ETV Bharat / bharat

SC on Wrestlers Plea: সুপ্রিম কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের মামলার শুনানি আজ - SC on Wrestlers Plea

ব্রিজভূষণ শরণের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন দেশের সেরা কুস্তিগীররা ৷ আজ তার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে ৷

ETV Bharat
সুপ্রিম কোর্টে ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগীরদের মামলার শুনানি আজ
author img

By

Published : Apr 28, 2023, 12:05 PM IST

নয়াদিল্লি, 28 এপ্রিল: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WBFI) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জরুরি শুনানি চেয়েছিলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা ৷ শুক্রবার তাঁদের এই আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট ৷ চলতি সপ্তাহের শুরুর দিকে ভিনেশ ফোগত, বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের নেতৃত্বে প্রতিবাদী কুস্তিগীররা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সালের প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করে জরুরি শুনানির জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ৷

তাঁদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চের আগে দিল্লি পুলিশকে একটি নোটিশ পাঠিয়ে জানায় যে, অভিযোগগুলি গুরুতর ৷ তাই যথাযথ শুনানি হওয়া প্রয়োজন ৷ অন্যদিকে, দিল্লি পুলিশ এফআইয়ার দায়ের করার আগে প্রাথমিক তদন্ত করতে চায় ৷

দিল্লি পুলিশের পক্ষে হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে বলেছেন, বিচারপতিদের নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করতে প্রস্তুত ৷ দেশের প্রধান বিচারপতি জানান, এই মামলায় একজন নাবালক জড়িত তাই শুনানি জরুরি ৷ তিনি বলেন,"কোনও বিষয়ের মধ্যে কিছু উপাদান না থাকলে আমরাও কিছু করি না ৷ যা আপনাদের বক্তব্য আছে তা শুক্রবারই বলবেন ৷ এতে একজন নাবালক জড়িত ৷" এদিকে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করতে দেরি করায় কুস্তিগীররা রাজধানীর যন্তরমন্তরে তাঁদের দ্বিতীয় দফার প্রতিবাদ শুরু করেছে ৷ তাঁরা সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটির প্রতিবেদনের ফলাফল প্রকাশের দাবি করেছে ৷

বছরের শুরুতেই সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন কুস্তিগীররা ৷ তবে তাঁরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত করা হবে বলে আশ্বাস পেয়ে কিছুটা শান্ত হয়েছিলেন ৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সভাপতি পিটি ঊষার সভাপতিত্বে পরবর্তীকালে একটি কমিটি গঠন করা হয় ৷ যদিও বৃহস্পতিবার পিটি ঊষা তাঁর বিবৃতি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন যে কুস্তিগীররা দিল্লির রাস্তায় প্রতিবাদ করা 'শৃঙ্খলাহীন' ৷ তাঁরা দেশের ভাবমূর্তি নষ্ট করছে ও কলঙ্ক তৈরি করছে ৷ এদিকে ব্রিজভূষণ শরণ সিং বলছেন তিনি যে নির্দোষ তা প্রমাণের লড়াইয়ের জন্য প্রস্তুত ৷

আরও পড়ুন : যন্তর মন্তরে শরীরচর্চা-কুস্তির অনুশীলন আন্দোলনকারী কুস্তিগীরদের

নয়াদিল্লি, 28 এপ্রিল: রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (WBFI) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জরুরি শুনানি চেয়েছিলেন দেশের প্রথম সারির কুস্তিগীররা ৷ শুক্রবার তাঁদের এই আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট ৷ চলতি সপ্তাহের শুরুর দিকে ভিনেশ ফোগত, বজরং পুনিয়া ও সাক্ষী মালিকের নেতৃত্বে প্রতিবাদী কুস্তিগীররা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সালের প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করে জরুরি শুনানির জন্য দেশের শীর্ষ আদালতে আবেদন করেছিলেন ৷

তাঁদের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চের আগে দিল্লি পুলিশকে একটি নোটিশ পাঠিয়ে জানায় যে, অভিযোগগুলি গুরুতর ৷ তাই যথাযথ শুনানি হওয়া প্রয়োজন ৷ অন্যদিকে, দিল্লি পুলিশ এফআইয়ার দায়ের করার আগে প্রাথমিক তদন্ত করতে চায় ৷

দিল্লি পুলিশের পক্ষে হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহেতা আদালতে বলেছেন, বিচারপতিদের নির্দেশে পুলিশ এফআইআর দায়ের করতে প্রস্তুত ৷ দেশের প্রধান বিচারপতি জানান, এই মামলায় একজন নাবালক জড়িত তাই শুনানি জরুরি ৷ তিনি বলেন,"কোনও বিষয়ের মধ্যে কিছু উপাদান না থাকলে আমরাও কিছু করি না ৷ যা আপনাদের বক্তব্য আছে তা শুক্রবারই বলবেন ৷ এতে একজন নাবালক জড়িত ৷" এদিকে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করতে দেরি করায় কুস্তিগীররা রাজধানীর যন্তরমন্তরে তাঁদের দ্বিতীয় দফার প্রতিবাদ শুরু করেছে ৷ তাঁরা সিংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটির প্রতিবেদনের ফলাফল প্রকাশের দাবি করেছে ৷

বছরের শুরুতেই সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন কুস্তিগীররা ৷ তবে তাঁরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত করা হবে বলে আশ্বাস পেয়ে কিছুটা শান্ত হয়েছিলেন ৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) সভাপতি পিটি ঊষার সভাপতিত্বে পরবর্তীকালে একটি কমিটি গঠন করা হয় ৷ যদিও বৃহস্পতিবার পিটি ঊষা তাঁর বিবৃতি দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন যে কুস্তিগীররা দিল্লির রাস্তায় প্রতিবাদ করা 'শৃঙ্খলাহীন' ৷ তাঁরা দেশের ভাবমূর্তি নষ্ট করছে ও কলঙ্ক তৈরি করছে ৷ এদিকে ব্রিজভূষণ শরণ সিং বলছেন তিনি যে নির্দোষ তা প্রমাণের লড়াইয়ের জন্য প্রস্তুত ৷

আরও পড়ুন : যন্তর মন্তরে শরীরচর্চা-কুস্তির অনুশীলন আন্দোলনকারী কুস্তিগীরদের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.