ETV Bharat / bharat

School Teacher Suspend : স্কুলের হোয়াটঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি পোস্ট, বহিষ্কার শিক্ষক - Indecent Pictures in Students Online Group

প্রাথমিক স্কুলের পড়ুয়াদের অনলাইন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি পোস্ট করলেন শিক্ষক (School Teacher Posts Indecent Pictures in Students Online Group) ৷ মধ্যপ্রদেশে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করলেন জেলা শিক্ষা আধিকারিক (School Teacher Suspend) ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

school-teacher-suspend-for-posts-indecent-pictures-in-students-online-group
school-teacher-suspend-for-posts-indecent-pictures-in-students-online-group
author img

By

Published : Jan 18, 2022, 11:16 AM IST

শেওপুর (মধ্যপ্রদেশ), 18 জানুয়ারি : স্কুলের অনলাইন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ শিক্ষকের (School Teacher Posts Indecent Pictures in Students Online Group) বিরুদ্ধে ৷ আর সেই অভিযোগে ওই স্কুল শিক্ষককে বহিষ্কার করা হল ৷ মধ্যপ্রদেশের শেওপুর জেলার কিলার একটি প্রাথমিক স্কুলের ঘটনা ৷ হোয়াটঅ্যাপ গ্রুপে থাকা অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানান ৷ এর পর বিষয়টি জেলা শিক্ষা আধিকারিকের কাছেও জানানো হয় ৷ ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ শিক্ষা দফতর (School Teacher Suspend) ৷

জানা গিয়েছে, সোমবার সকালে কিলার ওই প্রাথমিক স্কুলের শিক্ষক ইনসাফ মহম্মদ অনলাইন ক্লাসের জন্য তৈরি হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ছবি পাঠান ৷ অভিযোগ ছবিটি খুবই অশালীন এবং আপত্তিকর ছিল (Indecent Pictures in Students Online Group) ৷ বিষয়টি ওই গ্রুপে থাকা অভিভাবকদের নজরে আসতেই, তাঁরা প্রতিবাদ জানান ৷ গ্রুপে থাকা স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি নিয়ে আপত্তি তোলেন ৷ এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগও জানানো হয়েছিল ৷

আও পড়ুন : Malda : শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

এই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিক জানান, ওই শিক্ষককে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেসের আচরণবিধি সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ এসেছে ৷ ফলে পুরো ঘটনায় তদন্ত হবে ৷ সেই তদন্তে দোষী প্রমাণিত হলে আজীবনের মতো চাকরি খোয়াতে পারেন অভিযুক্ত স্কুল শিক্ষক ৷

শেওপুর (মধ্যপ্রদেশ), 18 জানুয়ারি : স্কুলের অনলাইন ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ শিক্ষকের (School Teacher Posts Indecent Pictures in Students Online Group) বিরুদ্ধে ৷ আর সেই অভিযোগে ওই স্কুল শিক্ষককে বহিষ্কার করা হল ৷ মধ্যপ্রদেশের শেওপুর জেলার কিলার একটি প্রাথমিক স্কুলের ঘটনা ৷ হোয়াটঅ্যাপ গ্রুপে থাকা অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানান ৷ এর পর বিষয়টি জেলা শিক্ষা আধিকারিকের কাছেও জানানো হয় ৷ ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রদেশ শিক্ষা দফতর (School Teacher Suspend) ৷

জানা গিয়েছে, সোমবার সকালে কিলার ওই প্রাথমিক স্কুলের শিক্ষক ইনসাফ মহম্মদ অনলাইন ক্লাসের জন্য তৈরি হওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ছবি পাঠান ৷ অভিযোগ ছবিটি খুবই অশালীন এবং আপত্তিকর ছিল (Indecent Pictures in Students Online Group) ৷ বিষয়টি ওই গ্রুপে থাকা অভিভাবকদের নজরে আসতেই, তাঁরা প্রতিবাদ জানান ৷ গ্রুপে থাকা স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও বিষয়টি নিয়ে আপত্তি তোলেন ৷ এ নিয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগও জানানো হয়েছিল ৷

আও পড়ুন : Malda : শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

এই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিক জানান, ওই শিক্ষককে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে মধ্যপ্রদেশ সিভিল সার্ভিসেসের আচরণবিধি সংক্রান্ত আইন ভাঙার অভিযোগ এসেছে ৷ ফলে পুরো ঘটনায় তদন্ত হবে ৷ সেই তদন্তে দোষী প্রমাণিত হলে আজীবনের মতো চাকরি খোয়াতে পারেন অভিযুক্ত স্কুল শিক্ষক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.