ETV Bharat / bharat

Supreme Court on BBC: ভারতে বিবিসি'কে নিষিদ্ধ করার আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, ধাক্কা খেল হিন্দু সেনা

2002 গুজরাত দাঙ্গার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সম্প্রতি একটি তথ্যচিত্র বানায় বিবিসি ৷ যা নিয়ে দেশ বিতর্ক শুরু হয় ৷ এরপরেই ভারতে বিবিসি-এর সম্প্রচার নিষিদ্ধ করার আবেদন জানিয়ে পিআইএল দায়ের হয় সুপ্রিম কোর্টে (petition seeking ban on BBC in India) ৷

ETV Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 10, 2023, 3:33 PM IST

Updated : Feb 10, 2023, 4:03 PM IST

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক বিবিসি-র (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) সম্প্রচার ৷ কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার তরফে করা এই আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা শীর্ষ আদালতে এই আবেদন করেছিলেন ৷ একই আবেদন করা হয়েছিল বীরেন্দ্রকুমার সিং নামে এক কৃষকের তরফেও (Supreme Court dismissed petition seeking ban on BBC) ৷ এদিন এই আবেদন খারিজ করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশ জানিয়েছেন, ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে ৷

শুক্রবার এই জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতি খান্না বলেন, "ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন জানানো হয় ৷ এই আবেদনের কোনও মূল্য নেই ৷ এর উপর ভিত্তি করে কী করে সুপ্রিম কোর্ট সেন্সরশিপ আরোপ করে পারে ?" যদিও এদিন শীর্ষ আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী পিঙ্কি আনন্দ দাবি করেন, বিবিসি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলে এবং তাদের তৈরি এই তথ্যচিত্র ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ ৷

  • Supreme Court dismisses a PIL seeking complete ban on the British Broadcasting Corporation (BBC) and BBC India from operating from Indian territory in wake of airing the documentary titled, ‘India: The Modi Question’ relating to the 2002 Gujarat riots. pic.twitter.com/gsuCPG11aM

    — ANI (@ANI) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা 13 বছরের নাবালিকার গর্ভপাতের অনুমতি আদালতের

এদিনের শুনানিতে আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে আরও দাবি করেন, গুজরাত দাঙ্গাকে ভিত্তি করে বিবিসি যে তথ্যচিত্র বানিয়েছে তা আসলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিন্দুদের বদনাম করার চেষ্টা ৷ ভারতের সামাজিক বৈচিত্র নষ্ট করার চেষ্টা করছে বিবিসি ৷ যদিও এরপর শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করার সিদ্ধান্ত নেয় ৷

উল্লেখ্য, গত মাসেই এই তথ্যচিত্রটি সম্প্রচার করে বিবিসি (BBC Documentary) ৷ যার নাম, 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন (India: The Modi Question)' ৷ 2002 গুজরাত দাঙ্গার উপর ভিত্তি করে দুই পর্বে বিভক্ত এই তথ্যচিত্র নিয়ে প্রথমেই কড়া ভাষায় আপত্তি জানায় বিদেশমন্ত্রক ৷ বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট প্রোপাগন্ডা ছড়াতেই এই তথ্যচিত্রটি তারি করা হয়েছে ৷ এরপরেই ভারতে সামাজিক মাধ্যমগুলিতে এই তথ্যচিত্রের লিঙ্ক যাতে শেয়ার করা না-হয় তা নিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্র (BBC Documentary controversy) ৷

নয়াদিল্লি, 10 ফেব্রুয়ারি: দেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক বিবিসি-র (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) সম্প্রচার ৷ কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার তরফে করা এই আবেদন শুক্রবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ৷ সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা শীর্ষ আদালতে এই আবেদন করেছিলেন ৷ একই আবেদন করা হয়েছিল বীরেন্দ্রকুমার সিং নামে এক কৃষকের তরফেও (Supreme Court dismissed petition seeking ban on BBC) ৷ এদিন এই আবেদন খারিজ করে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দরেশ জানিয়েছেন, ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন করা হয়েছে ৷

শুক্রবার এই জনস্বার্থ মামলা খারিজ করে বিচারপতি খান্না বলেন, "ভুল ধারণার ভিত্তিতে এই আবেদন জানানো হয় ৷ এই আবেদনের কোনও মূল্য নেই ৷ এর উপর ভিত্তি করে কী করে সুপ্রিম কোর্ট সেন্সরশিপ আরোপ করে পারে ?" যদিও এদিন শীর্ষ আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী পিঙ্কি আনন্দ দাবি করেন, বিবিসি ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলে এবং তাদের তৈরি এই তথ্যচিত্র ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্রের অংশ ৷

  • Supreme Court dismisses a PIL seeking complete ban on the British Broadcasting Corporation (BBC) and BBC India from operating from Indian territory in wake of airing the documentary titled, ‘India: The Modi Question’ relating to the 2002 Gujarat riots. pic.twitter.com/gsuCPG11aM

    — ANI (@ANI) February 10, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: যৌন নির্যাতনে অন্তঃসত্ত্বা 13 বছরের নাবালিকার গর্ভপাতের অনুমতি আদালতের

এদিনের শুনানিতে আবেদনকারীর আইনজীবী সুপ্রিম কোর্টে আরও দাবি করেন, গুজরাত দাঙ্গাকে ভিত্তি করে বিবিসি যে তথ্যচিত্র বানিয়েছে তা আসলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও হিন্দুদের বদনাম করার চেষ্টা ৷ ভারতের সামাজিক বৈচিত্র নষ্ট করার চেষ্টা করছে বিবিসি ৷ যদিও এরপর শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করার সিদ্ধান্ত নেয় ৷

উল্লেখ্য, গত মাসেই এই তথ্যচিত্রটি সম্প্রচার করে বিবিসি (BBC Documentary) ৷ যার নাম, 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চেন (India: The Modi Question)' ৷ 2002 গুজরাত দাঙ্গার উপর ভিত্তি করে দুই পর্বে বিভক্ত এই তথ্যচিত্র নিয়ে প্রথমেই কড়া ভাষায় আপত্তি জানায় বিদেশমন্ত্রক ৷ বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, নির্দিষ্ট প্রোপাগন্ডা ছড়াতেই এই তথ্যচিত্রটি তারি করা হয়েছে ৷ এরপরেই ভারতে সামাজিক মাধ্যমগুলিতে এই তথ্যচিত্রের লিঙ্ক যাতে শেয়ার করা না-হয় তা নিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্র (BBC Documentary controversy) ৷

Last Updated : Feb 10, 2023, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.