ETV Bharat / bharat

প্রশান্ত কিশোর কী ভাবে অমরিন্দর সিংয়ের পরামর্শদাতা, জানতে চাইল সুপ্রিম কোর্ট

এ বছরের মার্চে নিজের প্রধান পরামর্শদাতা হিসেবে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ একজন ভোট-কৌশলী কী করে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা হতে পারেন, সরকারের এই সিদ্ধান্তের মান্যতা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ পঞ্জাব-হরিয়ানা হাইকোর্ট এই আবেদন খারিজ করলেও, সুপ্রিম কোর্ট পঞ্জাব সরকারের কাছ থেকে বিষয়টি জানতে চেয়েছে ৷

ভোট কৌশলী প্রশান্ত কিশোর
ভোট কৌশলী প্রশান্ত কিশোর
author img

By

Published : May 10, 2021, 12:04 PM IST

নিউ দিল্লি, 10 মে: পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই বছর মার্চে প্রশান্ত কিশোরকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন, যা তাঁর মন্ত্রিসভার যে কোনও মন্ত্রীপদের সমমর্যাদার ৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বালতেজ সিং সিধু-সহ বেশ কিছু আইনজীবী ৷ সেই আবেদন খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ এর পর সেই খারিজ করা আবেদনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা ৷ এই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পঞ্জাব সরকারের কাছ থেকে বিষয়টি জানতে চাইল ৷

আরো পড়ুন: দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

প্রশান্ত কিশোর বিতর্ক-

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, হেমন্ত গুপ্তা উল্লেখ করেছেন যে, আবেদনকারীরা জানিয়েছেন প্রশান্ত কিশোর বিভিন্ন রাজ্যে ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন ৷ এমনকি 2017-য় পঞ্জাবের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন ৷ তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতার পদ দেওয়াটা যে কোনও মন্ত্রীর সমমর্যাদার ৷ তাই তাঁকে জনসাধারণের টাকায় এই পদে নিয়োগ করাটা বেআইনি ৷

সরকারের প্রয়োজন হলে যে কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে পারে ৷ সরকারের এই আদেশের মান্যতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এটা এক ধরনের প্রতারণা ৷ এমনকি তাঁর নিয়োগ নিয়ে কোনও বিজ্ঞাপনও দেওয়া হয়নি সরকারের তরফে ৷ এটা সংবিধানের 14 ও 16 নং ধারা লঙ্ঘন করছে ৷

হাইকোর্টের বক্তব্য-

এই আবেদন খারিজ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত প্রতিনিধি ৷ তিনি নাগরিকদের ভালো রাখার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন ৷ পরামর্শদাতা হিসেবে কাউকে নিয়োগ করার স্বাধীনতাও রয়েছে তাঁর ৷

দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, গ্রীষ্মের ছুটির পর এই মামলার নোটিস দেওয়া হবে ৷

উল্লেখ্য, এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট-কৌশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর ৷ রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নিউ দিল্লি, 10 মে: পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই বছর মার্চে প্রশান্ত কিশোরকে প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন, যা তাঁর মন্ত্রিসভার যে কোনও মন্ত্রীপদের সমমর্যাদার ৷ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন বালতেজ সিং সিধু-সহ বেশ কিছু আইনজীবী ৷ সেই আবেদন খারিজ করে দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ৷ এর পর সেই খারিজ করা আবেদনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আবেদনকারীরা ৷ এই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্ট পঞ্জাব সরকারের কাছ থেকে বিষয়টি জানতে চাইল ৷

আরো পড়ুন: দু'দিনের ব্যবধানে দিল্লিতে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম

প্রশান্ত কিশোর বিতর্ক-

বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, হেমন্ত গুপ্তা উল্লেখ করেছেন যে, আবেদনকারীরা জানিয়েছেন প্রশান্ত কিশোর বিভিন্ন রাজ্যে ভোট কৌশলী হিসেবে কাজ করেছেন ৷ এমনকি 2017-য় পঞ্জাবের বিধানসভা নির্বাচনে তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন ৷ তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতার পদ দেওয়াটা যে কোনও মন্ত্রীর সমমর্যাদার ৷ তাই তাঁকে জনসাধারণের টাকায় এই পদে নিয়োগ করাটা বেআইনি ৷

সরকারের প্রয়োজন হলে যে কোনো নির্দিষ্ট বিশেষজ্ঞকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ করতে পারে ৷ সরকারের এই আদেশের মান্যতা নিয়ে প্রশ্ন উঠছে ৷ এটা এক ধরনের প্রতারণা ৷ এমনকি তাঁর নিয়োগ নিয়ে কোনও বিজ্ঞাপনও দেওয়া হয়নি সরকারের তরফে ৷ এটা সংবিধানের 14 ও 16 নং ধারা লঙ্ঘন করছে ৷

হাইকোর্টের বক্তব্য-

এই আবেদন খারিজ করে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট জানায়, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত প্রতিনিধি ৷ তিনি নাগরিকদের ভালো রাখার জন্য নানাবিধ ব্যবস্থা গ্রহণ করতে পারেন ৷ পরামর্শদাতা হিসেবে কাউকে নিয়োগ করার স্বাধীনতাও রয়েছে তাঁর ৷

দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, গ্রীষ্মের ছুটির পর এই মামলার নোটিস দেওয়া হবে ৷

উল্লেখ্য, এ বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভোট-কৌশলী হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর ৷ রাজ্যে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল ৷ তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.