ETV Bharat / bharat

SC on Article 370 Abrogation:370 ধারা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ এই দাবিতে করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে

SC Dismisses Plea on Article 370 Abrogation: 370 ধারা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ ৷ সুপ্রিম কোর্ট এই ঘোষণা করুক ৷ এমনই একটি আবেদনে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে ৷ যা খারিজ করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷

SC on Article 370 Abrogation ETV BHARAT
SC on Article 370 Abrogation
author img

By

Published : Aug 22, 2023, 4:55 PM IST

নয়াদিল্লি, 22 অগস্ট: 370 ধারা অর্থাৎ, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ ৷ এই দাবিতে একটি মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ যা পত্রপাঠ বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷ 2019 সালের 5 অগস্ট সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় সরকার ধারা 370 বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করে ৷

ডিভিশন বেঞ্চের বিচারপতিরা আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘এটা কেমন ধরণের মামলার আবেদন ? আপনি এখন এই আদালতের মাধ্যমে এটা ঘোষণা করাতে চাইছেন, যে 370 ধারা বাতিল করা বৈধ ? এই ইস্যুটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছে ৷’’

এমনকী বিচারপতি জে বি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে প্রশ্ন করেছে, ‘‘আমরা কেন আপনাদের এই আবেদনে এই ঘোষণা করতে যাব ? আপনার এই মামলাকারী মক্কেল কে ?’’ ওই আবেদনে মামলাকারী উল্লেখ করেছিল, আদালত ঘোষণা করুক যে, সংবিধানের 370 ধারা বাতিল এবং 35-এ অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত ‘সাংবিধানিকভাবে বৈধ’ ৷ এ নিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সাংবিধানিক বৈধতার বিষয়ে আদালত কোনও ঘোষণা করতে পারে না ৷

আরও পড়ুন: ' উপত্যকার ইতিহাস সম্পর্কে যাঁরা অজ্ঞ তাঁরাই ধারা 370 বাতিলের বিরুদ্ধে,' বললেন আজাদ

বিচারপতিরা এই আবেদন খারিজ করার সময় মন্তব্য করেন, ‘‘এই আবেদনটি ভুল ধারণা তৈরি করছে এবং সেই কারণে আবেদনটি খারিজ করে দেওয়া হল ৷’’ ধারা 370 বাতিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 এর বৈধতা সংক্রান্ত একাধিক মামলার প্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছে ৷

নয়াদিল্লি, 22 অগস্ট: 370 ধারা অর্থাৎ, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ ৷ এই দাবিতে একটি মামলা দায়ের করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ যা পত্রপাঠ বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ ৷ 2019 সালের 5 অগস্ট সংসদের দুই কক্ষে কেন্দ্রীয় সরকার ধারা 370 বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরকে ভারতীয় সংবিধানের সঙ্গে যুক্ত করে ৷

ডিভিশন বেঞ্চের বিচারপতিরা আবেদনকারীর আইনজীবীকে প্রশ্ন করেন, ‘‘এটা কেমন ধরণের মামলার আবেদন ? আপনি এখন এই আদালতের মাধ্যমে এটা ঘোষণা করাতে চাইছেন, যে 370 ধারা বাতিল করা বৈধ ? এই ইস্যুটি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছে ৷’’

এমনকী বিচারপতি জে বি পারডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে প্রশ্ন করেছে, ‘‘আমরা কেন আপনাদের এই আবেদনে এই ঘোষণা করতে যাব ? আপনার এই মামলাকারী মক্কেল কে ?’’ ওই আবেদনে মামলাকারী উল্লেখ করেছিল, আদালত ঘোষণা করুক যে, সংবিধানের 370 ধারা বাতিল এবং 35-এ অনুচ্ছেদ তুলে দেওয়ার সিদ্ধান্ত ‘সাংবিধানিকভাবে বৈধ’ ৷ এ নিয়ে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সাংবিধানিক বৈধতার বিষয়ে আদালত কোনও ঘোষণা করতে পারে না ৷

আরও পড়ুন: ' উপত্যকার ইতিহাস সম্পর্কে যাঁরা অজ্ঞ তাঁরাই ধারা 370 বাতিলের বিরুদ্ধে,' বললেন আজাদ

বিচারপতিরা এই আবেদন খারিজ করার সময় মন্তব্য করেন, ‘‘এই আবেদনটি ভুল ধারণা তৈরি করছে এবং সেই কারণে আবেদনটি খারিজ করে দেওয়া হল ৷’’ ধারা 370 বাতিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 এর বৈধতা সংক্রান্ত একাধিক মামলার প্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 বিচারপতির সাংবিধানিক বেঞ্চে শুনানি চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.