বাস-সহ দুজন স্বাস্থ্যের কারণে মহাপন্থে আটকে পড়েছিলেন ৷ দলের আট সদস্য কেদারনাথে পৌঁছে জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগকে জানান যে, দুই পর্যটক আটকে রয়েছেন মহাপন্থে ।

9 অক্টোবর এসডিআরএফ-এর দল কেদারনাথ থেকে মহাপন্থ পর্যন্ত উদ্ধারকাজ শুরু করে ৷ কিন্তু হিমালয় অঞ্চলে অবিরাম তুষারপাতের কারণে উদ্ধারকারী দলটিকে ফিরে যেতে হয়েছিল । 10 অক্টোবর আবার উদ্ধারকাজ শুরু হলে, যখন উদ্ধারকারী দল মহাপন্থে পৌঁছয়, ততক্ষণে অলোক বিশ্বাস মারা গিয়েছেন ৷ তাঁর সঙ্গীর স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল ।

মহাপন্থ থেকে উদ্ধার কেদারনাথগামী বাঙালি পর্যটকের দেহ

আরও পড়ুন: সুন্দর দুঙ্গা গ্লেসিয়ার থেকে বাংলার পাঁচ পর্যটকের দেহ উদ্ধার এসডিআরএফের

উদ্ধারকারী দল অসুস্থ পর্যটককে কেদারনাথে নিয়ে যায় । কিন্তু মহাপন্থে অতিরিক্ত তুষারপাতের কারণে অলোক বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করা যায়নি । এর পরে, মহাপন্থের জন্য ডিডিআরএফ এবং এসডিআরএফ বায়ুসেনার হেলিকপ্টারের সাহায্যে দুবার উদ্ধার অভিযান চালায় ৷ কিন্তু মহাপন্থে প্রবল তুষারপাতের কারণে বাহিনীর হেলিকপ্টার অবতরণ করতে পারেনি ।

দুর্যোগ মোকাবিলা দফতরের আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানিয়েছেন, বুধবার সকালে দুটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধারকাজ শুরু হয় । উদ্ধারকারী দল মহাপন্থে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে চারধাম হেলিপ্যাডে নিয়ে আসে । সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি জানান যে, উদ্ধারকারী দলে 4 জন এসডিআরএফ এবং 5 জন ডিডিআরএফ কর্মী রয়েছেন ।

Last Updated : Nov 2, 2022, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.