ETV Bharat / bharat

Bombay High Court Rename: বম্বে হাইকোর্টের নাম বদলের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে - Bombay High Court name change plea

বম্বে হাইকোর্টের নাম পরিবর্তন করে মহারাষ্ট্র হাইকোর্ট করা হোক ৷ এই আবেদন করে মামলা দায়ের করেছিলেন এক প্রাক্তন বিচারপতি (Bombay High Court name change plea) ৷

Bombay High Court
ETV Bharat
author img

By

Published : Nov 3, 2022, 4:10 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: বম্বে হাইকোর্টের নাম পরিবর্তনের জন্য মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত ৷ আবেদনকারী একজন প্রাক্তন বিচারপতি ৷ তিনি আদালতের নাম 'মহারাষ্ট্র হাইকোর্ট' (Bombay High Court to Maharashtra High Court) করার আবেদন জানিয়েছিলেন ৷ এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷

বেঞ্চ জানায়, "এই ইস্যুটি আইনসভার সদস্যরা স্থির করবেন ৷ কোন মৌলিক অধিকারের ভিত্তিতে এই আবেদন করেছেন আপনি?" এই আবেদন করেছিলেন থানের ভি পি পাটিল ৷ যিনি 26 বছর বিচারকের দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন: লালাকেল্লা হামলায় দোষী আরিফের মৃত্যুদণ্ড বহাল শীর্ষ আদালতে

পাটিল জানিয়েছেন, অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করা উচিত ৷ যে রাজ্যের যে জায়গায় হাইকোর্টগুলি অবস্থিত, সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নাম বদলে পরিবর্তনের পদক্ষেপ নিন ৷ মারাঠিদের কাছে আদালতের নামে 'মহারাষ্ট্র' শব্দের যোগ তাৎপর্যপূর্ণ ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর: বম্বে হাইকোর্টের নাম পরিবর্তনের জন্য মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করল দেশের সর্বোচ্চ আদালত ৷ আবেদনকারী একজন প্রাক্তন বিচারপতি ৷ তিনি আদালতের নাম 'মহারাষ্ট্র হাইকোর্ট' (Bombay High Court to Maharashtra High Court) করার আবেদন জানিয়েছিলেন ৷ এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ এই আবেদন খারিজ করে দেয় ৷

বেঞ্চ জানায়, "এই ইস্যুটি আইনসভার সদস্যরা স্থির করবেন ৷ কোন মৌলিক অধিকারের ভিত্তিতে এই আবেদন করেছেন আপনি?" এই আবেদন করেছিলেন থানের ভি পি পাটিল ৷ যিনি 26 বছর বিচারকের দায়িত্ব সামলেছেন ৷

আরও পড়ুন: লালাকেল্লা হামলায় দোষী আরিফের মৃত্যুদণ্ড বহাল শীর্ষ আদালতে

পাটিল জানিয়েছেন, অন্য রাজ্যগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করা উচিত ৷ যে রাজ্যের যে জায়গায় হাইকোর্টগুলি অবস্থিত, সেই অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের নাম বদলে পরিবর্তনের পদক্ষেপ নিন ৷ মারাঠিদের কাছে আদালতের নামে 'মহারাষ্ট্র' শব্দের যোগ তাৎপর্যপূর্ণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.