ইম্ফল, 31 অক্টোবর: উপজাতীয় জঙ্গিদের গুলিতে মঙ্গলবার মোরেহ-র এসডিপিও নিহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মণিপুরের টেংনুপাল জেলার মোরেহে-তে ঘটনাটি ঘটেছে ৷ নিহতের নাম চিংথাম আনন্দ ৷ তিনি কুকি-জো সম্প্রদায়ের লোকদের অধ্যুষিত সীমান্ত শহরে ইস্টার্ন গ্রাউন্ডে নবনির্মিত হেলিপ্যাড পরিদর্শন করছিলেন ৷ সেই সময় পুলিশের উপর গুলি চালায় জঙ্গিরা ৷ সেই সময়ই গুলিবিদ্ধ হন তিনি ৷ এসডিপিও-কে প্রথমে মোরেহে-র একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৷ এদিকে ওই এলাকায় জঙ্গিদের ধরতে এলাকায় অভিযান শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে ।
উল্লেখ্য, সীমান্ত শহর মোরেহে থেকে সম্প্রতি বাহিনী সরানোর দাবি তুলেছিল বেশ কিছু নাগরিক সমাজের সংগঠন ৷ তার কয়েক সপ্তাহের মধ্য়েই এই ঘটনা ঘটল ৷ এ দিকে মণিপুর পুলিশ কয়েক দিনে 10 জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে ৷ তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভারতে অনুপ্রবেশ করেছে ৷ তার পর সেখান থেকে মেইতেইদের পরিত্য়ক্ত বাসস্থান থেকে আসবাবপত্র ও অন্য জিনিস চুরি করছিল ৷
এর আগে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছিলেন যে মোরেহ শহরে রাজ্য পুলিশ এবং কমান্ডোদের মোতায়েনের বিরুদ্ধে কিছু নির্দিষ্ট সংগঠন যখন প্রতিবাদ করছিল, তখনই ওই চুরির ঘটনা ঘটে ৷ তবে সেই সময় তিনজনকে গ্রেফতারের খবর পাওয়া যায় ৷
গত 3 মে মণিপুরে হিংসার ঘটনা শুরু হওয়ার পর থেকে 180 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন ৷ এই গত কয়েকমাস জাতীয় রাজনীতিও উত্তাল হয়েছে ৷ সংসদেও সরব হয়েছে বিরোধীরা ৷ মূলত, মেইতেই-দের তফসিলি উপজাতি দেওয়া সংক্রান্ত বিষয় ঘিরেই উত্তাল হয় উত্তর পূর্ব ভারতের এই রাজ্য ৷
আরও পড়ুন: কুকিদের জন্য পৃথক কেন্দ্রশাসিত এলাকার দাবি, খতিয়ে দেখছে স্বরাষ্ট্রমন্ত্রক