ETV Bharat / bharat

জয় শ্রী রাম স্লোগান নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

author img

By

Published : Mar 9, 2021, 4:28 PM IST

জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগানের সঙ্গে তুলনা করেন মামলাকারী৷ কিন্তু তা খারিজ করে দেয় আদালত৷ শীর্ষ আদালত জানিয়েছে, এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত৷

sc-dismisses-plea-opposing-use-of-jai-sri-ram
সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, 9 মার্চ : জয় শ্রী রাম স্লোগান দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ এবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত৷

রাজ্য়ের ক্ষমতা দখল নিতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ পশ্চিমবঙ্গের নির্বাচনকে পাখির চোখ করেছে তারা৷ কেন্দ্রের একাধিক বড় নেতা নেত্রীরা ভোট প্রচারে রাজ্য়ে আসছেন৷ সভায় বক্তৃতা শুরু করার আগে বিজেপির প্রতি নেতা নেতৃত্বরা জয় শ্রী রাম স্লোগান তুলছেন৷ আর তাতেই আপত্তি তুলেছেন এম এল শর্মা নামে এক আইনজীবী৷ তিনিই আদালতে মামলা দায়ের করেন৷

এম এল শর্মা জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগানের সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, ওই স্লোগানটি নির্বাচনী অপরাধের মধ্য়ে ধরা হোক৷ এবং রিপ্রেজন্টেশন অফ দ্য়া পিপল অ্য়াক্টের মধ্য়ে গণ্য় করা হোক৷ আদালতে করা মামলায় তিনি বলেন, জয় শ্রী রাম স্লোগানটি সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার যাতে কোনও ব্য়ক্তি, দল ও গ্রুপ নির্বাচনের আগে যেন ওই স্লোগানটি না ব্য়বহার করে৷

আরও পড়ুন- বোমা কারখানার অমিত-বাক্য উড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, দাবি ব্রাত্যর

এদিকে গতমাসে বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্য়ে এসে দাবি করেছিলেন, জয় শ্রী রাম এখন রাজ্য়ের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে৷ এদিকে জানুয়ারি মাসে ভিক্টোরিয়ায় মোদি মমতা সভায় জয় শ্রী রাম বলা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়৷ এদিকে 8 দফায় ভোট করা নিয়েও আদালতে মামলা করেন এম এল শর্মা৷

নয়াদিল্লি, 9 মার্চ : জয় শ্রী রাম স্লোগান দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ এবিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, নির্বাচনের পরিপ্রেক্ষিতে এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না আদালত৷

রাজ্য়ের ক্ষমতা দখল নিতে উঠেপড়ে লেগেছে বিজেপি৷ পশ্চিমবঙ্গের নির্বাচনকে পাখির চোখ করেছে তারা৷ কেন্দ্রের একাধিক বড় নেতা নেত্রীরা ভোট প্রচারে রাজ্য়ে আসছেন৷ সভায় বক্তৃতা শুরু করার আগে বিজেপির প্রতি নেতা নেতৃত্বরা জয় শ্রী রাম স্লোগান তুলছেন৷ আর তাতেই আপত্তি তুলেছেন এম এল শর্মা নামে এক আইনজীবী৷ তিনিই আদালতে মামলা দায়ের করেন৷

এম এল শর্মা জয় শ্রী রাম স্লোগানটিকে প্ররোচনানূলক ধর্মীয় স্লোগানের সঙ্গে তুলনা করেন৷ তিনি বলেন, ওই স্লোগানটি নির্বাচনী অপরাধের মধ্য়ে ধরা হোক৷ এবং রিপ্রেজন্টেশন অফ দ্য়া পিপল অ্য়াক্টের মধ্য়ে গণ্য় করা হোক৷ আদালতে করা মামলায় তিনি বলেন, জয় শ্রী রাম স্লোগানটি সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার যাতে কোনও ব্য়ক্তি, দল ও গ্রুপ নির্বাচনের আগে যেন ওই স্লোগানটি না ব্য়বহার করে৷

আরও পড়ুন- বোমা কারখানার অমিত-বাক্য উড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক, দাবি ব্রাত্যর

এদিকে গতমাসে বিজেপি নেতা গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্য়ে এসে দাবি করেছিলেন, জয় শ্রী রাম এখন রাজ্য়ের নির্বাচনী স্লোগানে পরিণত হয়েছে৷ এদিকে জানুয়ারি মাসে ভিক্টোরিয়ায় মোদি মমতা সভায় জয় শ্রী রাম বলা নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়৷ এদিকে 8 দফায় ভোট করা নিয়েও আদালতে মামলা করেন এম এল শর্মা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.