ETV Bharat / bharat

Pawan Khera Controversy: প্রধানমন্ত্রীকে 'অপমান', পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর শীর্ষ আদালতে - SC directs Dwarka court to grant interim relief

একটি সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে 'নরেন্দ্র গৌতমদাস মোদি' বলে বিতর্কে পড়েছেন কংগ্রেসের অন্যতম মুখপাত্র পবন খেরা ৷ আজ সকালে তাঁকে রাইপুরগামী বিমান থেকে নামিয়ে গ্রেফতার করা হয় ৷ বিকেলে সুপ্রিম কোর্ট তাঁকে গ্রেফতার করা যাবে না বলে নির্দেশ দিল (Supreme Court on Pawan Khera) ৷

Pawan Khera
পবন খেরা
author img

By

Published : Feb 23, 2023, 4:48 PM IST

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যটি 'স্লিপ অফ টাং' অর্থাৎ মুখ ফসকে বলে ফেলেছন তিনি ৷ দেশের সর্বোচ্চ আদালতে এই কথা জানালেন তাঁর পক্ষের প্রবীণ আইনজীবী এ এম সিংঘভি ৷ খেরা এর জন্য ক্ষমাও চেয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যে দেশে বিতর্ক (Pawan Khera PM Name Controversy) তৈরি হয়েছে ৷ এই মর্মে অসমের হাফলং থানা-সহ উত্তরপ্রদেশের লখনউ এবং বারাণসী-সহ দেশের বহু জায়গায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় বহু এফআইআর দায়ের করা হয়েছে ৷ ফলত বৃহস্পতিবার সকালে দিল্লির বিমানবন্দরে রাইপুরগামী বিমান থেকে তাঁকে নামিয়ে এনে গ্রেফতার করে পুলিশ ৷

দেশের বিভিন্ন জায়গায় হওয়া একাধিক এফআইআর নিয়ে এদিনই কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ এদিন কংগ্রেস অন্যতম মুখপাত্রের হয়ে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানান তিনি ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ 28 ফেব্রুয়ারি পর্যন্ত পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷ এই জামিন মঞ্জুরের নির্দেশ দেওয়া হয়েছে দ্বারকা কোর্টকে ৷ পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ বিজেপি শাসিত দুই রাজ্য অসম এবং উত্তরপ্রদেশে হওয়া এফআইআরগুলিকে একসঙ্গে করা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের মত জানতে চেয়েছে আদালত ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি এম আর শাহ, বিচারপতি পি এস নরসিমহা ৷ 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বেঞ্চ ৷

আরও পড়ুন: আদানির বিমানে মোদি নিজের বাড়ির মতোই আরামে বসেছিলেন, কটাক্ষ রাহুলের

প্রসঙ্গত, 17 ফেব্রুয়ারি শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে মন্তব্য করেন পবন খেরা ৷ তিনি একটি সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে 'নরেন্দ্র গৌতমদাস মোদি' (Narendra Gautamdas Modi) বলে উল্লেখ করেন ৷ আদতে প্রধানমন্ত্রী পুরো নাম নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ এর মধ্যে মাঝের অংশটি তাঁর বাবার ৷ দেশের বিভিন্ন অঞ্চলে বাবার নামে ছেলের নামকরণ করা হয়ে থাকে ৷ বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর নামের মাঝের অংশে গৌতম নামটি দিয়ে পবন খেরা প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ৷

  • This is outrageous. @Pawankhera has done nothing warranting deplaning, arrest or detention. If all they can accuse him of is a joke about the PM, this is flagrant overreach. We have no crime of “lese-majeste” in India. How can you arrest a political figure for a verbal barb? https://t.co/kZEF1ruyCx

    — Shashi Tharoor (@ShashiTharoor) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার সকালে দিল্লির বিমানবন্দর থেকে পবন খেরা ও কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা ছত্তিশগড়ের রাইপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ সেখানে আগামিকাল কংগ্রেসের প্লেনারি সেশন শুরু হওয়া কথা এবং তা শেষ হবে 26 ফেব্রুয়ারি ৷ দিল্লি পুলিশ বিমানবন্দরে পৌঁছে বিমান থামিয়ে তাঁকে নেমে আসতে বলে ৷ তাঁর সঙ্গে থাকা কংগ্রেস নেতারা এর প্রতিবাদে টারমাকে ধরনায় বসে পড়েন ৷ কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশকে তাঁকে নিয়ে যেতে বাধা দেন নেতারা ৷ পরে অসম পুলিশের কাছ থেকে দিল্লি পুলিশের উচ্চাধিকারিকরা পবন খেরাকে গ্রেফতারির একটি নথি হাতে পান ৷ পবন খেরাকে বিমানবন্দরের থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ৷ সিআইএসএফ-এর (Central Industrial Security Force, CISF) বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল বিমানবন্দরে ৷

আরও পড়ুন: ভাবমূর্তি ফেরাতে মরিয়া আদানি গোষ্ঠী, ঋণ পরিশোধের উদ্যোগ

নয়াদিল্লি, 23 ফেব্রুয়ারি: অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস নেতা পবন খেরা ৷ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যটি 'স্লিপ অফ টাং' অর্থাৎ মুখ ফসকে বলে ফেলেছন তিনি ৷ দেশের সর্বোচ্চ আদালতে এই কথা জানালেন তাঁর পক্ষের প্রবীণ আইনজীবী এ এম সিংঘভি ৷ খেরা এর জন্য ক্ষমাও চেয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যে দেশে বিতর্ক (Pawan Khera PM Name Controversy) তৈরি হয়েছে ৷ এই মর্মে অসমের হাফলং থানা-সহ উত্তরপ্রদেশের লখনউ এবং বারাণসী-সহ দেশের বহু জায়গায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় বহু এফআইআর দায়ের করা হয়েছে ৷ ফলত বৃহস্পতিবার সকালে দিল্লির বিমানবন্দরে রাইপুরগামী বিমান থেকে তাঁকে নামিয়ে এনে গ্রেফতার করে পুলিশ ৷

দেশের বিভিন্ন জায়গায় হওয়া একাধিক এফআইআর নিয়ে এদিনই কংগ্রেস নেতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ এদিন কংগ্রেস অন্যতম মুখপাত্রের হয়ে সুপ্রিম কোর্টে জরুরি ভিত্তিতে মামলাটির শুনানির আবেদন জানান তিনি ৷ এদিন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠিত বেঞ্চ 28 ফেব্রুয়ারি পর্যন্ত পবন খেরার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে ৷ এই জামিন মঞ্জুরের নির্দেশ দেওয়া হয়েছে দ্বারকা কোর্টকে ৷ পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ৷ বিজেপি শাসিত দুই রাজ্য অসম এবং উত্তরপ্রদেশে হওয়া এফআইআরগুলিকে একসঙ্গে করা নিয়ে সংশ্লিষ্ট রাজ্য সরকারের মত জানতে চেয়েছে আদালত ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি এম আর শাহ, বিচারপতি পি এস নরসিমহা ৷ 27 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বেঞ্চ ৷

আরও পড়ুন: আদানির বিমানে মোদি নিজের বাড়ির মতোই আরামে বসেছিলেন, কটাক্ষ রাহুলের

প্রসঙ্গত, 17 ফেব্রুয়ারি শিল্পপতি গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক নিয়ে মন্তব্য করেন পবন খেরা ৷ তিনি একটি সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদিকে 'নরেন্দ্র গৌতমদাস মোদি' (Narendra Gautamdas Modi) বলে উল্লেখ করেন ৷ আদতে প্রধানমন্ত্রী পুরো নাম নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ এর মধ্যে মাঝের অংশটি তাঁর বাবার ৷ দেশের বিভিন্ন অঞ্চলে বাবার নামে ছেলের নামকরণ করা হয়ে থাকে ৷ বিজেপির অভিযোগ, প্রধানমন্ত্রীর নামের মাঝের অংশে গৌতম নামটি দিয়ে পবন খেরা প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ৷

  • This is outrageous. @Pawankhera has done nothing warranting deplaning, arrest or detention. If all they can accuse him of is a joke about the PM, this is flagrant overreach. We have no crime of “lese-majeste” in India. How can you arrest a political figure for a verbal barb? https://t.co/kZEF1ruyCx

    — Shashi Tharoor (@ShashiTharoor) February 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বৃহস্পতিবার সকালে দিল্লির বিমানবন্দর থেকে পবন খেরা ও কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা ছত্তিশগড়ের রাইপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন ৷ সেখানে আগামিকাল কংগ্রেসের প্লেনারি সেশন শুরু হওয়া কথা এবং তা শেষ হবে 26 ফেব্রুয়ারি ৷ দিল্লি পুলিশ বিমানবন্দরে পৌঁছে বিমান থামিয়ে তাঁকে নেমে আসতে বলে ৷ তাঁর সঙ্গে থাকা কংগ্রেস নেতারা এর প্রতিবাদে টারমাকে ধরনায় বসে পড়েন ৷ কোনও গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশকে তাঁকে নিয়ে যেতে বাধা দেন নেতারা ৷ পরে অসম পুলিশের কাছ থেকে দিল্লি পুলিশের উচ্চাধিকারিকরা পবন খেরাকে গ্রেফতারির একটি নথি হাতে পান ৷ পবন খেরাকে বিমানবন্দরের থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা ৷ সিআইএসএফ-এর (Central Industrial Security Force, CISF) বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছিল বিমানবন্দরে ৷

আরও পড়ুন: ভাবমূর্তি ফেরাতে মরিয়া আদানি গোষ্ঠী, ঋণ পরিশোধের উদ্যোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.