ETV Bharat / bharat

SC on Suspension of Maharashtra BJP MLAs : মহারাষ্ট্রে 12 জন বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ এবং ‘স্বেচ্ছাচারিতা’, রায় সুপ্রিম কোর্টের - SC Dismisses Suspension of 12 BJP MLAs

মহারাষ্ট্রের 12 জন বিজেপি বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করল সুপ্রিম কোর্ট (SC Dismisses Suspension of 12 BJP MLAs from Maharashtra Assembly) ৷ 2020 সালে বিধানসভায় প্রিসাইডিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপির 12 জন বিধায়ককে একবছরের জন্য বহিষ্কার করা হয়েছিল (12 BJP MLA was Suspended for Allegedly Misbehaving With Presiding Officer) ৷

SC Dismisses Suspension of 12 BJP MLAs from Maharashtra Assembly
SC Dismisses Suspension of 12 BJP MLAs from Maharashtra Assembly
author img

By

Published : Jan 28, 2022, 2:08 PM IST

নয়াদিল্লি, 28 জানুয়ারি : মহারাষ্ট্র বিধানসভার 12 জন বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্তকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেছে আদালত (SC Dismisses Suspension of 12 BJP MLAs from Maharashtra Assembly) ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপির 12 জন বিধায়ককে একবছরের জন্য মহারাষ্ট্র বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছিল ৷

গত বছর 2021 সালে 5 জুলাই ওই 12 জন বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ ৷ অভিযোগ, অধ্যক্ষের ঘরে প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল ৷ 2020 সালের ওই ঘটনায় প্রায় এক বছর পর 12 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ এনে বহিষ্কার করা হয় (12 BJP MLA was Suspended for Allegedly Misbehaving With Presiding Officer) ৷ এনিয়ে মহারাষ্ট্র বিধানসভার পরিষদীয় মন্ত্রী তাঁদের বহিষ্কার করার প্রস্তাব পেশ করেন ৷ ধ্বনি ভোটে 12 জন বিধায়ককে বহিষ্কার করা হয় ৷

আরও পড়ুন : Supreme Court on Daughter inheritance : বাবা উইল করে না গেলেও সম্পত্তি পাবে মেয়ে, রায় সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্র বিধানসভার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 2021 সালের 22 জুলাই ওই বিধায়করা সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারিতা’ বলে উল্লেখ করেছে ৷

নয়াদিল্লি, 28 জানুয়ারি : মহারাষ্ট্র বিধানসভার 12 জন বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্তকে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সেই সঙ্গে মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারিতা বলে উল্লেখ করেছে আদালত (SC Dismisses Suspension of 12 BJP MLAs from Maharashtra Assembly) ৷ প্রিসাইডিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বিজেপির 12 জন বিধায়ককে একবছরের জন্য মহারাষ্ট্র বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছিল ৷

গত বছর 2021 সালে 5 জুলাই ওই 12 জন বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্র বিধানসভার অধ্যক্ষ ৷ অভিযোগ, অধ্যক্ষের ঘরে প্রিসাইডিং অফিসার ভাস্কর যাদবের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল ৷ 2020 সালের ওই ঘটনায় প্রায় এক বছর পর 12 জন বিজেপি বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ এনে বহিষ্কার করা হয় (12 BJP MLA was Suspended for Allegedly Misbehaving With Presiding Officer) ৷ এনিয়ে মহারাষ্ট্র বিধানসভার পরিষদীয় মন্ত্রী তাঁদের বহিষ্কার করার প্রস্তাব পেশ করেন ৷ ধ্বনি ভোটে 12 জন বিধায়ককে বহিষ্কার করা হয় ৷

আরও পড়ুন : Supreme Court on Daughter inheritance : বাবা উইল করে না গেলেও সম্পত্তি পাবে মেয়ে, রায় সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্র বিধানসভার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 2021 সালের 22 জুলাই ওই বিধায়করা সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ সুপ্রিম কোর্ট মহারাষ্ট্র বিধানসভার সেই সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক এবং স্বেচ্ছাচারিতা’ বলে উল্লেখ করেছে ৷

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.