ETV Bharat / bharat

Elgar Parishad-Maoist Link Case: এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় শুক্রবার সুপ্রিম শুনানি - দেশের সর্বোচ্চ ন্যায়ালয়

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ নভলাখার পক্ষের সিনিয়র আইনজীবী নিত্য রামকৃষ্ণানের আর্জি মেনে নিয়েছে (SC on Elgar Parishad-Maoist Link Case) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 17, 2022, 6:34 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর: সমাজকর্মী গৌতম নভলাখার আবেদনের শুনানিতে সম্মত হল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় (Supreme Court of India) । এর আগে এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও গৃহবন্দি করা হয়নি গৌতমকে (SC to hear plea in Elgar Parishad-Maoist link case) ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ নভলাখার পক্ষের সিনিয়র আইনজীবী নিত্য রামকৃষ্ণানের আর্জি মেনে নিয়েছে । রামকৃষ্ণান জানিয়েছেন, স্বাস্থ্যের অবনতির কারণে নভখালাকে নভি মুম্বইয়ের তালোজা কারাগার থেকে গৃহবন্দিতে স্থানান্তর করার নির্দেশিকা কায়েম করা যায়নি (SC on Elgar Parishad-Maoist Link Case) ।

অন্যদিকে, এনআইএ-র পক্ষে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা জানিয়েছেন, অভিযুক্ত তাঁর বাড়ির ঠিকানা দেওয়ার পরিবর্তে কমিউনিস্ট পার্টির লাইব্রেরি-কাম-অফিসের ঠিকানা দিয়েছেন । পালটা রামকৃষ্ণানের দাবি, "কমিউনিস্ট পার্টি একটি নিষিদ্ধ সংগঠন নয় । নিজের বাড়ির পরিবর্তে তাদের অফিস ব্যবহার করতে চাওয়ায় বেআইনি কিছুই নেই ।" সলিসিটর জেনারেল জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও একটি আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে । দু'পক্ষের আবেদনই একসঙ্গে তালিকাভুক্ত করা যেতে পারে ।

আরও পড়ুন: জোর করে ধর্মান্তকরণ অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 17 নভেম্বর: সমাজকর্মী গৌতম নভলাখার আবেদনের শুনানিতে সম্মত হল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় (Supreme Court of India) । এর আগে এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় শীর্ষ আদালতের নির্দেশ সত্ত্বেও গৃহবন্দি করা হয়নি গৌতমকে (SC to hear plea in Elgar Parishad-Maoist link case) ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ নভলাখার পক্ষের সিনিয়র আইনজীবী নিত্য রামকৃষ্ণানের আর্জি মেনে নিয়েছে । রামকৃষ্ণান জানিয়েছেন, স্বাস্থ্যের অবনতির কারণে নভখালাকে নভি মুম্বইয়ের তালোজা কারাগার থেকে গৃহবন্দিতে স্থানান্তর করার নির্দেশিকা কায়েম করা যায়নি (SC on Elgar Parishad-Maoist Link Case) ।

অন্যদিকে, এনআইএ-র পক্ষে সলিসিটর জেনারেল (এসজি) তুষার মেহতা জানিয়েছেন, অভিযুক্ত তাঁর বাড়ির ঠিকানা দেওয়ার পরিবর্তে কমিউনিস্ট পার্টির লাইব্রেরি-কাম-অফিসের ঠিকানা দিয়েছেন । পালটা রামকৃষ্ণানের দাবি, "কমিউনিস্ট পার্টি একটি নিষিদ্ধ সংগঠন নয় । নিজের বাড়ির পরিবর্তে তাদের অফিস ব্যবহার করতে চাওয়ায় বেআইনি কিছুই নেই ।" সলিসিটর জেনারেল জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও একটি আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে । দু'পক্ষের আবেদনই একসঙ্গে তালিকাভুক্ত করা যেতে পারে ।

আরও পড়ুন: জোর করে ধর্মান্তকরণ অত্যন্ত গুরুতর বিষয়, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.