ETV Bharat / bharat

Teesta Setalvad: পরবর্তী শুনানি পর্যন্ত বাড়ল তিস্তা সেতলওয়াড়ের অন্তর্বর্তী জামিনের সময়সীমা - Gujarat Riots Case

গুজরাত দাঙ্গা মামলায় অভিযুক্ত সমাজকর্মী তিস্তা সেতলওয়াড়ের জামিনের মামলায় এবার রাজ্য সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট ৷ 19 জুলাই সরকার পক্ষের জবাব-সহ বাকি বিষয় নিয়ে শুনানি হবে ৷ ততদিন রক্ষাকবচ বাড়ল তিস্তা সেতলওয়াড়ের ৷

Teesta Setalvad ETV BHARAT
Teesta Setalvad
author img

By

Published : Jul 5, 2023, 4:27 PM IST

নয়াদিল্লি, 5 জুলাই: স্তিতা সেতলওয়াড়ের অন্তর্বর্তী জামিনের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ গত শনিবার গুজরাত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়ে এক সপ্তাহের জন্য সমাজকর্মী সিস্তা সেতলওয়াড়কে অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত ৷ এদিন সেই মামলার শুনানিতে তাঁর জামিনের সময়সীমা আরও বাড়িয়ে 19 জুলাই করা হয়েছে ৷ সেই সঙ্গে গুজরাত সরকারকে সমাজকর্মীর জামিনের আবেদনের মামলায় একটি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷

উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাস থেকে গুজরাত দাঙ্গা মামলায় জামিনে মুক্ত ছিলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় ৷ সম্প্রতি গুজরাত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জামিনের সময়সীমা বাড়ানোর আবেদন করেন তিনি ৷ কিন্তু, হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন ৷ পাশাপাশি, তাঁকে দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি ৷ সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন সেতলওয়াড় ৷ আবেদনের শুনানিতে গত শনিবার শীর্ষ আদালত গুজরাত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল ৷

সেই স্থগিতাদেশ দেওয়ার সময়, শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘‘উনি গত 10 মাস ধরে জামিনে মুক্ত রয়েছেন ৷ আরও কিছুদিন বাইরে থাকলে সমস্যাটা কোথায় ? তাঁকে এখনই হফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়ল ? হতে পারে আবেদনকারীর আচরণ আপত্তিকর ৷ কিন্তু আদালত এটা মনে করে যে, একজনের স্বাধীনতা একদিনের জন্যও কেড়ে নেওয়া উচিত নয় ৷’’ সেই মামলায় বুধবার ফের শুনানি ছিল বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি তিস্তা সেতলওয়াড়ের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

সেই শুনানিতে এদিন তিস্তা সেতলওয়াড়ের জামিনের সময়সীমা আর বাড়িয়ে 19 জুলাই করা হয়েছে ৷ পাশাপাশি, গোধরা-কাণ্ডে গুজরাত সরকার তিস্তা সেতলওয়াড়ের উপর যে অভিযোগ এনেছে, তার ভিত্তিতে কেন তাঁর জামিন পরবর্তী পর্যায়ে বাড়ানো যাবে না ? তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা কী ? সেই সব প্রশ্নের জবাব চেয়ে একটি নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত ৷ 19 জুলাই এই মামলার আবার শুনানি হবে ৷

নয়াদিল্লি, 5 জুলাই: স্তিতা সেতলওয়াড়ের অন্তর্বর্তী জামিনের সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট ৷ গত শনিবার গুজরাত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়ে এক সপ্তাহের জন্য সমাজকর্মী সিস্তা সেতলওয়াড়কে অন্তর্বর্তী জামিন দিয়েছিল শীর্ষ আদালত ৷ এদিন সেই মামলার শুনানিতে তাঁর জামিনের সময়সীমা আরও বাড়িয়ে 19 জুলাই করা হয়েছে ৷ সেই সঙ্গে গুজরাত সরকারকে সমাজকর্মীর জামিনের আবেদনের মামলায় একটি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট ৷

উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাস থেকে গুজরাত দাঙ্গা মামলায় জামিনে মুক্ত ছিলেন সমাজকর্মী তিস্তা সেতলওয়াড় ৷ সম্প্রতি গুজরাত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে জামিনের সময়সীমা বাড়ানোর আবেদন করেন তিনি ৷ কিন্তু, হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেন ৷ পাশাপাশি, তাঁকে দ্রুত পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি ৷ সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন সেতলওয়াড় ৷ আবেদনের শুনানিতে গত শনিবার শীর্ষ আদালত গুজরাত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল ৷

সেই স্থগিতাদেশ দেওয়ার সময়, শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, ‘‘উনি গত 10 মাস ধরে জামিনে মুক্ত রয়েছেন ৷ আরও কিছুদিন বাইরে থাকলে সমস্যাটা কোথায় ? তাঁকে এখনই হফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা কেন পড়ল ? হতে পারে আবেদনকারীর আচরণ আপত্তিকর ৷ কিন্তু আদালত এটা মনে করে যে, একজনের স্বাধীনতা একদিনের জন্যও কেড়ে নেওয়া উচিত নয় ৷’’ সেই মামলায় বুধবার ফের শুনানি ছিল বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে ৷

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি তিস্তা সেতলওয়াড়ের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ

সেই শুনানিতে এদিন তিস্তা সেতলওয়াড়ের জামিনের সময়সীমা আর বাড়িয়ে 19 জুলাই করা হয়েছে ৷ পাশাপাশি, গোধরা-কাণ্ডে গুজরাত সরকার তিস্তা সেতলওয়াড়ের উপর যে অভিযোগ এনেছে, তার ভিত্তিতে কেন তাঁর জামিন পরবর্তী পর্যায়ে বাড়ানো যাবে না ? তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা কী ? সেই সব প্রশ্নের জবাব চেয়ে একটি নোটিশ পাঠিয়েছে শীর্ষ আদালত ৷ 19 জুলাই এই মামলার আবার শুনানি হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.