ETV Bharat / bharat

School Teacher Removed from Service: দুই সন্তান নীতি না মানায় মধ্যপ্রদেশে চাকরি গেল শিক্ষকের - মধ্যপ্রদেশে চাকরি গেল শিক্ষকের

School Teacher Removed from Service in MP: তিন সন্তান থাকলে সরকারি চাকরি মেলে না মধ্যপ্রদেশে ৷ সেই নীতি লঙ্ঘন করে চাকরি পাওয়ায় এক শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়া হল ওই রাজ্য়ে ৷

School Teacher Removed from Service
School Teacher Removed from Service
author img

By

Published : Aug 8, 2023, 12:52 PM IST

ভিন্ড, 8 অগস্ট: দুই সন্তান নীতি লঙ্ঘন করায় চাকরি গেল মধ্যপ্রদেশের এক শিক্ষকের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ৷ মঙ্গলবার সরকারি তরফে এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি পাওয়ার পর তাঁর তিন সন্তান থাকার খবর লুকিয়ে গিয়েছিলেন ৷

ওই শিক্ষকের নাম গণেশ প্রসাদ শর্মা ৷ তিনি চলতি বছরের মার্চ মাসে ভিন্ড জেলার সিএম রাইজ স্কুলে শিক্ষকতার চাকরি পান ৷ পরে অভিযোগ আসে যে ওই শিক্ষক সরকারের দুই সন্তান নীতি লঙ্ঘন করে চাকরি পেয়েছেন ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর গত 2 অগস্ট তাঁকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই নির্দেশ জারি করেন স্কুলশিক্ষা দফতরের পাবলিক ইনস্ট্রাকশনস বিভাগের জয়েন্ট ডিরেক্টর ৷

ওই শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়ার এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন সিএম রাইজ স্কুলের প্রিন্সিপ্যাল টিকাম সিং ৷ তিনি জানান, মধ্যপ্রদেশ সরকারের নিয়ম অনুযায়ী 2001 সালের 26 জানুয়ারির পর যাঁদের তৃতীয় সন্তানের জন্ম হয়েছে, তাঁরা সরকারি চাকরি পাবেন না বা থাকতে পারবেন না ৷ এই নিয়ে নির্দেশিকাও জারি করা আছে মধ্যপ্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা জিএডি-র তরফে ৷ সেই নির্দেশিকার বলেই ওই শিক্ষকের চাকরি গিয়েছে ৷

আরও পড়ুন: মুম্বইয়ের দাদর স্টেশনে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেফতার যুবক

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এই দুই সন্তান নীতি তৈরি হয় 2001 সালে ৷ সেই সময় ওই রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকার ছিল ৷ সেই সময় কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেই সময় থেকেই সরকারি চাকরির ক্ষেত্রে এই নীতি নিয়ে চলছে ৷ ফলে মনে করা হচ্ছে যে ওই শিক্ষক চাকরি পাওয়ার জন্যই তৃতীয় সন্তানের তথ্য লুকিয়ে রাখেন ৷ যা পরে অভিযোগের ভিত্তিতে স্কুলশিক্ষা দফতরের তদন্তে উঠে আসে ৷ যার জন্য শেষপর্যন্ত চাকরি হারাতে হল গণেশ প্রসাদ শর্মাকে ৷

ভিন্ড, 8 অগস্ট: দুই সন্তান নীতি লঙ্ঘন করায় চাকরি গেল মধ্যপ্রদেশের এক শিক্ষকের ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় ৷ মঙ্গলবার সরকারি তরফে এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি চাকরি পাওয়ার পর তাঁর তিন সন্তান থাকার খবর লুকিয়ে গিয়েছিলেন ৷

ওই শিক্ষকের নাম গণেশ প্রসাদ শর্মা ৷ তিনি চলতি বছরের মার্চ মাসে ভিন্ড জেলার সিএম রাইজ স্কুলে শিক্ষকতার চাকরি পান ৷ পরে অভিযোগ আসে যে ওই শিক্ষক সরকারের দুই সন্তান নীতি লঙ্ঘন করে চাকরি পেয়েছেন ৷ সেই অভিযোগ খতিয়ে দেখার পর গত 2 অগস্ট তাঁকে চাকরি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এই নির্দেশ জারি করেন স্কুলশিক্ষা দফতরের পাবলিক ইনস্ট্রাকশনস বিভাগের জয়েন্ট ডিরেক্টর ৷

ওই শিক্ষককে চাকরি থেকে সরিয়ে দেওয়ার এই বিষয়টি প্রকাশ্যে এনেছেন সিএম রাইজ স্কুলের প্রিন্সিপ্যাল টিকাম সিং ৷ তিনি জানান, মধ্যপ্রদেশ সরকারের নিয়ম অনুযায়ী 2001 সালের 26 জানুয়ারির পর যাঁদের তৃতীয় সন্তানের জন্ম হয়েছে, তাঁরা সরকারি চাকরি পাবেন না বা থাকতে পারবেন না ৷ এই নিয়ে নির্দেশিকাও জারি করা আছে মধ্যপ্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট বা জিএডি-র তরফে ৷ সেই নির্দেশিকার বলেই ওই শিক্ষকের চাকরি গিয়েছে ৷

আরও পড়ুন: মুম্বইয়ের দাদর স্টেশনে চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেফতার যুবক

প্রসঙ্গত, মধ্যপ্রদেশে এই দুই সন্তান নীতি তৈরি হয় 2001 সালে ৷ সেই সময় ওই রাজ্যে কংগ্রেস পরিচালিত সরকার ছিল ৷ সেই সময় কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং ছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেই সময় থেকেই সরকারি চাকরির ক্ষেত্রে এই নীতি নিয়ে চলছে ৷ ফলে মনে করা হচ্ছে যে ওই শিক্ষক চাকরি পাওয়ার জন্যই তৃতীয় সন্তানের তথ্য লুকিয়ে রাখেন ৷ যা পরে অভিযোগের ভিত্তিতে স্কুলশিক্ষা দফতরের তদন্তে উঠে আসে ৷ যার জন্য শেষপর্যন্ত চাকরি হারাতে হল গণেশ প্রসাদ শর্মাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.