নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: কার্গিল অঞ্চলে লাদাখের স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের (এলএএইচডিসি) নির্বাচনের বিজ্ঞপ্তি বাতিল করল সুপ্রিম কোর্ট ৷ 10 সেপ্টেম্বর এই নির্বাচন হওয়ার কথা ছিল । সর্বোচ্চ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ 1 সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার রায়দান স্থগিত রেখেছিল ৷ বুধবার অর্থাৎ আজ তার রায় ঘোষণা করা হয়েছে । শীর্ষ আদালত বলেছে, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) লাঙল প্রতীকের অধিকারী । এক সপ্তাহের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি জারি করতে হবে ।
জেকেএনসি'র লাঙল প্রতীকের বিরোধিতা করে তা বাতিলের দাবিতে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ শীর্ষ আদালতে একটি পিটিশন দায়ের করেছিল ৷ সেই আবেদনটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট । শীর্ষ আদালত বলেছে, লাদাখ প্রশাসনের তরফে জারি করা সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বাতিল করা হল ৷ এই নির্দেশের বিশদ অনুলিপি দিনের শেষে আপলোড করা হবে ৷
জেকেএনসি মামলা হল লাঙল প্রতীকটি সংরক্ষণ নিয়ে ৷ জেকেএনসি দাবি করে, লাঙল প্রতীকটি তাদের ৷ জেকেএনসি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে জম্মু ও কাশ্মীরের একটি রাজ্য দল হিসেবে স্বীকৃত। লাঙল প্রতীকটি নিয়ে ইউটি লাদাখের পক্ষে আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে জেকেএনসি লাদাখে স্বীকৃত রাষ্ট্রীয় দল নয়, তাই এটি সংরক্ষিত প্রতীকের উপর অর্পিত অধিকার দাবি করতে পারে না ।
আরও পড়ুন: 370 ধারা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ এই দাবিতে করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে
এর আগে শুক্রবার সুপ্রিম কোর্ট সংরক্ষিত লাঙল প্রতীকে কার্গিলের আসন্ন স্থানীয় নির্বাচনে জেকেএনসিপিকে লড়াই করা থেকে বিরত রাখার জন্য লাদাখ প্রশাসনের দায়ের করা একটি আবেদনের উপর রায় স্থগিত রাখে। বিচারপতি বিক্রম নাথ এবং আহসানউদ্দিন আমানুল্লাহর বেঞ্চ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন এবং রাজনৈতিক দলগুলির প্রতিনিধিত্বকারী আইনজীবীদের পক্ষে যুক্তির শুনানি শেষ করেন । অতিরিক্ত সলিসিটর জেনারেল কেএম নটরাজ, লাদাখ প্রশাসন এবং পোল প্যানেলের পক্ষে আদালতে উপস্থিত হয়ে বলেছেন, 1968 সালের নির্বাচনী প্রতীক নির্দেশ অনুযায়ী, লাঙল প্রতীক বিধানসভা এবং সংসদীয় নির্বাচনের জন্য প্রযোজ্য, স্থানীয় সংস্থা নির্বাচনের জন্য নয় ।